Leagues Cup 2023: লিওনেল মেসি যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন, তাঁকে তো থামানোই যাচ্ছে না। বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে পা রেখেই যেন নিজের সের ছন্দ খুঁজে পেয়েছেন মেসি। আরও একবার নতুন রূপে সেই পুরনো লিওনেল মেসিকে খুঁজে পাচ্ছে বিশ্ব ফুটবল। প্যারিসে শেষ সময়টা ভালো ভাবে কাটেনি মেসির। ভক্তদের বিদ্রুপ শুনে প্যারিসে বহুবার মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। সেই কারণেই প্যারিস ছেড়ে নিজের ফুটবল জীবনকে নতুন করে খুঁজে পেতে আমেরিকাতে আসেন মেসি। আর মার্কিম মুলুকে এসেই চমক দেখাতে শুরু করেছেন মেসি।
ইন্টার মায়ামিতে নিজের কেরিয়ারটাকে দারুণ ভাবে উপভোগ করছেন লিওনেল মেসি। তাঁর পারফরম্যান্সের দিকে চোখ দিলে সেটাই বোঝা যাবে। এবার অর্লান্ডো সিটির বিরুদ্ধে দলের টপ পারফর্মার ছিলেন লিওলেন মেসি। তাঁর জোড়া গোলে লিগস কাপের ‘রাউন্ড অব থার্টি টু’তে সিটিকে ৩-১ গোলে উড়িয়ে দিল ইন্টার মায়ামি। এ জয়ের ফলে লিগস কাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। এর আগে লিগস কাপের গ্রুপপর্বের দুই ম্যাচে তিন গোল করেন মেসি। এছাড়া মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটিতে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল মায়ামি। এই ম্যাচে মেসির করা একটি গোল বেশ ভাইরাল হচ্ছে।
ইন্টার মায়ামির হয়ে এদিন নিজের তৃতীয় টানা খেলায় চতুর্থ গোল করলেন লিওনেল মেসি। অরল্যান্ডো সিটির বিরুদ্ধে লিগস কাপের ম্যাচটি খারাপ আবহাওয়ার কারণে শুরু হতে ৯৫ মিনিট বিলম্বিত হওয়ার পরেও মেসির ম্যাজিক অব্যাহত থাকে। এদিনের ম্যাচে সিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ম্যাচের সপ্তম মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন মেসি। রবার্ট টেইলরের চিপ থেকে গোলটি করেন আর্জেন্তাইন কিংবদন্তি। তবে লিডটা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। ১০ মিনিট পরই ভিলচেজের গোলে সমতায় ফেরে অরল্যান্ডো। ম্যাচের দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট ধরে রাখে ইন্টার মায়ামি। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি পায় ক্লাবটি। অধিনায়ক মেসি নিজে পেনাল্টি না নিয়ে জোফেস মার্টিনেজকে পেনাল্টি নেওয়ার সুযোগ করে দেন। অধিনায়ককে হতাশ করেননি মার্টিনেজ। স্পট কিক থেকে গোল করে স্কোরলাইন ২-১ করে মায়ামি।
এরপরে ম্যাচের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লিওনেল মেসি। মার্টিনেজের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন এই আর্জেন্তাইন। ম্যাচের শেষ দিকে অরল্যান্ডো সিটি একটি গোল পরিশোধ করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। মেসি দলে আসায় ইন্টার মায়ামির হারের ক্ষরা কাটে। এখন বেকহ্যামের ইন্টার মায়ামি যেন রীতিমতো উড়ছে। মেসি ম্যাজিকে ফের জয়ের স্বাদ পেয়েছে তারা। লিগ কাপের ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। জোড়া গোল করে ম্যাচের নায়ক ৩৬ বছর বয়সি লিওনেল মেসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।