বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কলকাতা লিগে নিয়মে বদল,শুরুর আগেই বিদ্রোহী কিছু ক্লাব, ভবানীপুর নেমে পড়ল অনুশীলনে

কলকাতা লিগে নিয়মে বদল,শুরুর আগেই বিদ্রোহী কিছু ক্লাব, ভবানীপুর নেমে পড়ল অনুশীলনে

শুভ ঘোষ, জবি জাস্টিনদের এই বছর সই করিয়েছে ভবানীপুর।

এ বার ভবানীপুর টিমে বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার যেমন রয়েছেন, তেমনই তারুণ্যের ছোঁয়াও রয়েছে। রঞ্জন চৌধুরীও ময়দানের পোড় খাওয়া কোচ। সব মিলিয়ে কলকাতা লিগে ভালো ফলের আশা করছে ভবানীপুর ক্লাব। গত বছর তারা কলকাতা লিগে রানার্স হয়েছিল।

দল বদলের বাজারে এ বার কলকাতা লিগের টিমগুলোও একে অপরকে টেক্কা দিচ্ছে। ২৫ জুন থেকে কলকাতা লিগ শুরু হয়ে যাবে। তার আগে নিজেদের টিম গোছানোর পাশাপাশি অনুশীলন শুরু করে দিয়েছে ভবানীপুর ফুটবল ক্লাব।

বৃহস্পতিবার থেকেই কোচ রঞ্জন চৌধুরীর তত্ত্বাবধানে অনুশীলনে নেমে পড়লেও, সোমবার থেকেই সোমবার থেকে পুরোদমে শুরু করবেন শুভ ঘোষ, জবি জাস্টিনরা। কলকাতা লিগ এ বার বিদেশিহীন। তাই দেশী ফুটবলারদের নিয়েই শক্তিশালী দল গড়েছে ভবানীপুর। জবিদের কাছেও এ বার কলকাতা লিগটা প্রমাণ করার বড় মঞ্চ।

এ বার ভবানীপুর টিমে বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার যেমন রয়েছেন, তেমনই তারুণ্যের ছোঁয়াও রয়েছে। রঞ্জন চৌধুরীও ময়দানের পোড় খাওয়া কোচ। সব মিলিয়ে কলকাতা লিগে ভালো ফলের আশা করছে ভবানীপুর ক্লাব। গত বছর তারা কলকাতা লিগে রানার্স হয়েছিল। ময়দানের বেশ কিছু পরিচিত মুখ এ বার ভবানীপুরে। ইস্টবেঙ্গলের জার্সিতে আই লিগে নজরকাড়া জবি জাস্টিন রয়েছেন দলে। আইএসএলেও খেলেছেন জবি। তবে সে ভাবে সুযোগ পাননি। এ ছাড়া দুই প্রধানে খেলা কেরালার আর এক ফুটবলার সিএস সাবিথও রয়েছেন ভবানীপুরে।

আরও পড়ুন: IPL শেষ হতেই ভারতীয় ফুটবলের নতুন মরশুমের তারিখ ঘোষণা করল AIFF

আইএসএলের গোলকিপার সঞ্জীবন ঘোষকে সই করিয়েছে ভবানীপুর। তিন প্রধানে খেলা শঙ্কর রায়ও রয়েছেন ভবানীপুরে। ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলেও খেলেছেন শঙ্কর। মোহনবাগানের জার্সিতে খেলা বাঙালি স্ট্রাইকার শুভ ঘোষকেও সই করিয়েছে ভবানীপুর। পরে আইএসএলের দলে ডাক পেলেও সে ভাবে ম্যাচ খেলার সুযোগ পাননি শুভ। সবুজ-মেরুনের প্রাক্তন ডিফেন্ডার কিমকিমাকেও দেখা যাবে ভবানীপুরের জার্সিতে।

ইস্টবেঙ্গলে খেলা নিখিল কদম গত বছরই সই করেন এই ক্লাবে। এছাড়া গোলকিপার শুভম রায়, সুজয় দত্ত, সুভাষ সিং, অভিনব বাগ, আকাশ মণ্ডল, চাকু মাঞ্জিরাও রয়েছেন ভবানীপুরে। কলকাতা লিগের দিকে তাকিয়ে দলগঠন প্রক্রিয়ায় ইস্টবেঙ্গল, মোহনবাগানকে টেক্কা দিচ্ছে ভবানীপুর। এর বাইরেও এখনও বেশ কয়েক জনকে ট্রায়ালে দেখে নিচ্ছেন রঞ্জন। গত বছরও কোচ ছিলেন তিনি।

আরও পড়ুন: অন-লাইন প্রতারণার শিকার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৭ লক্ষ টাকা উধাও ভারতের প্রাক্তন ফুটবলার সুব্রতর

এই বছর কলকাতা লিগে নিয়ম বদলাচ্ছে। প্রিমিয়ার ‘এ’ আর প্রিমিয়ার ‘বি’ মিশে যাচ্ছে। সুপার প্রিমিয়ার ডিভিশন লিগে এ বার খেলতে দেখা যাবে ২৬ দলকে। প্রিমিয়ার ‘এ’-র ১৬ দল আর ‘বি’-র ১০ দল একসঙ্গে খেলবে। আইএফএর যে সিদ্ধান্ত নিয়ে প্রথম ডিভিশনের বেশ কয়েকটি ক্লাব বিদ্রোহের সুর চড়িয়েছে। বৃহস্পতিবার আইএফএ-র বৈঠক মাঝপথেই ভেস্তে যায়। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের সঙ্গে এ বার খেলতে দেখা যাবে ডায়মন্ডহারবার এফসিকেও।

প্রিমিয়ার ডিভিশনের লড়াই এই মরসুমে বেশ কঠিন হতে চলেছে। ২৬ দলকে দুটো গ্রুপে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপ থেকে ৩টি দল কোয়ালিফাই করবে সুপার সিক্সে। ৬টা দলের মধ্যে হবে চ্যাম্পিয়নশিপ রাউন্ড। প্রিমিয়ার ডিভিশন থেকে অবনমন হবে চারটে দলের। প্রথম ডিভিশন থেকে প্রোমোশন হবে দুটো দলের। আইএফএর এই সিদ্ধান্তের বিরোধিতায় প্রথম ডিভিশনের ক্লাবগুলো। প্রথম ডিভিশন থেকে সুপার প্রিমিয়ার ডিভিশনে ৬টা দলের প্রোমোশন চাইছেন ক্লাব কর্তারা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগনযান অভিযানে বড় পদক্ষেপ ইসরোর, চুপিসারে পাঠানো হল মডিউল ‘‌দিদি আছে বলে আছি, থাকতে ইচ্ছে করে না’‌, দলীয়মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ কল্যাণের অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, রোহিত-যশস্বীদের মুম্বইকে ধুলোয় মেশাল জম্মু-কাশ্মীর ICCর বর্ষসেরা T20 দলের অধিনায়ক রোহিত! দলে হার্দিক,বুমরাহ!নেই বিরাট! বাকিরা কারা? কেন ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না রুতুরাজ? রহস্য ফাঁস করলেন অশ্বিন ওডিশার কুঁড়েঘর থেকে দুবাইয়ের প্রাসাদ! এ এক অসামান্য সাফল্যের কাহিনি ‘বোনকে পুতুল ভেবে চটকাচ্ছে, দুজনকে সামলাতে হিমসিম খাচ্ছি', মাতৃত্ব নিয়ে কোয়েল চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেই ODI সিরিজ খেলবে ৩ দল! পাকিস্তান,নিউজিল্যান্ড আর কে? পাকিস্তান থেকে খুনের হুমকি! এর মাঝে ‘কিস কিসকো পেয়ার করুঁ ২’র শ্যুট শুরু কপিলের আপনার পেটের চর্বি কতটা ক্ষতিকারক অবস্থায় রয়েছে! মেপে দেখতে পারেন এইভাবে

IPL 2025 News in Bangla

চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের…

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.