শুভব্রত মুখার্জি- ভারতীয় সময় শনিবাসরীয় সন্ধ্যায় এক টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকলেন প্রিমিয়ার লিগের দর্শকরা। অনেকেই শনিবারেল হাই ভোল্টেজ ম্যাঞ্চেস্টার সিটি বনাম লিভারপুলের এই ম্যাচকে প্রিমিয়ার লিগের সম্ভাব্য শিরোপা নির্ধারণকারী ম্যাচ হিসেবে ধরেছিলেন। যেখানে ঘরের মাঠ ইতিহাদে সিটি মুখোমুখি হয়েছিল লিভারপুলের। ইতিহাদে কার্যত সিটিকে হারানো অসম্ভব একটা বিষয়। ইতিহাদে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৩টা ম্যাচ জয়ের ধারা বজায় রেখেছিল সিটি। শনিবার জিতলে প্রিমিয়ার লিগে খেলা ক্লাবগুলোর মধ্যে সান্ডারল্যান্ডের গড়া ঘরের মাঠে টানা সর্বোচ্চ জয়ের রেকর্ড স্পর্শ করে ফেলত পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ১৮৯০-১৮৯২ সালে এই রেকর্ড গড়েছিল সান্ডারল্যান্ড। কিন্তু লিভারপুল সেখানে বাধ সাধল। দুই দলের ম্যাচ ড্র হয়ে গেল ১-১ গোলে।
ম্যাচে আর্লিং হালান্ডের গোলে ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল লিভারপুল। ম্যাচে একেবারে শেষদিকে লিভারপুলের ত্রাতা হয়ে দাঁড়ান ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। ম্যাচের ৮০ মিনিটে তাঁর কোনাকুনি শটে গোলে ১-১ ফলে সমতা ফেরায় লিভারপুল। শেষ পর্যন্ত ওই স্কোরেই শেষ হয় ম্যাচ। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল।পয়েন্ট ভাগাভাগির পর ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকায় শীর্ষে থাকল সিটি। সমান ম্যাচে তাঁদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে দুয়ে রয়েছে লিভারপুল।
এ দিন ম্যাচে সিটিকে এগিয়ে দেয় আর্লিং হালান্ড। আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের হয়ে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। লিভারপুল ম্যাচ খেলতে পারবেন কি না, তা নিয়েও সন্দেহ ছিল। ম্যাচের ২৭ মিনিটে গোল করেন হালান্ড। লিভারপুল গোলকিপার আলিসন বল ধরে দ্রুত ক্লিয়ার করতে গিয়ে ভুল করে সিটির সেন্টার ব্যাক নাথান আকেকে পাস দিয়ে বসেন। আকে পাস দেন হালান্ডকে। সেখান থেকে গোল করতে ভুল করেননি হালান্ড। এই গোলটি করে প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ডও গড়লেন হালান্ড। ৪৮ ম্যাচে এই রেকর্ড গড়ে পিছনে ফেলেছেন অ্যান্ড্রু কোলকে (৬৫ ম্যাচ)।
প্রিমিয়ার লিগের ম্যাচে বেশিরভাগ সময়ে সিটি সময় বল দখলে রেখেছিল তাদের। তারা ছোট ছোট পাসে আক্রমণ তোলার চেষ্টা করে। লিভারপুল গতি দিয়ে চেষ্টা করেছে বারবার সিটির রক্ষণ ভাঙতে। লিভারপুলের ৮০ মিনিটের গোলটি এই গতি দিয়ে ডিফেন্স ভাঙার চেষ্টার ফল। বাঁ প্রান্ত দিয়ে ডানদিকে বল খেলেন সিটির বক্সের সামনে দাঁড়িয়ে থাকা মহম্মদ সালাহ পাস পান। ফাঁকায় দাঁড়িয়ে থাকা ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড সেই পাস পান। ডান পায়ের দারুণ কোনাকুনি শটে গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।