জল্পনা ছিলই, সেই জল্পনাকে সত্যি করেই এটিকে মোহনবাগান ছেড়ে পড়শি রাজ্যের ক্লাব ওড়িশা এফসিতে যোগ দিলেন মাইকেল সুসাইরাজ। আগামী দুই বছরের জন্য ভারতীয় উইঙ্গারকে চুক্তিবদ্ধ করল ওড়িশা।
চেন্নাইয়িনের হয়ে ২০১৬-১৭ মরশুমে আইএসএলে পথ চলা শুরু সুসাইরাজের। প্রথম বছরেই তিনি চেন্নাইয়িনের প্রথম এগারোয় নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। এরপর ২০১৮-১৯-এ সুসাইরাজ জামশেদপুর এফসিতে যোগ দেন এবং তাদের হয়ে ১৪টি ম্যাচ খেলেন। তার পরের মরশুমে তিনি আসেন কলকাতার এটিকে মোহনবাগানে। সবুজ-মেরুনের হয়ে প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন হন সুসাইরাজ। তৎকালীন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের বিশ্বস্ত যোদ্ধা ছিলেন তিনি।
খেতাব জয়ী মরশুমে এটিকে মোহনবাগান দলের হয়ে ২০টি ম্যাচ খেলেন ভারতীয় উইঙ্গার। জাতীয় দলে সেই সময়ই অভিষেকও হয় তাঁর। তবে গত মরশুমটা একেবারে দুঃস্বপ্নের মতো কেটেছে সুসাইরাজের। চোট আঘাতে জর্জরিত হয়ে সিংহভাগ ম্যাচেই খেলতে পারেননি তিনি। মোট পাঁচটি ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে দেখা গিয়েছে তাঁকে। তবে মরশুমে মোট ৩০ মিনিটের বেশি খেলেননি। এবার নতুন মরশুমে নতুন দলের হয়ে ফুল ফোটাতে প্রস্তুত সুসাইরাজ। তিনি আশা করবেন এ মরশুমটা যেন তিনি চোট আঘাতমুক্ত থাকেন। তাছাড়া এমনি সুসারইরাজের প্রতিভা নিয়ে তো কোনও প্রশ্নই থাকতে পারে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।