শুভব্রত মুখার্জি: সামনেই রয়েছে হাংঝাউ এশিয়ান গেমস। ইতিমধ্যেই এশিয়া গেমসের দল ঘোষণা করে দিয়েছিল ভারত। ক্লাব বনাম ফেডারেশনের দ্বন্দে একাধিক ফুটবলারকে ছাড়াই এশিয়ান গেমসের দল প্রথমে ঘোষণা করা হয়েছিল। তবে হাল ছাড়েনি এআইএফএফ। তাদের তরফে দেশের স্বার্থে ফুটবলার ছাড়ার কথা ক্লাবগুলোকে বারবার বোঝানো হয়। আর তাতেই কাজ হয়েছে। আর এই কারণেই শুক্রবার আসন্ন এশিয়ান গেমসের জন্য পরিবর্তিত ভারতীয় দল ঘোষণা করা হল। যে দলে ফিরে এসেছেন সন্দেশ ঝিঙ্গানের মতো অভিজ্ঞ ফুটবলার। আর পরিবর্তিত এই দল পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। পাশাপাশি খুশির কথা জানিয়েছেন হেড কোচ ইগর স্টিম্যাচও।
তবে সন্দেশ ঝিঙ্গানের পাশাপাশি চিঙ্গলেন সানা সিং এবং লালচুংনুঙ্গা ও এশিয়ান গেমসের ভারতীয় দলে জায়গা পেলেন। ১৯তম এশিয়ান গেমসের জন্য ১৫ সেপ্টেম্বর ভারতের তরফে পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এশিয়ান গেমসে ভারতীয় দল ভালো ফল করতে মরিয়া। দীর্ঘ টালবাহানা, টানাপোড়েন এবং লড়াইয়ের পরে ভারতকে এশিয়ান গেমসের ফুটবলের জন্য পাঠাতে সক্ষম হয়েছে এআইএফএফ। সেখানে দাঁড়িয়ে সন্দেশ ঝিঙ্গানের মতন অভিজ্ঞ ফুটবলারের পাশাপাশি চিঙ্গলেনসানা , লালচুংনুঙ্গার মতাে প্রতিভাবান ফুটবলারদের অন্তর্ভুক্তি ভারতীয় দলকে নিঃসন্দেহে শক্তিশালী করবে। এআইএফএফের সভাপতি কল্যান চৌবেও জানান এটি অত্যন্ত পজিটিভ একটি খবর যে সুনীল ছেত্রীর সঙ্গে দলে অভিজ্ঞ সন্দেশ ঝিঙ্গানের মতো ফুটবলার যুক্ত হচ্ছেন। পাশাপাশি এফএসডিএলকে ও ধন্যবাদ জানাতে ভোলেননি কল্যান চৌবে। সময়মতো তারাও সহযোগিতা করেছেন এআইএফএফকে।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে ভারতের ক্রোয়েশিয়ার বিশ্বকাপার কোচ ইগর স্টিম্যাচ জানিয়েছেন, 'অসাধারণ একটা প্রগতিময় মুহূর্ত। এশিয়ান গেমসের স্কোয়াডে বেশ কিছু অভিজ্ঞ ফুটবলারকে যুক্ত করা হয়েছে। এর থেকে ভালো সিদ্ধান্ত আর কি হতে পারে? এর ফলে দলের স্বার্থ সুরক্ষিত হবে। আমি এফএসডিএল এবং এআইএফএফকে ধন্যবাদ জানাব বিষয়টির বাস্তবায়ন ঘটানোর জন্য। ভারতের হয়ে যারাই প্রতিনিধিত্ব করুন না কেন আমরা একসাথে মিলে দেশের পতাকার সম্মানের জন্য লড়াই করব।'
পরিবর্তিত স্কোয়াড নিয়ে বলতে গিয়ে সুনীল ছেত্রী জানিয়েছেন, 'আমি খুব খুশি। এটা দেখে খুব খুশি যে আরও অনেক সিনিয়র ফুটবলাররা ডাকে সাড়া দিয়ে জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের সঙ্গে তারা যুক্ত হয়েছেন। আমাদের ভারতীয় দল নয় বছরে প্রথমবার এশিয়ান গেমসের আসরে খেলতে যাচ্ছে। আমাদের সবার কাছে খুব খুব স্পেশাল এই মুহূর্তটা। যারা সুযোগ পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলার তাঁদের কাছে এই সুযোগটা কাজে লাগানোর মরিয়া লড়াই লড়তে হবে। আমি এবং আমার সমস্ত সতীর্থ অঙ্গীকার করছি ভারতের হয়ে এশিয়ান গেমসে খুব ভালো পারফরম্যান্স করার।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।