বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ৫,০০০ নকশার মধ্যে বেছে নেওয়া হল 'সেরা'-টা, কামিংসের হাতে উদ্বোধন হল মোহনবাগান জার্সির

৫,০০০ নকশার মধ্যে বেছে নেওয়া হল 'সেরা'-টা, কামিংসের হাতে উদ্বোধন হল মোহনবাগান জার্সির

নতুন মরশুমের জার্সি উন্মোচন করলেন কামিংস এবং অনিরুদ্ধ থাপা। ছবি- টুইটার

আসন্ন মরশুমের জন্য নতুন জার্সি সবার সামনে আনলো মোহনবাগান সুপার জায়ান্ট। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসন কামিংস এবং অনিরুদ্ধ থাপা।

শহরে চলে এসেছেন মোহনবাগানের তারকা ফুটবলার অস্ট্রেলিয়ার হয়ে সদ্য বিশ্বকাপ খেলা জেসন কামিংস। দীর্ঘ লড়াই করে বাগান কর্তারা এই বিশ্বকাপারকে সই করাতে পেরেছেন। এবার সেই অজি তারকার হাত দিয়েই আসন্ন মরশুমের জার্সি প্রকাশ্যে আনা হল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ থাপা এবং কর্তা সঞ্জীব গোয়েঙ্কাও।

প্রায় ৫ হাজার ডিজাইন তৈরি করা হয়। যার মধ্যে থেকে এই নকশাকেই সম্মতি দেন বাগান কর্তারা। এই জার্সি পরেই এএফসি কাপের ম্যাচ খেলতে দেখা যাবে কামিংসদের। যদিও এই জার্সিতে ছোয়া রয়েছে লখনউ সুপার জায়ান্টের সঙ্গে। যদিও দুই দলের জার্সির রং আলাদা। তবে নকশার সঙ্গে মিল রয়েছে। আর এই নতুন জার্সি বেঁছে নিতে নাকি অনেকটা সময় লেগেছে। একাধিক নকশা দেখার পরও পছন্দ হয়নি তাঁর। প্রায় ৫ হাজার নকশা দেখা পরই চূড়ান্ত করা হয়। নতুন ক্লাবে সই করে আগেই বাগান সমর্থকদের বার্তা দিয়েছেন তিনি। এবার শহর কলকাতার ফুটবল উন্মাদনা কতটা তা কিছুটা হলেও টের পেয়েছেন এই বিশ্বকাপার।

কারণ তিনি যেদিন কলকাতা শহরে পা রাখেন, তখন মধ্যরাত। কিন্তু তাতে কী! তখনও কলকাতা বিমানবন্দরে বাগান সমর্থকদের দেখা যায়। তাদের প্রিয় কামিংসকে বরণ করে নেন বাগান সমর্থকরা। ফলে কলকাতা ফুটবলের আবেগ কিছুটা হলেও বুঝতে পেরেছেন তিনি। এবার সেই তারকাকে সঙ্গে করেই আসন্ন মরশুমের জন্য জার্সি প্রকাশ্যে আনা হল।

গতবছর চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও ট্রফি জয়ের খিদে যে অনেকটাই বেশি তা বুঝিয়ে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তবে তার আগে যে এএফসি কাপে খেলতে হবে বাগানকে, তাও জানেন বাগান কর্তা। তিনি বলেন, ‘আইএসএল শুরুর আগেই আমাদের এএফসি কাপ খেলতে হবে, ফলে সামনেই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ফলে আমাদের সবকিছুই গুরুত্ব পাবে। পাশাপাশি ডুরান্ডও চলবে। সবদিক দেখে দল নামানো হবে। একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.