বুধবার থেকে শুরু হয়েছে কন্যাশ্রী কাপ। ইস্টবেঙ্গলের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন ক্রীড়ামন্ত্রী ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত প্রমূখ বিশিষ্ট ব্যক্তিরা। প্রথম ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারায় ১১-১ গোলে। তবে বৃহস্পতিবার, নিজেদের প্রথম ম্যাচে ওয়াকওভার দেয় মহামেডান স্পোর্টিং। যার সুবাদে ম্যাচ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেয় সুরুচি সংঘ। মহামেডান দলের তরফ থেকে জানানো হয়েছে, বেশিরভাগ ফুটবলার রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায় দল নামাতে পারেননি তারা।
এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে দাপটে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু বৃহস্পতিবার শুরুই হয়নি ম্যাচ। জানা গিয়েছে ওয়াকওভার দেওয়া হয়েছে 'মহামেডান স্পোর্টিং'এর তরফ থেকে। যদিও দল জানিয়েছে ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের সচিব ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায়, এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। তিনি বলেন, 'দেখুন আমরা দলকে মাঠে নামাতে চেয়েছিলাম কিন্তু একটি সমস্যার কারণে আমাদের দ্বারা তা সম্ভব হয়ে ওঠেনি। আমাদের দলে ৪-৫ জন ফুটবলার ছাড়া বাকিদের রেজিস্ট্রেশনই এখনও সম্পূর্ণ হয়নি। আমরা দুপুর ২টো পর্যন্ত অপেক্ষা করি কিন্তু তাতেও ফল মেলেনি। তাতেও সম্পূর্ণ হয়নি রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তাই ছাড়পত্র না পাওয়ার জন্য আমরা দল নামাতে পারিনি। আমাদের কিছু করার ছিল না।'
যদিও ক্লাবের এক সূত্র মারফত জানা গিয়েছে, আইএফএ-কে আবেদন করা হয়েছিল ম্যাচ পিছিয়ে দেওয়ার কিন্তু তাতেও কোন কাজ হয়নি। এই সম্পর্কে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, 'দেখুন আমাদের ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। এই কারণে কন্যাশ্রী কাপের সূচি পরিবর্তনের সুযোগ নেই। তবে আমি আশাবাদী পরবর্তী ম্যাচের আগেই সব সমস্যার সমাধান করে দেওয়া হবে।'
উল্লেখ্য, গতবারের কন্যাশ্রী কাপের ফাইনালে শ্রীভূমিকে ১-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। লাল-হলুদ শিবিরের হয় একমাত্র গোলটি করেছিলেন সুলঞ্জনা রাউল। এবারও, একটি দুর্দান্ত জয় দিয়ে শুরু হয়েছে গতবারের বিজয়ী দল ইস্টবেঙ্গলের। এবার দেখার বিষয়, গতবারের বিজয়ী দল এবারে দাপট অব্যাহত রাখতে পারে কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।