বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Kalinga Super Cup 2024: এশিয়ান কাপের মধ্যেই সুপার কাপ! সুনীল-সাহাল-মহেশদের ছাড়াই হবে ACL-এ খেলার লড়াই

Kalinga Super Cup 2024: এশিয়ান কাপের মধ্যেই সুপার কাপ! সুনীল-সাহাল-মহেশদের ছাড়াই হবে ACL-এ খেলার লড়াই

কলিঙ্গ সুপার কাপের সূচি ঘোষণা করা হল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

 আগামী বছর জানুয়ারি মাসেই শুরু হচ্ছে সুপার লিগের আসর। আইএসএলের দলগুলি এবং আই লিগের দলগুলো এই টুর্নামেন্টে লড়াই করবে। তাদের লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রিলিমিনারি পর্যায়ের টিকিট নিশ্চিত করা।

শুভব্রত মুখার্জি:- আগামী বছর জানুয়ারি মাসেই শুরু হচ্ছে সুপার লিগের আসর। ওড়িশায় অনুষ্ঠিত হবে এবারের সুপার লিগের আসর। ২০২৪ সালের ৯ জানুয়ারি থেকে শুরু হবে এবারের সুপার লিগের আসর। ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএলের দলগুলি এবং আই লিগের দলগুলো এই টুর্নামেন্টে লড়াই করবে। তাদের লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ প্রিলিমিনারি পর্যায়ের টিকিট নিশ্চিত করা। কলিঙ্গ সুপার কাপ থেকেই নিশ্চিত হয়ে যাবে কোন ক্লাব এই এএফসি টুর্নামেন্টের টিকিট পাচ্ছে। চ্যাম্পিয়ন দল সেই টিকিট পাবে।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে এই টুর্নামেন্ট নিয়ে। যেখানে জানানো হয়েছে ১২ টি আইএসএল দল এবং আটটি আই লিগ ক্লাব খেলবে এবারের সুপার লিগে। ১৬টি দলকে বিভক্ত হবে হবে চারটি গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে সেমিফাইনালে। দুই সেমিফাইনালে বিজয়ী খেলবে ফাইনালে। ফাইনাল খেলা হবে ২৮ জানুয়ারি।ভুবনেশ্বরে খেলা হবে সুপার লিগের ফাইনাল। সাধারণত বছর শেষে আয়োজন করা হত এই টুর্নামেন্টের। বর্তমানে এই টুর্নামেন্টের নতুন নামকরণ করা হয়েছে। কলিঙ্গ সুপার কাপ নামকরণ করা হয়েছে এই টুর্নামেন্টের।

প্রসঙ্গত, এবারের সুপার কাপের সূচি যে সময়ে দেওয়া হয়েছে সেই সময়েই আবার রয়েছে এশিয়ান কাপ। ভারতের খেলা পড়েছে ১৩ জানুয়ারি, ১৮ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি। ফলে ভারতীয় সিনিয়র ফুটবল দলের তারকারা সেখানেই ব্যস্ত থাকবেন। এই টুর্নামেন্টে আদৌও তাদের ক্লাব তাদেরকে পাবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। ভারতীয় দলের এশিয়ান কাপ অভিযান শুরু হবে ১২ জানুয়ারি। তাদের প্রথম ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই পরিস্থিতিতে সুনীল ছেত্রী, আবদুল সাহাল সামাদ, নাওরেম মহেশদের ছাড়াই মাঠে নামতে হবে ক্লাবগুলিকে (তাঁরা ভারতীয় দলে থাকবেন ধরে)।

এআইএফএফের তরফে জানানো হয়েছে, আই লিগ দলগুলোকে কোয়ালিফায়ার খেলতে হবে। তারপরেই নিশ্চিত হবে কোন চারটি দল মূলপর্বে খেলতে জায়গা পাবে। আইএসএলের দলগুলো সুপার কাপের গ্রুপ পর্বে সরাসরি যোগ্যতা অর্জন করবে এমনটাই জানিয়েছে এআইএফএফ। সুপার কাপের গতবারের চ্যাম্পিয়ন দল ওড়িশা এফসি। ফাইনালে ২-১ ফলে তারা হারিয়েছিল বেঙ্গালুরু এফসিকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মমতার নাম মুখেই আনলেন না, বন্যা মোকাবিলায় কার ওপর ভরসা রাখলেন শুভেন্দু? শ্রদ্ধার সামনে হার শাহরুখের! ভারতে জওয়ানের আয়কে ছাপিয়ে ইতিহাস গড়ল স্ত্রী ২ দুর্গাপুজোর উদ্বোধনে এবারেও কলকাতায় আসছেন অমিত শাহ!‌ কবে থাকছে বঙ্গ সফর?‌ 'বন্যা পরিস্থিতি অনেক জেলায়....', জুনিয়র ডাক্তারদের বৈঠকের আর্জিতে জবাব রাজ্যের চন্দ্রগ্রহণ কি পুরোপুরি কেটে গিয়েছে? বাকি দিন জুড়ে কেমন প্রভাব থাকবে ‘পেট ভরে না…’! স্ত্রী ২ আয় করেছে ৫০০ কোটির উপরে, তাও কীসের আশঙ্কায় থাকেন পরিচালক হিসাব রাখেন শর্মিলা, ৮০০ কোটির পতৌদি প্যালেসের খরচ কমাতে কী করেন সইফ? জবাব সোহার ‘বিশ্বকাপ ফাইনালে স্কোরবোর্ড না দেখেই ব্যাট করতে নেমেছিলাম’! স্মৃতিচারণায় অক্ষর… ফের মৌসুমীকে কড়া কথা কুণালের! কেন বললেন, 'হাত জোড় করে ক্ষমা চান' আগামী সপ্তাহেই মোদীর সঙ্গে দেখা করবেন, দাবি ট্রাম্পের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.