বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > টাইব্রেকারে ১১-১১, টসে ভারতকে জয়ী হতেই নোংরামো বাংলাদেশের লোকদের, ছোড়া হল বোতল

টাইব্রেকারে ১১-১১, টসে ভারতকে জয়ী হতেই নোংরামো বাংলাদেশের লোকদের, ছোড়া হল বোতল

টাইব্রেকারে ১১-১১, টসে ভারতকে জয়ী হতেই নোংরামো বাংলাদেশের লোকদের, ছোড়া হল বোতল। (ছবি সৌজন্যে এক্সঃ

টসে জয়ের পর জয়ী ঘোষণাও করা হয়ে যায় ভারতকে।‌ পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। দীর্ঘ টালবাহানার পরে দুই দলকেই যুগ্মভাবে টু্র্নামেন্টের জয়ী ঘোষণা করা হয়। তবে এই ম্যাচকে ঘিরে বিতর্ক যেন একেবারেই থামতে চাইছে না।

শুভব্রত মুখার্জি:- বৃহস্পতিবার বাংলাদেশের কমলাপুরে অনূর্ধ্ব-১৯ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং বাংলাদেশ। এই ম্যাচের শেষ দিকটা যেন একেবারে নাটকীয়তায় মোড়া ছিল। যেখানে হঠাৎ করেই ম্যাচের ভাগ্য টসের মাধ্যমে নির্ধারণের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। টসে জয়ের পর জয়ী ঘোষণাও করা হয়ে যায় ভারতকে।‌ পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। দীর্ঘ টালবাহানার পরে দুই দলকেই যুগ্মভাবে টু্র্নামেন্টের জয়ী ঘোষণা করা হয়। তবে এই ম্যাচকে ঘিরে বিতর্ক যেন একেবারেই থামতে চাইছে না।

প্রসঙ্গত কমলাপুরের মোস্তাফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল বাংলাদেশের।ম্যাচে আগাগোড়া প্রাধান্য ছিল ভারতীয় দলের। এরপরও নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। টু্র্নামেন্টে অতিরিক্ত সময়ের নিয়ম না থাকার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। কাকতালীয়ভাবে সেখানেও ম্যাচ ১১-১১ গোলে ড্র অবস্থায় ছিল। তারপরেই ম্যাচ কমিশনার শ্রীলঙ্কার ডি সিলভা জয়সূর্য ডিলান টসের সিদ্ধান্ত নেন। যা প্রথম অবস্থায় বিনা বাক্যব্যয়ে মেনে নেয় বাংলাদেশ দল। এরপর টসে হেরে যায় তারা। জয়োল্লাস শুরু করে ভারত। তখন হঠাৎ করেই আপত্তি জানায় বাংলাদেশ। তাদের বক্তব্য, তাড়াহুড়ো করে টস করে দেওয়া হয়েছে। সাডেন ডেথ চালিয়ে যাওয়া উচিত ছিল। পরবর্তীতে দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

তবে এদিন ম্যাচ কমিশনারের সিদ্ধান্তের ফলে মাঠে অনভিপ্রেত পরিবেশের সৃষ্টি হয়। মাঠে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় বাংলাদেশের ফুটবল সমর্থকদের।যদিও তাদের আচরণ নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাবে। মাঠে ভারতীয় ফুটবলারদের লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে ভারতীয় দলের নিরাপত্তার স্বার্থে তাদেরকে সাজঘরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পরে এআইএফএফ ও। তারা বাফুফের সঙ্গেও কথা বলে। এরপরেই দুই দলকে যৌথ বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ভারতীয় দল। মাত্র ৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল ভারতীয় দল। যখন মনে হয়েছিল ম্যাচে ভারতের জয় নিশ্চিত। ঠিক তখন ম্যাচের শেষ বাঁশি বাজার এক মিনিট আগে দলকে সমতায় ফেরান বাংলাদেশের সাগরিকা। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। তার পরবর্তী নাটক কারও অজানা নয়।

টাইব্রেকারে দুদলের ১১ জনের সবাই গোল করেছেন। সাডেন ডেথে খেলা টাই থাকে। এরপর ফের টাইব্রেকার শুরুর কথা থাকলেও হুট করে রেফারিরা সিদ্ধান্ত নেন টসে বিজয়ী ঘোষণা করার। সেই টসে হেরে যান বাংলাদেশের অধিনায়ক আফিদা খাতুন। জয়ের উল্লাসে ফেটে পড়েন ভারতীয় ফুটবলাররা।টসের নিয়ম নিয়ে এবার অসন্তোষ জানাতে দেখা যায় বাংলাদেশের অধিয়ানায়ক আফিদাকে। দলের কোচ এবং স্টাফরাও এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। মাঠে উপস্থিত দর্শকরাও বিরূপ প্রতিক্রিয়া দেন।

প্রসঙ্গত এদিন ম্যাচে ৮ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে বাংলাদেশ। ভারতীয় মিডফিল্ডার নিতু লিন্ডার থ্রুতে বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল পেয়ে যান শিবানী দেবী৷ বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানিকে বক্সের মধ্যে বোকা বানিয়ে শিবানী বুদ্ধিদীপ্তভাবে বলটিকে সঠিক জায়গায় রেখে বল জালে জড়িয়ে দিয়ে ভারতকে লিড এনে দেন। পিছিয়ে পড়েও প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনও আক্রমণ গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। উল্টোদিকে লিড বাড়ানোর সুযোগ পেয়েও হাতছাড়া করে ভারত। ১৬ মিনিটে বক্সের শিবানী দেবীর নেওয়া ডান পায়ের শট পোস্টের সামান্য উপর দিয়ে যায়৷।দ্বিতীয়ার্ধেও প্রায় সাদামাটা ম্যাচ চলতে থাকে। এমন সময় হঠাৎ করেই দলকে সমতায় ফেরান সাগরিকা। ম্যাচের অতিরিক্ত সময়ে গোলটি করে খেলা টাইব্রেকারে নিয়ে যান তিনি। এরপরের মুহূর্তগুলো ছিল নাটকীয়তায় ভরা। প্রতিটা মুহূর্তে ম্যাচ একদিক থেকে অন্যদিকে শিফট করছিল টাইব্রেকারে। যদিও নাটক শেষে শেষ পর্যন্ত যুগ্মজয়ী ঘোষণা করা হল ভারত-বাংলাদেশ দুই দলকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.