বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > MB vs KBFC: টানা তিন ম্যাচে হার! কবে কাটবে মোহনবাগানের এই খারাপ সময়? উত্তর দিলেন কোচ জুয়ান ফেরান্দো

MB vs KBFC: টানা তিন ম্যাচে হার! কবে কাটবে মোহনবাগানের এই খারাপ সময়? উত্তর দিলেন কোচ জুয়ান ফেরান্দো

মোহনবাগানের হেড কোচ জুয়ান ফেরান্দো (ছবি-PTI)

Mohun Bagan Super Giants Head Coach Juan Ferrando: বুধবার ঘরের মাঠ যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের কাছে এক গোলে হারের পরই মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোকে নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই নিয়ে টানা তিন ম্যাচে হারতে হল মোহনবাগানকে। যা আইএসএলে এর আগে কখনও তাদের সঙ্গে হয়নি।

Mohun Bagan vs Kerala Blasters ISL 2023-24: বুধবার ঘরের মাঠ যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের কাছে এক গোলে হারের পরই মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোকে নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই নিয়ে টানা তিন ম্যাচে হারতে হল মোহনবাগানকে। যা আইএসএলে এর আগে কখনও তাদের সঙ্গে হয়নি। তবে এই বিষয়ে এবার মুখ খুললেন মোহনবাগান কোচ। তাঁর দলের চোটই এই অবস্থার জন্য দায়ী, স্পষ্ট করে দিলেন জুয়ান। মোহনবাগান এসজি-র কোচ জুয়ান ফেরান্দোর মতে খেলোয়াড়রা সুস্থ হয়ে না ফিরলে দলের সমস্যার সমাধান হবে না।

কেরালা ব্লাস্টার্সের কাছে হারের পর সাংবাদিক বৈঠকে জুয়ান ফেরান্দোর কাছে জানতে চাওয়া হয়, দল টানা সাত ম্যাচে অপরাজিত ছিল, সেই দলের হঠাৎ কেন এত অধঃপতন হল? এই প্রশ্নের উত্তরে স্প্যানিশ কোচ ফেরান্দো বলেন, ‘যে খেলোয়াড়রা চোট পেয়ে বসে রয়েছে, তারা মাঠে না ফিরলে এই সমস্যার সমাধান করা যাবে না। গত তিন ম্যাচে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে খেলেছি। চোট-আঘাত, কার্ড সমস্যায় জর্জরিত ছিলাম আমরা। আমাদের এখন চোট-আঘাত সেরে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। আশা করি, আর কোনও চোট হবে না।’

ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে জুয়ান ফেরান্দো আরও বলেন, ‘গত সাত দিনে আমরা চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছি। নর্থইস্ট, মুম্বই, গোয়া ও কেরালার বিরুদ্ধে। যখন একেকটা ম্যাচে আমরা তিন-চারজন করে খেলোয়াড়কে হারিয়েছি, তখন সব কিছুই কঠিন মনে হয়েছে। মনে হয়েছে সকলেই আমাদের বিরুদ্ধে। এখন আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আশা করি, সময় যত গড়াবে, ততই এই দুঃসময়টা কেটে যাবে।’

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ বিভাগে মোহনবাগানকে অন্য মেজাজে দেখা গিয়েছিল। প্রথমার্ধে যেখানে কোনও শটই নিতে পারেনি হোম টিম, সেখানে দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটের মধ্যে চারটি শট নেয় তারা। যার মধ্যে একটি ছিল গোলে। কিন্তু কেন প্রথমার্ধে তাঁর দল ভালো পারফরম্যান্স দেখাতে পারল না, সেই নিয়ে কোচ জুয়ান ফেরান্দো বলেন, ‘আজ প্রথমার্ধে পরিস্থিতি খুবই কঠিন ছিল। একে তো গত ম্যাচে হেরে আমরা এই ম্যাচে নেমেছিলাম। অনেকেই ছোটখাটো চোট নিয়ে খেলতে নেমেছিল, যার ফলে তাদের আত্মবিশ্বাসও কম ছিল। এক গোল খেয়ে যাওয়ার পরে একটা ভয়ও কাজ করেছে আমাদের খেলোয়াড়দের মনে। আরও বড় ব্যবধানে হারার ভয়।’

তিনি আরও বলন, ‘দ্বিতীয়ার্ধে যে লড়াইটা করেছে ওরা, তাতে আমি খুশি। কিন্তু কাজটা বেশ কঠিন ছিল। দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের পর আশা করি, দলের ছেলেরা সামান্য হলেও আত্মবিশ্বাস ফিরে পাবে। আমাদের এর পর সুপার কাপের প্রস্তুতি নিতে হবে। তখন এই সামান্য আত্মবিশ্বাসটা কাজে লাগবে আমাদের। এর পরে আমরা হাতে সময় পাব। এই সময়ে আশা করি দলের ছবিটা অনেকটাই পাল্টে যাবে এবং পরের পর্যায়ে আশা করি আমরা ছন্দে ফিরে আসব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নেতাজি কোথায় জন্মেছিলেন জানো? পড়ুয়াদের প্রশ্ন করলেন মোদী, কী জবাব এল! শ্বেতা-রুবেলের রিসেপশনে একান্তে বর্ষা-পিকলু, সিরিয়ালের প্রেম এবার বাস্তবে গড়াল? মটরশুঁটি শুকিয়ে যাচ্ছে? এভাবে ফ্রিজে রাখলে গরমকালেও কচুরি বানিয়ে খেতে পারবেন ‘‌উনি চক্রান্তের শিকার হয়েছিলেন’‌, গোপন ফাইল প্রকাশ্যে আনতে কেন্দ্রকে চাপ মমতার পাশে নেই যিশু! ছোট মেয়ের পড়াশোনার জন্য মাসে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ নীলাঞ্জনার মঞ্চে বাজছে কদম-কদম, পা মেলালেন মমতা, দেখুন ছবি ১৯৮১ সালে কর্ণাটকের থেকে ১৬% বেশি ছিল বাংলার মাথা পিছু আয়, আর ২০২১ সালে তা… গোড়ালিতে চোট তারকার, দুশ্চিন্তায় নাইটরা! ব্যথা নিয়েই ক্রিজে ফিরে করলেন ৪২ রান কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভায় মোদীর প্রাক্তন মন্ত্রী হাজির, সৌজন্য বিনিময়ে হল কথা ৫০ হাতছাড়া তৃষার, বিশ্বকাপের ম্যাচে ভারতের অর্ধেক রানও তুলতে পারল না শ্রীলঙ্কা

IPL 2025 News in Bangla

ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.