Mohun Bagan vs Kerala Blasters ISL 2023-24: বুধবার ঘরের মাঠ যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের কাছে এক গোলে হারের পরই মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোকে নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই নিয়ে টানা তিন ম্যাচে হারতে হল মোহনবাগানকে। যা আইএসএলে এর আগে কখনও তাদের সঙ্গে হয়নি। তবে এই বিষয়ে এবার মুখ খুললেন মোহনবাগান কোচ। তাঁর দলের চোটই এই অবস্থার জন্য দায়ী, স্পষ্ট করে দিলেন জুয়ান। মোহনবাগান এসজি-র কোচ জুয়ান ফেরান্দোর মতে খেলোয়াড়রা সুস্থ হয়ে না ফিরলে দলের সমস্যার সমাধান হবে না।
কেরালা ব্লাস্টার্সের কাছে হারের পর সাংবাদিক বৈঠকে জুয়ান ফেরান্দোর কাছে জানতে চাওয়া হয়, দল টানা সাত ম্যাচে অপরাজিত ছিল, সেই দলের হঠাৎ কেন এত অধঃপতন হল? এই প্রশ্নের উত্তরে স্প্যানিশ কোচ ফেরান্দো বলেন, ‘যে খেলোয়াড়রা চোট পেয়ে বসে রয়েছে, তারা মাঠে না ফিরলে এই সমস্যার সমাধান করা যাবে না। গত তিন ম্যাচে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে খেলেছি। চোট-আঘাত, কার্ড সমস্যায় জর্জরিত ছিলাম আমরা। আমাদের এখন চোট-আঘাত সেরে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। আশা করি, আর কোনও চোট হবে না।’
ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে জুয়ান ফেরান্দো আরও বলেন, ‘গত সাত দিনে আমরা চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছি। নর্থইস্ট, মুম্বই, গোয়া ও কেরালার বিরুদ্ধে। যখন একেকটা ম্যাচে আমরা তিন-চারজন করে খেলোয়াড়কে হারিয়েছি, তখন সব কিছুই কঠিন মনে হয়েছে। মনে হয়েছে সকলেই আমাদের বিরুদ্ধে। এখন আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করি, সময় যত গড়াবে, ততই এই দুঃসময়টা কেটে যাবে।’
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ বিভাগে মোহনবাগানকে অন্য মেজাজে দেখা গিয়েছিল। প্রথমার্ধে যেখানে কোনও শটই নিতে পারেনি হোম টিম, সেখানে দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটের মধ্যে চারটি শট নেয় তারা। যার মধ্যে একটি ছিল গোলে। কিন্তু কেন প্রথমার্ধে তাঁর দল ভালো পারফরম্যান্স দেখাতে পারল না, সেই নিয়ে কোচ জুয়ান ফেরান্দো বলেন, ‘আজ প্রথমার্ধে পরিস্থিতি খুবই কঠিন ছিল। একে তো গত ম্যাচে হেরে আমরা এই ম্যাচে নেমেছিলাম। অনেকেই ছোটখাটো চোট নিয়ে খেলতে নেমেছিল, যার ফলে তাদের আত্মবিশ্বাসও কম ছিল। এক গোল খেয়ে যাওয়ার পরে একটা ভয়ও কাজ করেছে আমাদের খেলোয়াড়দের মনে। আরও বড় ব্যবধানে হারার ভয়।’
তিনি আরও বলন, ‘দ্বিতীয়ার্ধে যে লড়াইটা করেছে ওরা, তাতে আমি খুশি। কিন্তু কাজটা বেশ কঠিন ছিল। দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের পর আশা করি, দলের ছেলেরা সামান্য হলেও আত্মবিশ্বাস ফিরে পাবে। আমাদের এর পর সুপার কাপের প্রস্তুতি নিতে হবে। তখন এই সামান্য আত্মবিশ্বাসটা কাজে লাগবে আমাদের। এর পরে আমরা হাতে সময় পাব। এই সময়ে আশা করি দলের ছবিটা অনেকটাই পাল্টে যাবে এবং পরের পর্যায়ে আশা করি আমরা ছন্দে ফিরে আসব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।