বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > অভিজ্ঞ প্রীতমের সঙ্গে কেরালার তরুণ ডিফেন্ডারকে অদলবদল করতে চলেছে মোহনবাগান

অভিজ্ঞ প্রীতমের সঙ্গে কেরালার তরুণ ডিফেন্ডারকে অদলবদল করতে চলেছে মোহনবাগান

প্রীতম কোটাল এবং রুইভা হরমিপাম।

২১ বছর বয়সি হরমিপাম রুইভা দুর্দান্ত পারফরম্যান্স করে সকলকে মুগ্ধ করেছেন। তাঁর মধ্যে ভবিষ্যতের বড় ফুটবলার ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই। গত আইএসএলে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্স লাইনে গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন রুইভা।

মোহনবাগান ছেড়ে শেষ পর্যন্ত হয়তো কেরালা ব্লাস্টার্সেই যাচ্ছেন প্রীতম কোটাল। এর বদলে কেরালার ডিফেন্ডার রুইভা হরমিপামকে নিতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। জানি গিয়েছে, ইতিমধ্যেই কোচির ফ্র্যাঞ্চাইজি দলের পক্ষ থেকে চুক্তির ড্রাফট পৌঁছে গিয়েছে প্রীতমের কাছে।

আসেল প্রীতম আর হরমিপামকে নিয়ে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে ফুটবলার আদান–প্রদানের চুক্তি হতে চলেছে। মোহনবাগান যেহেতু তরুণ ফুটবলারের সংখ্যা দলে বাড়াতে চায়, তাই প্রীতমকে ছেড়ে দিয়ে ২১ বছরের তরুণকেই সই করাতে চলেছে বাগান ব্রিগেড।

সবুজ মেরুন ডিফেন্সের অন্যতম সেরা স্তম্ভ হিসেবে নিজেকে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করে ফেলেছেন ২৯ বছর বয়সি সেন্টার ব্যাক প্রীতম। বছরের পর বছর ধরে ধারাবাহিক ভাবে মোহনবাগান রক্ষণকে নির্ভরতা দিয়ে এসেছেন তিনি। আর কেরালা ব্লাস্টার্স প্রীতমের সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে। তাদের দলে অভিজ্ঞ ডিফেন্ডারের অভাব রয়েছে। কেরালা টিম ম্যানেজমেন্ট একজন অভিজ্ঞ ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছে। সে কথা মাথায় রেখেই প্রীতম কোটালকে দলে নিতে চায় কেরালা। আর তার পরিবর্তে রুইভাকে মোহনবাগানকে দিতে চায় তারা।

আরও পড়ুন: মোহনবাগানের হয়ে খেলার চাপ অন্য- অনিরুদ্ধ থাপাকে সতর্ক করলেন ফেরান্দো

দেশের প্রতিভাবান ডিফেন্ডার রুইভার সঙ্গে কেরালা ব্লাস্টার্সের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। তিনি আগেই কোচির এই দলের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছিলেন। ২১ বছর বয়সি হরমিপাম রুইভা দুর্দান্ত পারফরম্যান্স করে সকলকে মুগ্ধ করেছেন। তাঁর মধ্যে ভবিষ্যতের বড় ফুটবলার ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই। গত আইএসএলে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্স লাইনে গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন রুইভা।

আরও পড়ুন: রক্ষণ মজবুত করতে কুয়াদ্রাতের হাতে তৈরি নিশুকে এবার ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল

বর্তমানে প্রীতম জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত। বিশেষজ্ঞদের ধারণা, ইন্টারকন্টিনেন্টাল কাপের পরই নতুন ক্লাবের নিয়োগপত্রে সই করবেন সবুজ-মেরুনের আইএসএল জয়ী অধিনায়ক। প্রীতমকে মোটা ট্রান্সফার ফি এবং সোয়াপ ডিলে ছাড়ার পাশাপাশি আগামী মরশুমে জনি কাউকো ও হুগো বৌমাসের বিকল্প নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছেন মোহনবাগানের কর্তারা।

হাঁটুর চোটের জেরে দীর্ঘদিন মাঠের বাইরে কাউকো। চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে চলতি বছর কেটে যাবে। তাই এই পর্বে নতুন কোনও বিদেশি মিডফিল্ডার দলে নিতে চাইছে মোহনবাগান। পাশাপাশি হুগো বৌমাসের পারফরম্যান্সেও খুশি নয় টিম ম্যানেজন্টে। তবে ফরাসি মিডিয়োর সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি রয়েছে কলকাতা দলটির। তাই ভালো কোনও অফার পেলেই হুগোকে ছাড়া হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘ডাক্তাররাই আমাদের হিরো…’, কান্না পাচ্ছে সৌরভের, ফিল্ম ইন্ডাস্ট্রিকে খোঁচা রানার ডেভিস কাপে চাপে ভারত! প্রথম দিনেই জোড়া ম্যাচে হার বালাজি-রামকুমারের! ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’ ‘‌ধরা যাক কলতান দার কথোপকথন সত্যি’‌, এবার বিস্ফোরক পোস্ট করলেন দীপ্সিতা সচিন-সৌরভ BCCI-কে বলুক দল পাঠাতে! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবেদন মঈন খানের… লাকের গল্প চুরি করে তৈরি ‘স্কুইড গেম', পরিচালকের অভিযোগের জবাব নেটফ্লিক্সের টাইগার বধে মুখিয়ে ভারত, চেন্নাইয়ে জোরকদমে চলছে প্রস্তুতি, ভিডিয়ো প্রকাশ্যে প্রথম শ্রেণির খেলায় পয়লা ফাইফার, হঠাৎ প্রচারের আলো অংশুল কম্বোজের ওপর আনোয়ার মামলা শুনানির সময় গাড়ি চালাচ্ছেন ডেপুটি চেয়ারম্যান! মঙ্গলবারই সিদ্ধান্ত? প্রতিষ্ঠাতার থেকেও ধনী ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কে তিনি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.