মেজর লিগ সকারে (এমএলএস) আগের দুই ম্যাচে সেভাবে নিজের ছন্দে ছিলেন না লিওনেল মেসি। লুইস সুয়ারেজও কিছুটা নিষ্প্রভ ছিলেন। মেসি-সুয়ারেজ জুটি তাই খেলায় খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। আগের দুই ম্যাচে মেসি তাও এক গোল পেলেও, সুয়ারেজ গোলের দেখা পাননি। তবে এমএলএস ডার্বিতে মেসি-সুয়ারেজকে পাওয়া গেল চেনা ছন্দে। অরল্যান্ডো সিটির বিপক্ষে তাঁরা ফুল ফোটালেন।
অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করেছেন দু'জনেই। সুয়ারেজ আবার দু'টি গোলে সহায়তাও করেছেন। মেসি-সুয়ারেজের জোড়া গোলের ম্যাচে অরল্যান্ডো সিটিকে ইন্টার মায়ামি উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। আর একটি গোল এসেছে রবার্ট টেলরের পা থেকে।
আরও পড়ুন: জয়ের সেলিব্রেশন নর্দেকে উৎসর্গ পেত্রাতেসের, দিলেন লাল-হলুদকে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও
মেসি-সুয়ারেজ জুটি কতটা ভয়ঙ্কর হতে পারে, বার্সেলোনায় দুই তারকা খেলার সময়ে, সেটা দেখেছে ফুটবল বিশ্ব। ফের সেই চেনা মেজাজে ছিলেন মেসি এবং সুয়ারেজ। যার খেসারত দিতে হল অরল্যান্ডো সিটিকে। আগের দুই ম্যাচে ফিটনেস নিয়ে সমস্যা ছিল সুয়ারেজের। তবে অরল্যান্ডোর বিপক্ষে নিজের খোলস ছাড়লেন উরুগুয়ের তারকা ফুটবলার। ম্যাচের ৪ মিনিটেই সুয়ারেজের গোলে এগিয়ে যায় এমএলএস। ডান দিক থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল ধরে দুর্দান্ত ফিনিশ করেন তারকা স্ট্রাইকার। এর পর নিজের দ্বিতীয় গোলটি তিনি করেন ১১ মিনিটে। বক্সের বেশ বাইরে থেকে আক্রমণটা তৈরি করেন সুয়ারেজ নিজেই। তবে প্রথম গোলে সহায়তাকারী গ্রেসেল এই গোলেও ভূমিকা রাখেন। আর শেষে ছিল সুয়ারেজের ফিনিশিংয়ের জাদু। উরুগুয়ের তারকার দাপটে ১০ মিনিট পার হতে না হতেই, ২-০ পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় অরল্যান্ডো।
আরও পড়ুন: জামশেদপুর ম্যাচের জয়টা আগে উপভোগ করতে চাই- ডার্বি নিয়ে নাকি এখনই ভাবছেন না হাবাস
বিরতির আগেই ৩-০ করে ফেলে ইন্টার মায়ামি। তিন নম্বর গোলটির পিছনেও বড় ভূমিকা রয়েছে সুয়ারেজের। তাঁরই সহায়তায় টেলর বিরতির আগে ৩-০ করেন ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধেও এমএলএস তাদের দাপট বজায় রেখেছিল। বিরতির পর ৫৭ এবং ৬২ মিনিটে গোল করেন লিও মেসি। আর মেসির দ্বিতীয় গোলটিতে আবার অ্যাসিস্ট করেন সুয়ারেজ।
ম্যাচ শেষে মেসি আবার সুয়ারেজকে নিয়ে বলেছেন, ‘ও গোল করতে পেরেছে, ওর জন্যই আমি খুব খুশি। আমরা সকলেই জানি লুইস (সুয়ারেজ) কেমন এবং ও কী করতে পারে। যখন আপনি ওর কাছ থেকে সেভাবে প্রত্যাশা করবেন, তখন ও এভাবেই খেলে সবটা বুঝিয়ে দেবে।’
এই ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল মায়ামি। ৩ ম্যাচের মধ্যে তারা দু'টিতে জিতেছে। একটি ড্র করেছে। ৭ পয়েন্ট নিয়ে একে জায়গা করে নিয়েছে। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে মেসি বলেছেন, ‘আমরা ভালো করছি এবং খেলাটা উপভোগ করছি। আজকের ম্যাচে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।