ভারতের চার বছরের খুদে ফুটবলারের প্রতিভায় মুগ্ধ জার্মান তারকা ফুটবলার টনি ক্রুস। শুধু টনি নন, চার বছরের অ্যারন টমাসের খেলায় মজেছেন নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের মতো তারকা ফুটবলাররা। ভারতীয় ফুটবলের বিস্ময় শিশুকে মাদ্রিদে নিজের অ্যাকাডেমিতে অনুশীলন করার আমন্ত্রণও জানিয়েছেন জার্মান তারকা। এখনও দিন চূড়ান্ত না হলেও সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগ শেষ হওয়ার পরেই মাদ্রিদে যাবেন অ্যারন। সেখানেই চার-পাঁচ দিন অথবা এক সপ্তাহের জন্য প্রশিক্ষণ নেবেন। অ্যারনকে প্রশিক্ষণ দেবেন টনি ক্রুস নিজে।
আসলে টনি ক্রুসের অ্যাকাডেমির একটি অ্যাপ রয়েছে। ‘কিকিং ২০২২’ নামে শিশুদের একটি প্রতিযোগিতা শুরু করা হয়েছিল। শিশুদের শট মারার ভিডিয়ো অ্যাপেতে আপলোড করতে হয়েছিল। সেখানেই প্রথন হয় চার বছরের অ্যারন টমাস। এবার সে মাদ্রিদে টনি ক্রুসের অ্যাকাডেমিতে অনুশীলন করার সুযোগ পাবে। প্রশিক্ষণ দেবেন স্বয়ং জার্মান তারকা। অ্যারনের বাবা রাফায়েল টমাসের জন্ম ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার আই এম বিজয়নের শহর ত্রিশূরে। চাকরি সূত্রে রাফায়েল এখন তিনি থাকেন বেঙ্গালুরুতে। ছেলের মাধ্যমেই নিজের ফুটবলার হওয়ার অধরা স্বপ্ন পূরণ করতে চাইছেন অ্যারন টমাসের বাবা রাফায়েল টমাস।
অ্যারনের কোন ভিডিয়ো পোস্ট করেছিল রাফায়েল, অ্যারনের বাবা বলেন, ‘গড়িয়ে দেওয়া গাড়ির টায়ারের ঠিক মধ্যে শট মেরেছিল অ্যারন। বলটা টায়ারের সঙ্গেই ঘুরছিল। ৩১ জানুয়ারি প্রতিযোগিতার ফল প্রকাশ হয়। আমরা ভেবেছিলাম তৃতীয় বা দ্বিতীয় পুরস্কার পাবে অ্যারন। কিন্তু ওর নাম ঘোষণা না হওয়ায় হতাশ হয়ে পড়েছিলাম। এর পরে যখন টনি ক্রুস নিজে ‘কিকিং ২০২২’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসেবে অ্যারনের নাম ঘোষণা করেন, মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। কল্পনাও করতে পারিনি নেইমারও ‘লাইক’ দেবে আমার ছেলের খেলার ভিডিয়োতে।’ অ্যারনের নাম ঘোষণার সময় কী বলেছিলেন টনি ক্রুস বলেন, ‘অসাধারণ ভিডিয়ো। আমি মুখিয়ে রয়েছি মাদ্রিদে তোমাকে দেখার ও ব্যক্তিগত ভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য। তোমাদের মাদ্রিদে আসার ব্যবস্থা আমরা করব।’ অ্যারন অবশ্য জানিয়ে দিল সে ভারতের হয়ে খেলতে চায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।