শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপ দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হতে চলেছে। এখন পর্যন্ত এই দুই মহাতারকার কেউ একটি বিশ্বকাপও জিততে পারেনি। এটাই যে তাঁদের কেরিয়ারে শেষ বিশ্বকাপ তা আর বলার অপেক্ষা রাখে না। মেসি এবং রোনাল্ডো দুজনেই চাইবেন এই বিশ্বকাপ জিতে তাঁদের কেরিয়ার শেষ করতে। তবে প্রাক্তন পর্তুগীজ তারকা লুই ফিগো মনে করেন রোনাল্ডো বা মেসি যদি বিশ্বকাপ নাও জেতেন তাহলে ও তাঁদের উত্তরাধিকার কোনওদিন কমবে না।
এই মুহূর্তে ধারাভাষ্য দিতে, বিশেষজ্ঞ হিসেবে ভারতে রয়েছেন লুই ফিগো। তিনি সাংবাদিকদের জানিয়েছেন 'একজন ব্যক্তির দক্ষতার উপর শুধুমাত্র বিশ্বকাপ জিতবে কিংবা জিতবে না নির্ভর করে না। অন্য অনেক কিছুর উপর নির্ভর করে সবকিছু। তবে এটা ও ঠিক কেরিয়ারে যদি বিশ্বকাপ বা ইউরোপীয় কাপ জেতাটা নিঃসন্দেহে বিরাট সম্মানের। তবে সেটা যদি নাও হয় তবে তাঁরা তাঁদের কেরিয়ারে এতদিন যা করেছে তা ফুটবল ইতিহাসে জায়গা করে থাকবে। বিষয়টা এক একজনের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে।'
ফিগো আরও জানিয়েছেন 'আমি কখনও তুলনা করতে ভালোবাসি না। কারণ প্রতিটি জেনারেশন আলাদা। ফুটবলাররাও আলাদা আলাদা হয়। বিপক্ষও আলাদা আলাদা হয়। তাঁদের মধ্যে এইভাবে তুলনাও করা যায় না। তবে শেষ ১৫ বছরে (মেসি এবং রোনাল্ডো) ওরা যা করেছে তা অবিশ্বাস্য। ওঁরা যদি বিশ্বকাপটা জেতে তাহলে সেটা হবে ওদের চিরকালীন স্মৃতি। তবে ওঁরা অতীতে যেটা করেছে সেটাকে আমরা ভুলে যেতে পারি না।'
পর্তুগাল দল নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন 'এই বিশ্বকাপের অন্যতম সেরা দল। আমাদের দলের প্রত্যেকটি ফুটবলার ভালো। ওঁরা বিশ্বের সেরা ক্লাবে খেলে। পর্তুগাল এই বিশ্বকাপ জিততে পারে। পাশাপাশি ব্রাজিলের দলও খুব শক্তিশালী। সার্বিয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে ওদের খেলা সেটা প্রমাণ করে দিয়েছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।