বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Asian Cup 2024: আন্ডারডগদের ইতিহাসে সবথেকে ভালো ফল করতে হবে, অস্ট্রেলিয়া ম্যাচের আগে HT-কে বললেন সুনীল

Asian Cup 2024: আন্ডারডগদের ইতিহাসে সবথেকে ভালো ফল করতে হবে, অস্ট্রেলিয়া ম্যাচের আগে HT-কে বললেন সুনীল

অনুশীলনে ব্যস্ত সুনীল ছেত্রী। ছবি-এআইএফএফ মিডিয়াPrls

এশিয়ান কাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। আর এই ম্যাচে নামার আগে আন্ডারডগদের কিছুটা হলেও চাপে রাখার চেষ্টা সুনীলের।

KOLKATA : দোরগোড়ায় দাঁড়িয়ে এএফসি এশিয়ান কাপ। আর দুদিন বাদেই শুরু হবে টুর্নামেন্ট। তার আগে জোর কদমে প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে ভারতকে। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে তার আগে মুখ খুললেন দলের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানালেন যে প্রথম ম্যাচ গোটা দল জয় দিয়েই শুরু করতে চায়। এখানেই শেষ নয়, তিনি আরও জানান যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদি জয় দিয়ে শুরু করা যায় তাহলে এর চেয়ে ভালো আর কিছুই হবেনা তাঁর ফুটবল কেরিয়ারে।

সুনীল বলেন, 'আমাদের প্রথম ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আমি চাই প্রথম ম্যাচে সবচেয়ে বড় আন্ডারডগদের ফল হোক। আমি চাই প্রথম ম্যাচ আমরা জয় দিয়ে শুরু করি। মনে রাখবেন জীবনে কেউ আপনাকে কিন্তু সুযোগ দেবেনা। এমনকী আপনার বন্ধুরাও কিন্তু আপনাকে সুযোগ দেবে না। অস্ট্রেলিয়া বিরুদ্ধে যদি মনের মতো ফলাফল পাওয়া যায়, তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তবে হ্যাঁ, গতবারের মতো যদি এবারও আমাদের তিন পয়েন্ট নিয়ে শেষ করতে হয়, তাহলে আমি তিনটে ড্র নিয়ে শেষ করতে চাইবো। কিন্তু পরাজয় একেবারেই আমি মানতে পারব না।'

পাশাপাশি, ২০২৬ সালের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন প্রসঙ্গে মুখ খোলেন সুনীল। তিনি বলেন, 'যদি এই বছরও আমরা যোগ্যতা অর্জন না করতে পারি, তাহলে সম্ভবত এটাই আমার শেষবার হবে। তবে সত্যি বলতে গেলে এই বছর আমাদের কাছে একটা বড় সুযোগ রয়েছে। এই বছর আমাদের কাছে একটা ভালো সম্ভাবনা রয়েছে প্রথমবারের জন্য তৃতীয় রাউন্ডে যাওয়ার। তবে একইসাথে আমি এটাও বলবো যে আমি এই নিয়ে নিজের উপর কোন চাপ দিতে চাইছি না। যদি আমাদের তরফ থেকে কোন বড়সড়ো ভুল না হয়, তাহলে কেউ আমাদের তৃতীয় রাউন্ডে যাওয়া থেকে আটকাতে পারবে না। এই মুহূর্তে আমার দলের আমাকে প্রয়োজন।'

প্রসঙ্গত, এবারের টুর্নামেন্টে 'গ্রুপ বি'তে রয়েছে ইগর স্টিম্যাচের ছেলেরা। এছাড়াও এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়া। ভারতের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারিতে। এদিন আহমেদ বিন আলি স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এবার দেখার বিষয়, শেষ অবধি স্বপ্ন পূরণ হয় কিনা সুনীলের।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.