Mohun Bagan Super Giant Vs Odisha FC Highlights: আজই চার খেলোয়াড়ের চোট, নিশ্চিত থেকে বঞ্চিত, ফাউলকে গোল বানিয়ে দিলেন রেফারি - সেইসব প্রতিকূলতা সামলেও ওড়িশা এফসির বিরুদ্ধে হারা ম্যাচ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে পড়ার পরে ৫৯ মিনিটে ব্যবধান কমান আর্মান্দো সাদিকু। আর অতিরিক্ত সময়ের চার মিনিটে সমতা ফেরান তারকা স্ট্রাইকার। তবে সাদিকুর গোলটার মাহাত্ম্য এতটা বেড়েছে যে খেলোয়াড়ের জন্য, তিনি হলেন বিশাল কাইথ। ৯০ মিনিট হওয়ার ঠিক অবিশ্বাস্য ভঙ্গিমায় ‘ডবল সেভ’ করেন। সেইসবের মধ্যে ম্যাচের শেষে উত্তেজনা ছড়ায়। আর সেই নাটকীয় ম্যাচ কীভাবে এগোল, সেটার হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
সাদিকু হিরো হলেও মোহনবাগানের আসল চ্যাম্পিয়ন বিশাল ও কিয়ান
আর্মান্দো সাদিকু জোড়া গোল করে হিরো হলেও মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকরা কোনওমতেই কিয়ান নাসিরি এবং বিশাল কাইথকে ভুলতে পারবেন না। বিশেষত বিশাল কাইথকে। ৯০ মিনিট হওয়ার আগে তিনি যদি ওই ডবল সেভ না করতেন, ম্যাচটা ওখানেই শেষ হয়ে যেত। ৩-১ গোলে এগিয়ে যেত ওড়িশা এফসি। কিন্তু তাঁর ডবল সেভ সাদিকুকে আজ হিরো করে দিয়েছে। আর অন্যদিকে, সাদিকুর প্রথম বলের সময় দুরন্ত অ্যাসিস্ট করেন কিয়ান। যিনি ৮৩ মিনিট পর্যন্ত মোহনবাগানের সেরা খেলোয়াড় ছিলেন।
ম্যাচের পর যুবভারতীতে তুমুল ঝামেলা, লালকার্ড ফেরান্দোকে
ম্যাচের পর তুমুল ঝামেলা যুবভারতী ক্রীড়াঙ্গনে। শেষ বাঁশি বাজার পর রেফারির সঙ্গে কথা বলতে যান মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দো। জঘন্য রেফারিং নিয়ে নিঃসন্দেহে কিছু বলছিলেন। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই হাত মিলিয়ে চলে যান ফেরান্দো। তারপর ওড়িশার রয় কৃষ্ণের সঙ্গে কিছু কথা বলতে দেখা যায় তাঁকে। ফেরান্দোর মুখে হাসিও দেখা যায়। কিন্তু আঙুল তুলে কিছু বলতে দেখা যায় কৃষ্ণকে। তারপর তিনিও আঙুল তুলে ঝামেলায় জড়িয়ে পড়েন। তারপর লালকার্ড দেখানো হয় রেফারিকে। লালকার্ড দেখানো হয় ওড়িশার দিয়েগোকেও।
MBSG vs OFC LIVE: ৯৪ মিনিটে সমতা সাদিকুর! জঘন্য রেফারিং সত্ত্বেও পয়েন্ট পেল বাগান
বাজল শেষ বাঁশি। ২-২ গোলে ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট। ৯৪ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলে সমতা ফিরিয়ে হারের দোরগোড়া থেকে এক পয়েন্ট ছিনিয়ে আনল মোহনবাগান। তার ফলে এবার আইএসএলে অপরাজিত থাকল মোহনবাগান।
MBSG vs OFC LIVE: গোওওওওওওওওওওল মোহনবাগানের, পিকচার পারফেক্ট ফিনিশ সাদিকুর
৯০+৪ মিনিট: গোওওওওওওওওওওল মোহনবাগানের। এই মোহনবাগানকে কখনও ম্যাচ থেকে বাইরে রাখা যাবে না। অসংখ্য সমস্যা সত্ত্বেও ২-২ গোল করল ম্যাচের ফল। হেক্টর ইউস্তের হেডটা সাদিকুর পায়ে পড়ে। প্রথম গোলের আত্মবিশ্বাস থেকে অমরিন্দর সিংয়ের দু'পায়ের মাঝখান থেকে দুর্দান্ত টাচে গোল করেন। তারপরই জামা খুলে ফেলেন।
MBSG vs OFC LIVE: ৯০ মিনিটের মাথায় দুর্দান্ত ডবল সেভ বিশালের, ম্যাচে টিকে বাগান
৯০ মিনিট: কোনওক্রমে বেঁচে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। গোল তুলে নেওয়ার জন্য মরিয়া হয়ে এগিয়ে যায় মোহনবাগান। সেই সুযোগ উঠে আসে ওড়িশা। প্রাথমিকভাবে গোললাইন ছেড়ে বেরিয়ে দুর্দান্ত সেভ করেন বিশাল কাইথ। তারপর মোহনবাগানকে বাঁচিয়ে দেয় মোহনবাগানকে। বিশালের হাতে লেগে বলটা পোস্টে লাগে। নাহলে গোলেই ঢুকত। তাহলে সেখানেই ম্যাচ শেষ হতে যেত। দুর্দান্ত ডবল সেভ।
MBSG vs OFC LIVE: কিয়ানকে তুলে সুহেলকে নামাল মোহনবাগান
৮৪ মিনিট: কিয়ান নাসিরিকে তুলে নিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দো। সুহেল আহমেদ ভাটকে নামালেন।
MBSG vs OFC LIVE: বাজে গোলকিপিং অমরিন্দরের, তবে গোল পেল না বাগান
৮৩ মিনিট: পড়ে পাওয়া চোদ্দো আনার মতো একটা সুযোগ পেল মোহনবাগান। তবে লাভ হল না। বক্সের বেশ খানিকটা দূর থেকে শট জেসন কামিন্সের। বলটা ধরতে গিয়ে নড়বড় করলেন ওড়িশার গোলকিপার অমরিন্দর সিং। বলটা তাঁর বুকে লেগে বেরিয়ে আসে। তবে মোহনবাগানের কোনও খেলোয়াড় পৌঁছানোর আগে বল ক্লিয়ার করে দিল ওড়িশা। কর্নার মোহনবাগানের। তবে লাভ হল না।
MBSG vs OFC LIVE: জঘন্যতম রেফারিং? 'পুরস্কার' পেতে পারেন রেফারি
এবার আইএসএলের শেষে গিয়ে যদি সবথেকে নিম্নমানের রেফারিংয়ের কোনও ‘পুরস্কার’ দেওয়া হয়, তাহলে আজকের ম্যাচটা নিঃসন্দেহে বিবেচনায় থাকবে। পেনাল্টি দিলেন না রেফারি। হলুদ কার্ড দেওয়ার জায়গায় গোল দিয়ে দিলেন। আরও একাধিক ক্ষেত্রে দেখেই বোঝা গিয়েছে যে জঘন্য রেফারিং করছেন।
MBSG vs OFC LIVE: বাইসাইকেল কিকের চেষ্টা হামিলের
৭৪ মিনিট: কর্নার আদায় করে নিলেন আর্মান্দো সাদিকু। কর্নার থেকে ওড়িশা বক্সে জটলার মধ্যে ব্যাকভলির চেষ্টা ব্র্যান্ডন হামিলের। তবে বুট ও বলের সংযোগ হল না। বরং উঁচুতে পা তোলার জন্য ফাউল দিলেন রেফারি।
MBSG vs OFC LIVE: ভালো ক্রস কিয়ানের, অমরিন্দরকে চাপে রাখলেন সাদিকু
৭২ মিনিট: ডানদিক থেকে বক্সের মধ্যে বল কিয়ান নাসিরির। যিনি আজকের ম্যাচে মোহনবাগানের সেরা খেলোয়াড়। তাঁর লক্ষ্য ছিল আর্মান্দো সাদিকু। চাপের মধ্যে ভালোভাবে বলটা ধরেন অমরিন্দর সিং।
MBSG vs OFC LIVE: চোট পেয়ে মাঠ ছাড়লেন গ্লেন
৭১ মিনিট: চোট পেয়ে মাঠ ছাড়লেন গ্লেন। এই নিয়ে আজকের ম্যাচে তৃতীয় মোহনবাগান খেলোয়াড় চোট পেয়ে মাঠ ছাড়লেন। আর হুগো বৌমাসকে ধরলে চারজন মোহনবাগান খেলোয়াড় আজই চোট পেলেন। মাঠে নামলেন টাংরি।
MBSG vs OFC LIVE: বল পজেশনে এগিয়ে ওড়িশা
৭০ মিনিট: বল পজেশনে সামান্য এগিয়ে ওড়িশা এফসি। মোহনবাগান সুপার জায়ান্টের বল পজেশন ৪৮ শতাংশ। ওড়িশার এফসির বল পজেশন ৫২ শতাংশ। দ্বিতীয়ার্ধে মোহনবাগানকে দেখে কিছুটা ভালো মনে হচ্ছে।
MBSG vs OFC LIVE: কিছুটা জোরে বেরিয়ে গেল লিস্টনে ক্রস
৬৫ মিনিট: বাঁ-প্রান্ত থেকে উঠে এলেন লিস্টন কোলাসো। ভালো কম্বিনেশন প্লে। কিন্তু বক্সের মধ্যে লিস্টন যে ক্রস বাড়ালেন, সেটা কিছুটা বেশি জোরে হয়ে গেল। বলের নাগাল পেলেন হামিল।
MBSG vs OFC LIVE: হাতে বরফ দিচ্ছেন থাপা, হাসিমুখে সাহাল
মোহনবাগান সুপার জায়ান্টের ডাগ-আউটে স্লিংয়ের হাত ঝোলানোর মতো বসে আছেন অনিরুদ্ধ থাপা। কনুই ও তালুর মধ্যে বরফ দিয়ে রেখেছেন। পাশেই বসে আছেন সাহাল আবদুল সামাদ। তাঁর মুখে হাসি। যা মোহনবাগান ফ্যানদের স্বস্তি দিতে পারে। চোট খুব গুরুতর নিশ্চয়ই হাসতেন না সাহাল।
MBSG vs OFC LIVE: দুর্দান্ত টিম প্লে মোহনবাগানের, অবশেষে নিখুঁত ফিনিশিং সাদিকুর
৫৮ মিনিট: দুর্দান্ত টিম গোল মোহনবাগান সুপার জায়ান্টের। বক্সের বাইরে দুর্দান্ত চিপ হেক্টর ইউস্তের। কর্নার লাইনের মাথা থেকে কিয়ান নাসিরি বক্সের মধ্যে পাস বাড়ান আর্মান্দো সাদিকুর দিকে। অবশেষে গোল পেলেন সাদিকু। ব্যবধান কমাল মোহনবাগান। মোহনবাগান সুপার জায়ান্ট ১-২ ওড়িশা এফসি।
MBSG vs OFC LIVE: জঘন্য কর্নার লিস্টনের
৫৭ মিনিট: পাড়ার ম্যাচেও এরকম জঘন্য কর্নার নেওয়া হয় না। তবে যুবভারতীতে সেটাই করলেন লিস্টন কোলাসো। ০-২ গোলে পিছিয়ে থাকা অবস্থায় জঘন্য কর্নার লিস্টনের।
MBSG vs OFC LIVE: ম্যাচের সেরা সুযোগ হাতছাড়া সাদিকুর, চাপড়াবেন মাথা
৫২ মিনিট: আর্মান্দো সাদিকু আর গোল - দুটি যেন উলটোদিকে চলছে। ম্যাচের সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন সাদিকু। বক্সের ঠিক মাথায় বল পান। চরম বাজে শট। তবে রিপ্লেতে দেখা গেল যে সামান্য অফসাইড ছিলেন। যা কিছুটা মুখরক্ষা করল ফরোয়ার্ডের।
MBSG vs OFC LIVE: বড় ভুল হামতের, তবে তৃতীয় গোল খেল না মোহনবাগান
৪৮ মিনিট: মাঠে নেমেই বড় ভুল হামতের। মোহনবাগান সুপার জায়ান্টের বক্সের মধ্যে ওড়িশাকে বল উপহার দেন। শেষপর্যন্ত হেক্টর ইউস্তের কারণে বেঁচে গেল মোহনবাগান।
Mohun Bagan Super Giant Vs Odisha FC Live Score: শুরু দ্বিতীয়ার্ধে খেলা
শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধের গোড়ার দিকে হাতে চোট লাগা অনিরুদ্ধ থাপাকে তুলে নিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দো। হামতেকে নামালেন। অন্যদিকে রেফারির বদন্যতায় লাল কার্ড না দেখা জেরিকে তুলে নিয়ে অনিকেতকে নামাল ওড়িশা।
Mohun Bagan Super Giant Vs Odisha FC Live Score: সাহালের ক্ষেত্রে কি ফাউল ছিল?
অতি অবশ্যই ছিল ফাউল। পিছন থেকে এসে সাহাল আবদুল সামাদের ডানপায়ের গোড়ালিতে মারেন ওড়িশার আহমেদ। তার জেরে গোড়ালিটা বাজেভাবে ঘুরে যায় সাহালের। অথচ সেটা ফাউলই দিলেন না রেফারি। গোল করে বেরিয়ে গেল ওড়িশা। চূড়ান্ত নিম্নমানের রেফারিং। এরকম নিম্নমানের রেফারিং হলে আদৌও কি কোনও লাভ হবে? সম্ভবত ভার আনার সময় এসে গিয়েছে। হলুদ কার্ড হওয়ার কথা ছিল।
Mohun Bagan Super Giant Vs Odisha FC Live Score: চোট পেয়ে উঠে গেলেন সাহাল
দ্বিতীয়ার্ধে প্রবল চাপে থাকবে মোহনবাগান সুপার জায়ান্ট। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ওয়ার্ম-আপের সময় ছিটকে যান ক্রাইসিস ম্যান হুগো বৌমাস। আর প্রথমার্ধের শেষলগ্নে চোট পান সাহাল আবদুল সামাদকে। চোটের জন্য তাঁকে মাঠ ছাড়তে হয়। গ্লেনকে নামিয়েছেন জুয়ান ফেরান্দো।
MBSG vs OFC LIVE: শেষ প্রথমার্ধ, ০-২ গোলে এগিয়ে ওড়িশা
শেষ হল প্রথমার্ধ। হাফ-টাইমের বাঁশি বাজালেন রেফারি। তুমুল বিরক্ত হবেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দো। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন আর্মান্দো সাদিকুরা। আর দুটি গোল গোল খেয়ে যায়। আর শেষ গোলটা হল প্রথমার্ধের শেষলগ্নে। তবে ওটা ফাউল ছিল। ওড়িশার ভাগ্য ভালো যে রেফারি ফাউল দেননি।
MBSG vs OFC LIVE: সুযোগ তৈরি বাগানের, তবে গোল এল না
৪৫+৬ মিনিট: বক্সের মধ্যে ঢুকে গেলেন লিস্টন কোলাসো। জেসন কামিন্সকে বল দেওয়ার চেষ্টা। কিন্তু ঠিকমতো পাস দিতে পারলেন না। বলটা শেষপর্যন্ত ওড়িশা এফসির গোলকিপার অমরিন্দর সিংয়ের হাতে বল জমা পড়ল।
MBSG vs OFC LIVE: প্রথমার্ধের শেষলগ্নে গোল হজম, ০-২-তে পিছিয়ে গেল মোহনবাগান
৪৫+৩ মিনিট: প্রথমার্ধের অতিরিক্ত সময় গোল খেয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। ২-০ গোলে এগিয়ে গেল ওড়িশা এফসি। গোল করলেন সেই আহমেদ। মোহনবাগান বক্সের বাইরে সাহাল আবদুল সামাদের থেকে বল কেড়ে নেন আহমেদ। বলটা পান ব্রাজিলিয়ান তারকা। তিনি আহমেদকে বল বাড়ান। সহজে গোল করে যান। মোহনবাগান ০-২ ওড়িশা।
MBSG vs OFC LIVE: নিশ্চিত লালকার্ড থেকে বেঁচে গেলেন জেরি
৪২ মিনিট: ম্যাচের শেষে রেফারি এবং লাইন্সম্যানকে একটা ধন্যবাদ বলে আসা উচিত ওড়িশার জেরির। জঘন্য ফাউল করেও দ্বিতীয় হলুদ কার্ড থেকে বেঁচে গেলেন। বল চলে যাওয়ার পরে কিয়ান নাসিরিকে ফাউল। জুয়ান ফেরান্দোর ঠিক সামনে। নিশ্চিত হলুদ কার্ড ছিল।
MBSG vs OFC LIVE: ওড়িশার বড় ভুল কাজে লাগাতে ব্যর্থ মোহনবাগান, পিছিয়ে ১ গোলে
৩৮ মিনিট: যিনি গোল করে ওড়িশাকে এগিয়ে দিয়েছেন, সেই আহমেদই ওড়িশাকে প্রায় গোল খাইয়ে দিচ্ছিলেন। বক্সের মধ্যে বেশি সাহসী হওয়া এবং স্কিল দেখানোর চেষ্টা। তুমুল চাপে ফেলে দেয় মোহনবাগান। তবে শেষপর্যন্ত গোল পায়নি। তারইমধ্যে পেনাল্টির আবেদন। তবে এবার পেনাল্টি ছিল না।
MBSG vs OFC LIVE: গোল হজমের ৪ মিনিটেই পেনাল্টি থেকে বঞ্চিত মোহনবাগান
৩৫ মিনিট: পেনাল্টি?? না, দিলেন না রেফারি। বাঁ-প্রান্তে বক্সের মধ্যে পড়ে গেলেন জেসন কামিন্স। রিপ্লেতে দেখা যাক, স্পষ্ট হবে। হ্যাঁ। পেনাল্টি ছিল। যদিও রেফারি দিলেন না। এটা পেনাল্টি ছিল।
MBSG vs OFC LIVE: পেনাল্টি থেকে গোল হজম, কলকাতায় ফের পিছিয়ে মোহনবাগান
৩১ মিনিট: গোওওওল ওড়িশা এফসির। পেনাল্টি থেকে ওড়িশাকে এগিয়ে দিলেন আহমেদ। বিশাল কাইথ নিজের ডানদিকে যান। পুরো উলটো দিক দিয়ে জালে বলটা ঢুকিয়ে দেন আহমেদ। চলতি মরশুমে অষ্টম ম্যাচে সপ্তমবার প্রথমে গোল করল ওড়িশা। মোহনবাগান ০-১ ওড়িশা।
MBSG vs OFC LIVE: পেনাল্টি পেল ওড়িশা এফসি!
৩০ মিনিট: পেনাল্টি পেল ওড়িশা এফসি!!!! মোহনবাগান বক্সের মধ্যে হাতে বল লাগে শুভাশিস বোসের। সঙ্গে-সঙ্গে বাঁশি রেফারির। পেনাল্টি দেন রেফারির।
MBSG vs OFC LIVE: ফ্রি-হেডার হেক্টরের, সুযোগ হাতছাড়া মোহনবাগানের
২৭ মিনিট: ডানপ্রান্ত থেকে ফ্রি-কিক মোহনবাগানের। ভালো ফ্রি-কিক। একেবারে বক্সের মাথায় বল আসেন। কার্যত ফ্রি-হেডার হেক্টর ইউস্তের। তারপরও তেকাঠিতে বল রাখতে পারলেন না। গোলকিক ওড়িশার। জেসন কামিন্স দাবি করতে থাকেন যে বলটা অমরিন্দর সিংয়ের হাতে লেগেছে। তবে কর্নার দিলেন না রেফারি। দেওয়ার কথাও নয়। বলের ধারেকাছেও ছিলেন না অমরিন্দর।
MBSG vs OFC LIVE: সাদিকুর দুর্দান্ত ব্যাকহিলে সুবর্ণ সুযোগ তৈরি বাগানের, এল না গোল
২৩ মিনিট: দুর্দান্ত স্কিল আর্মান্দো সাদিকুর। ওড়িশার অর্ধে একটা ব্যাকহিলেই একটা নির্বিষ বল থেকে মোহনবাগানের সেরা সুযোগ এনে দেন। দুর্দান্ত ভিশন। ব্যাকহিল করেন সাহালকে। যিনি লেফট উইং দিয়ে উঠে যান। গায়ে এক ডিফেন্ডার লেগে থাকেন। বক্সের মধ্যে গোললাইনের একেবারে কাছ থেকে মাইনাস সাহালের। কিন্তু কিয়ান নাসিরি কিছুটা পিছনে পড়ে যান। সেরা সুযোগ ছিল এটা।
MBSG vs OFC LIVE: বল পজেশনে এগিয়ে ওড়িশা
২১ মিনিট: বল পজেশনে এগিয়ে গেল ওড়িশা এফসি। মোহনবাগান সুপার জায়ান্টের বল পজেশন ৪৩ শতাংশ। ওড়িশা এফসির বল পজেশন ৫৭ শতাংশ।
MBSG vs OFC LIVE: পরপর ২ সুযোগ তৈরি ওড়িশার, চাপে মোহনবাগান ডিফেন্স
১৯ মিনিট: ডানপ্রান্ত থেকে ক্রস জেরির। মোহনবাগানের বক্সে বলটা ক্লিয়ার করে দিলেন হেক্টর ইউস্তে। তবে পুরোপুর বিপদ কাটেনি। তারপর ফের বক্সের ভিতরে পাস। এবার প্রথম পোস্টের সামনে থেকে গোলে বল ঢোকানোর চেষ্টা। তবে ব্র্যান্ডন হামিল সেই শটটা ব্লক করে দিলেন। বেঁচে গেল মোহনবাগান।
MBSG vs OFC LIVE: ৫ ম্যাচে মাত্র ২৩ মিনিট পিছিয়ে থেকেছে মোহনবাগান
এবার আইএসএলে পাঁচটি ম্যাচ খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মাত্র ২৩ মিনিট পিছিয়ে ছিল মোহনবাগান। আর সেটা লিগ টেবিলের দিকে তাকালেই স্পষ্ট হবে। কারণ প্রতিটি ম্যাচই জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড।
MBSG vs OFC LIVE: চোট পেলেন মোহনবাগানের আরও এক খেলোয়াড়?
১৩ মিনিট: চোট পেলেন মোহনবাগানের আরও এক খেলোয়াড়? প্রাথমিকভাবে নেহাত একটা মামুলি ফাউল মনে হয়েছিল। কিন্তু বেশ কাতরাতে থাকেন। রিপ্লেতে দেখা যায় যে ফাউল হয়নি। বরং বল নেওয়ার লড়াইয়ের সময় উদ্ভট কায়দায় পড়েন। তার জেরে হাতে লেগে যায়। কিছুক্ষণ পরে উঠে দাঁড়ালেন। দেখে মনে হচ্ছে যে খেলতে পারবেন।
MBSG vs OFC LIVE: ফুল ফোটাচ্ছেন কিয়ান, সুবর্ণ সুযোগ হাতছাড়া সাদিকুর
১০ মিনিট: জঘন্য ডিফেন্ডিং ওড়িশা এফসির। নিজেদের অর্ধে বল খুইয়ে ফেলেন মউরিসিও। বলটা ধরে নেন কিয়ান নাসিরি। মাঝখান থেকে বাঁ-দিকে দারুণ পাস কিয়ান নাসিরির। তাঁকে বেশ তাজা লাগছে। বলটা প্রাথমিকভাবে ভালো ধরেন আর্মান্দো সাদিকু। কিন্তু বক্সের মধ্যে থেকে বাঁ-পায়ের শট লক্ষ্যভ্রষ্ট। সুবর্ণ সুযোগ নষ্ট।
MBSG vs OFC LIVE: বিপদ ওড়িশার বক্সে
৮ মিনিট: বাঁ-প্রান্ত থেকে ফ্রি-কিক লিস্টন কোলাসোর। বলের নাগাল পেলেন না মোহনবাগান বা ওড়িশার খেলোয়াড়রা। দুর্বল ফ্রি-কিক হলেও কিছুটা চাপে ফেলে দেয় অমরিন্দর সিংকে। তিনি বলটা কোনওক্রমে ঠেলে দেন। কিন্তু বিপজ্জনক জায়গায় বলটা পাঠান। কিয়ান নাসিরি ভালো স্কিল দেখান। শেষপর্যন্ত বিপদ কেটে গেল ওড়িশার।
MBSG vs OFC LIVE: লেফট উইংয়ে গতির আগুন লিস্টনের, সুযোগ তৈরি বাগানের
৭ মিনিট: উফ!!! কাউন্টারে বাঁ-প্রান্ত দিয়ে গতিতে আগুন ধরালেন লিস্টন কোলাসো। প্রবল গতিতে উঠে আসতে থাকেন। তাঁকে ধরতে গিয়ে কালঘাম ছুটে যায় ওড়িশার দুই খেলোয়াড়ের। ফাউল করেন নরেন্দর। কিছু করার ছিল না। হলুদ কার্ড দেখলেন।
MBSG vs OFC LIVE: ৩০ গজ দূর থেকে শট সাদিকুর, লক্ষ্যভ্রষ্ট
৫ মিনিট: ৩০ গজ দূর থেকে শট আর্মান্দো সাদিকুর। গোলপোস্টের এতদূর দিয়ে বল গেল যে কলকাতা থেকে খড়্গপুরের ওড়িশার দূরত্বও কম মনে হবে না। কর্নারের আবেদন করেন তারকা। তবে হাসিমুখে খারিজ রেফারির।
MBSG vs OFC LIVE: গতিতে আক্রমণ কিয়ানের, ইতিবাচক শুরু মোহনবাগানের
৪ মিনিট: ইতিবাচক শুরু মোহনবাগান সুপার জায়ান্টের। ডানপ্রান্ত দিয়ে উঠে আসেন কিয়ান নাসিরি। গতির ঝলক দেখান। বক্সের ভিতরে পাস বাড়ান। তবে ওড়িশার ডিফেন্ডারের পায়ে লেগে বল বেরিয়ে গেল। ইতিবাচক শুরু মোহনবাগানের। মোহনবাগান সুপার জায়ান্ট ০-০ ওড়িশা এফসি।
MBSG vs OFC LIVE: যুবভারতীতে কিক-অফ, বৌমাসের ধাক্কা সামলাতে পারবে বাগান?
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওড়িশা এফসি ম্যাচের কিক-অফ। ম্যাচের শুরুতেই যে ধাক্কা খেয়েছে মোহনবাগান, সেটা কীভাবে ঘুরে দাঁড়ান জুয়ান ফেরান্দোর ছেলেরা। সেই উত্তর মিলবে পরবর্তী ৯০ মিনিটে।
Mohun Bagan vs Odisha LIVE: ম্যাচের আগেই ধাক্কা মোহনবাগানের, ছিটকে গেলেন বৌমাস
ওয়ার্ম-আপের সময় ছিটকে গেলেন হুগো বৌমাস। তার জেরে জেসন কামিংসকে দলে আনলেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দোর। জায়গা পালটাতে হল কিয়ান নাসিরিকে।
Mohun Bagan vs Odisha LIVE: ওড়িশার ম্যাচ নিয়ে কী বললেন ফেরান্দো?
মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দো বলেন, ‘এএফসি কাপের ম্যাচে কী হয়েছিল, সেটা বলে দিয়েছি। এখন বুধবারের আইএসএল ম্যাচে জিতে তিন পয়েন্ট পাওয়াই আমাদের লক্ষ্য।’
Mohun Bagan vs Odisha LIVE: ঠিকমতো মনোনিবেশ করতে পারিনি আমরা, তাই AFC কাপে ওড়িশা ম্যাচে ওই হাল, দাবি থাপার
আইএসএলে ওড়িশা এফসির বিরুদ্ধে নামার আগে মোহনবাগান সুপার জায়ান্টের অনিরুদ্ধ থাপা বলেছেন, ‘আমরা এখন বেশ ভালো ফুটবল খেলছি। কিন্তু এএফসি কাপের ওই ম্যাচটায় (ওড়িশা ম্যাচটা) আমরা ঠিকমতো মনোনিবেশ করতে পারিনি। তাই শুরুতেই দুটো গোল খেয়ে গিয়েছিলাম।’
Mohun Bagan vs Odisha LIVE: বদলার কথা ভাবছি না, বললেন ফেরান্দো
ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দো বলেন, ‘প্রতিশোধের বিষয়ে ভাবছি না। আমাদের কাছে এটা একটি ম্যাচ। সেজন্য আমাদের দ্রুত তৈরি হতে হবে। শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে (ভুবনেশ্বরে) খেলে আমরা রবিবার ফিরেছি। তারপর দু'দিন পেয়েছি। এখনও আমাদের সামনে ২২টি ম্যাচ আছে। তাতে ধারাবাহিকতা বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তাই এই প্রতিশোধ নিয়ে ভাবছি না। খেলায় হার-জিত থাকবে। যা হয়ে গিয়েছে, সেটা অতীত। সেটা আর পালটানো যাবে না। আরও ভালো খেলে জেতা আমাদের লক্ষ্য।’
Mohun Bagan vs Odisha LIVE: মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে কারা কারা জায়গা পেলেন?
বিশাল কাইথ, ব্র্যান্ডন হামিল, অনিরুদ্ধ থাপা, হুগো বৌমাস, শুভাসিস বোস (অধিনায়ক), লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, কিয়ান নাসিরি, হেক্টর ইউস্তে, আশিস রাই এবং আর্মান্দো সাদিকু। বেঞ্চে রাখা হয়েছে জেসন কামিন্সকে।
Mohun Bagan vs Odisha LIVE: এএফসি কাপের ২ ম্যাচে ১১ গোল হয়েছে
এবার এএফসি কাপের গ্রুপ পর্যায়ে দু'ম্যাচে মুখোমুখি হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওড়িশা এফসি। প্রথম ম্যাচটা ৪-০ গোলে জিতেছিল মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে মোহনবাগানকে ৫-২ গোলে চূর্ণ করেছে ওড়িশা। অর্থাৎ দুই ম্যাচে ১১টি গোল হয়েছে।
Mohun Bagan vs Odisha LIVE: আজ তিন বনাম চারের লড়াই
আপাতত আইএসএলের পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে মোহনবাগান সুপার জায়ান্ট। পাঁচটি ম্যাচে খেলে পাঁচটি ম্যাচেই জিতেছে। ঝুলিতে আছে ১৫ পয়েন্ট। আপাতত এবার আইএসএলে মোহনবাগানই হল একমাত্র দল, যারা ১০০ শতাংশ ম্যাচে জিতেছে। অন্যদিকে, চার নম্বরে আছে ওড়িশা। সাতটি ম্যাচ খেলে ফেলেছে। জিতেছে চারটি ম্যাচে। হেরেছে দুটি ম্যাচে। ড্র করেছে একটি ম্যাচ। পয়েন্ট ১৩।
Mohun Bagan vs Odisha LIVE: AFC কাপের লজ্জা যাবে না, তাও আজ মলম লাগাতে পারবে মোহনবাগান?
আটদিন আগেই যে মাঠে ২-৫ গোলে হারতে হয়েছিল, সেই মাঠেই আজ ওড়িশা এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে দুটি ম্যাচের মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে। সেই ম্যাচে হেরে এএফসি কাপ থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান। সেখানে আজ আইএসএলের নেহাতই একটি গ্রুপ লিগের ম্যাচে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। ফলে তর্কের খাতিরে বদলার ম্যাচ ধরা হলেও আদতে যে সেটা নয়, তা সম্ভবত সবথেকে ভালোভাবে জানেন জুয়ান ফেরান্দো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।