Spanish Super Cup Semi Final: চলতি স্প্যানিশ সুপার কাপে আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। এবার তাদের প্রতিপক্ষের সিটটা দখল করল বার্সেলোা। বৃহস্পতিবার ১১ জানুয়ারির রাতে ওসাসুনাকে হারিয়ে দর্শকদের আরেকটি ‘এল ক্লাসিকো’ উপহার দিল বার্সেলোনা। রবার্ট লেওয়ানডোস্কি ও লামিনে ইয়ামালের গোলে ২-০ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেল জাভি হার্নান্ডেজের দল। স্প্যানিশ সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে তারা রবিবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কাল মাঠে নেমেছিল জাভি হার্নান্দেজেরদ দল। ওসাসুনার বিপক্ষে ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করেছে কাতালানরা, শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ২-০ গোলের জয় নিয়ে। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত করেছে ফাইনালের জায়গা।
আগামী রবিবার (১৪ জানুয়ারি) ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। প্রথম সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফাইনালে তাদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। আগের মরশুমে রিয়ালকে হারিয়েই ১৪তম সুপার কাপ জিতেছিল বার্সেলোনা।
আরও পড়ুন… Spanish Super Cup: রোমাঞ্চকর মাদ্রিদ ডার্বিতে জিতল রিয়াল, ৫-৩ গোলে হারাল অ্যাটলেটিকোকে
তবে এদিনের ম্যাচের কথা বললে, সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ওসাসুনার বিরুদ্ধে বার্সেলোনার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। শুরু থেকেই তুমুল আক্রমণ করেছিল জাভির দল। ম্যাচের ৮ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার এক সুযোগও পেয়েছিল কাতালানরা। তবে শেষ পর্যন্ত গোলের দেখা মিলেনি। এরপর ম্যাচের ২৮ মিনিটে আরও এক সুযোগ হারান সার্জিও রবার্তোরা। জুল কুন্দের বাড়িয়ে দেয়া বলে শট নিলেও লক্ষ্যেরাখতে পারেননি তিনি। বারবার সুযোগ হারানোয় শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন… BBL 13-এ ওয়ার্নারের গ্র্যান্ড এন্ট্রি! হেলিকপ্টারে করে মাঠে নামবেন তারকা ক্রিকেটার
প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও আক্রমণের আধিপত্য বজায় রেখেছে বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় প্রথম গোলের দেখা মিলে কাতালানদের। ইকায় গুন্দোয়ানের বাড়িয়ে দেওয়া বলে দারুণ এক শট নিয়ে ডেডলক ভাঙেন রবার্ট লেওয়ানডোস্কি। ম্যাচের ৫৯তম মিনিটে গোলের দেখা পায় তারা। ইলকাই গুন্ডোয়ানের থ্রু বল ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল জালের জড়ান লেওয়ানডোস্কি। এরপর ব্যবধান বারানোর আরও কয়েকটি সুযোগ পায় বার্সা, তবে গোলের দেখা মিলেনি। ওদিকে পাল্টা আক্রমণে ওসাসুনাও বার্সার রক্ষণে ভয় ধরিয়েছিল বেশ কয়েকবার। তবে শেষ পর্যন্ত কাতালান গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। এদিকে ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্সার হয়ে ব্যবধান বারান লামিনে ইয়ামাল। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জাভির দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।