বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2023-24: হায়দরাবাদের বিরুদ্ধে চার বিদেশি নিয়েই দল সাজাবেন কুয়াদ্রাত, প্লে-অফের স্বপ্ন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচের

ISL 2023-24: হায়দরাবাদের বিরুদ্ধে চার বিদেশি নিয়েই দল সাজাবেন কুয়াদ্রাত, প্লে-অফের স্বপ্ন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচের

কার্লেস কুয়াদ্রাত।

মুম্বইয়ের বিরুদ্ধে চার বিদেশি হাতে থাকলেও, তিন জনকে প্রথম একাদশে রেখেছিলেন কার্লেস কুয়াদ্রাত। ভিক্টর ভাসকুয়েজকে আঠারো জনের দলে রাখেন স্প্যানিশ কোচ। কিন্তু শনিবার প্রথম থেকেই খেলবেন মেসির সতীর্থ। হায়দরাবাদের বিরুদ্ধে চার বিদেশি নিয়েই দল সাজাবেন কুয়াদ্রাত।

সব ম্যাচ জিতে, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএলের ডার্বিতে মোহনবাগানের সঙ্গে ড্র। এই পর্যন্ত তাও সবটা ঠিকঠাক চলছিল। কিন্তু এর পরেই আইএসএলে পরপর দুই ম্যাচে হার। নর্থ ইস্টের পর মুম্বইয়ের কাছে হারতে ইস্টবেঙ্গলকে। জোড়া ধাক্কায় দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে কার্লেস কুয়াদ্রাতের দল। টেবিলের দশ নম্বরে নেমে গিয়েছে ইস্টবেঙ্গল। শনিবার অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি হবে লাল-হলুদ।

এই মুহূর্তে আর্থিক কারণে হায়দরাবাদ একেবারে নড়বড়ে। থংবই সিংটোর দলে কোনও বিদেশি নেই। ১৯ জন ফুটবলার দল ছেড়েছে। এটাই কিন্তু প্রত্যাবর্তনের আদর্শ মঞ্চ হবে লাল-হলুদের জন্য। কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরবেন ক্লেটন‌ সিলভাও। তবে চোটের জন্য একেবারেই ছিটকে গিয়েছেন পার্দো লুকাস। তাঁর বদলি হিসেবে শীঘ্রই ইস্টবেঙ্গলে যোগ দেবেন আলেকজান্ডার। তবে শনিবার শুরু থেকেই চার বিদেশি নিয়ে দল সাজাতে চান কুয়াদ্রাত।

দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ে ফেরার বিষয়ে আশাবাদী তিনি। একই সঙ্গে চোট পাওয়া বিদেশিদের বদলি হিসেবে দ্রুত নতুন বিদেশি খোঁজায় কর্তাদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোচ। কুয়াদ্রাত বলেন, ‘চোট পেয়ে পার্দো ছিটকে যাওয়ায় হতাশ। ও দলকে সাহায্য করছিল। তবে ক্লাব দ্রুত পরিবর্ত ফুটবলার খুঁজে এনেছে। যা একদমই সহজ নয়। সবাই মিলিত হয়ে কাজ করছে। এর জন্য প্রশংসা করতেই হবে। আমার আলেকজান্ডারের সঙ্গে ভিডিয়য়ো কলে কথা হয়েছে। ভিসা পেলেই কলকাতায় চলে আসবে। এরকম ফুটবল ক্যালেন্ডার হওয়ায় চোট-আঘাত লেগেই থাকবে। তবে সেটার জন্য আমরা প্রস্তুত। শনিবার আমাদের জিততেই হবে। ফোকাসড থাকতে হবে। আমরা চার জন বিদেশি নিয়ে নামব। এই ধরনের লিগে কেউ ফেভারিট হয় না। লিগ টেবিলে সব দলগুলোই গায়ে গায়ে আছে। একটা দু'টো জয় পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। আশা করছি, বাকি ন'টা ম্যাচে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে পারব।’

মুম্বইয়ের বিরুদ্ধে চার জন হাতে থাকলেও, তিন জনকে প্রথম একাদশে রেখেছিলেন স্প্যানিশ কোচ। ভিক্টর ভাসকুয়েজকে আঠারো জনের দলে রাখেন। কিন্তু শনিবার প্রথম থেকেই খেলবেন মেসির সতীর্থ। তবে সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছে দুই বিদেশি। ৯০ মিনিট খেলার জন্য কি ফিট তাঁরা? কোনও অজুহাত দিতে চান না লাল হলুদ কোচ। কুয়াদ্রাত বলেন, ‘৯০ মিনিট খেলতে পারবে কিনা সেটা সময় বলবে। তবে চার জন বিদেশিই প্রথম একাদশে থাকবে। পুরো না খেলতে পারলে সেটার জন্য রিজার্ভ বেঞ্চ আছে। আগের ম্যাচে ফেলিসিও ৯০ মিনিট খেলেছে। ভিক্টরও সুযোগের অপেক্ষায় আছে।’

হায়দরাবাদ ম্যাচে কার্ডের জন্য মহেশ এবং চুংনুঙ্গাকে পাওয়া যাবে না। এদিকে নন্দকুমারের মধ্যে‌ ধারাবাহিকতার অভাব রয়েছে। ডার্বিতে নিয়ম করে গোল করলেও পারফরম্যান্স গ্রাফ উপর-নীচে হচ্ছে। এই নিয়ে অবশ্য ভাবিত নন ইস্টবেঙ্গল কোচ। কুয়াদ্রাত বলেন, ‘উইঙ্গার এবং নম্বর নাইনের পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকে না। বিশ্বফুটবলেও এটা দেখা গিয়েছে। বিগ মনস্টার মেসি, রোনাল্ডো আলাদা। সবাই ওদের মতো জিনিয়াস হয় না। যে টানা ৫-৬টা ম্যাচে ভালো খেলবে। আমি বার্সার অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ছিলাম। সেখানেও একই। এখন যেমন লেওয়ানডোস্কির মতো ফুটবলারের ফর্ম নিয়েও চর্চা চলছে। এটা কি ভাবা যায়! সুতরাং উইঙ্গারদের ফর্ম আপ-ডাউন হওয়া খেলারই অঙ্গ।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের প্রজাতন্ত্র দিবস কেমন কাটবে? রইল ২৬ জানুয়ারির রাশিফল ‘শোভনদা ও বাকি সিনিয়দের খুব সম্মান করি, তবে কিছু মন্ত্রীকে নিয়ে..’ কল্যাণের তোপ ‘কবীর সিং আমায় তারকা হতে সাহায্য করে’, কেন এমন কথা বললেন শাহিদ কাপুর? উঠেছিল ঐন্দ্রিলাকে চড় মারার অভিযোগ, বিয়ে করলেন ‘জিয়ন কাঠি’ অভিনেত জয়, কে পাত্রী ২০২৫ সালে বাংলায় এল না পদ্মবিভূষণ, পদ্মভূষণ! IND vs ENG: T20I-তে আউট না হয়ে ৩১৮ রান! নতুন ইতিহাস লিখলেন তিলক বর্মা 'আমরা অতিরিক্ত ব্যাটার নিয়ে খেলছি...' ইংল্যান্ড বধের রহস্য ফাঁস সূর্যর দ্বিতীয় T20তে ইংল্যান্ডকে নাস্তানাবুদ তিলকের! প্রশংসা করলেন রবিরও,গড়লেন রেকর্ড ‘বাবা বেঁচে থাকলে…’, পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত, কী বললেন অজিত কুমার ভারতের বিপক্ষে সব থেকে দামি T20 স্পেলের তালিকায় ঢুকলেন আর্চার, আর কারা?

IPL 2025 News in Bangla

পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.