আবারও হাসপাতালে ভর্তি হতে হল কিংবদন্তি ফুটবলার পেলেকে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে তাঁকে ফের ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসকেরা এটাকে রুটিন চেকআপ বলেই জানিয়েছেন। হাসপাতালের তরফে এও জানানো হয়েছে, ব্রাজিলিয়ান কিংবদন্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
গত বছর সেপ্টেম্বর মাসে ৮১ বছরের তারকা ফুটবলারের শরীরে কোলন টিউমার ধরা পড়েছিল। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর এক অস্ত্রোপচারের মাধ্যমে সেটা বাদ দেওয়া হয় তাঁর শরীর থেকে। তবে এখনও কেমোথেরাপি নিতে হচ্ছে ফুটবল সম্রাট পেলেকে। সাও পাওলোর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। আর তার জন্যই ফের হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি।
আরও পড়ুন: কোপা চ্যাম্পিয়ানদের বিরুদ্ধে ম্যাচ ড্র, অফিসিয়ালদের উপর ক্ষোভ উগড়ে দিলেন তিতে
এর আগেও রুটিন চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েক বছরে একাধিক শারীরিক সমস্যায় ভুগেছেন এই কিংবদন্তি। তাঁর নিতম্বেও অস্ত্রোপচার হয়েছে। যা নিয়ে দীর্ঘ দিন ধরে তিনি ব্যথায় ভুগছিলেন। যার পর থেকে তিনি সে ভাবে প্রকাশ্যে আসাও কমিয়ে দেন। মাঝেমাঝে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের শারীরিক অবস্থা বা অন্যান্য বিষয়ে মতামত জানিয়ে থাকেন। পেলের আরোগ্য কামনা করে চলেছেন তাঁর ভক্তরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।