শুভব্রত মুখার্জি: আসন্ন ঘরোয়া ফুটবল মরশুমের জন্য ঘর গোছাতে ব্যস্ত সমস্ত ভারতীয় ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজিগুলি। আই লিগে খেলা ক্লাব গোকুলাম কেরালাও তার ব্যতিক্রম নয়। আগামী মরশুমের জন্য স্প্যানিশ উইঙ্গার নিলি পেরদোমোর সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছে এই আই লিগ ক্লাব। প্রসঙ্গত, কয়েকদিন আগেই এআইএফএফের কাছে ধাক্কা খেয়েছে গোকুলাম কেরালা। তাদের প্রিমিয়র-২ লাইসেন্সের আবেদন খারিজ করে দিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। কারণ ফুটবল ফেডারেশনের ঠিক করে দেওয়া 'এ' যোগ্যতামানের একাধিক মানদণ্ড পূরণ করতে না পারা সাতটি ক্লাবের অন্যতম ছিল কেরালা। যাদের লাইসেন্স নবীকরণের আবেদন খারিজ করে দিয়েছিল এআইএফএফের লাইসেন্সিং কমিটি। তারপরেও অবশ্য দমে যায়নি তারা। নয়া ফুটবলারদের সঙ্গে চুক্তি করে দলগঠনের কাজ তারা চালিয়ে যাচ্ছে।
আর অন্যদিকে এআইএফএফের মানদণ্ড পূরণ করারও কাজ চলছে পুরোদমে। এমন আবহেই ২৯ বছরের স্প্যানিশ উইঙ্গার নিলি পেরদোমোর সঙ্গে চুক্তি পাকা করে ফেলল তারা। সূত্রের খবর, গোকুলাম কেরালার সঙ্গে আপাতত এক বছরের চুক্তি স্বাক্ষর করবেন নিলি। যা পরবর্তীতে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কেরালার এই ক্লাবের তরফে তাদের সোশ্যাল মিডিয়াতে এই চুক্তির কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। ক্লাব এবং সমর্থকদের তরফে দলে স্বাগত জানানো হয়েছে তাঁকে। গত মরশুমে আই লিগে তৃতীয় স্থানে শেষ করেছিল গোকুলাম কেরালা। অল্পের জন্য তারা আইএসএলে উত্তরনের সুযোগ নষ্ট করে।
নিজের কেরিয়ার লাস পালমাসে শুরু করেছিলেন নিলি। এরপর তিনি বার্সেলোনার বি দলের হয়েও খেলেন। পরবর্তীতে অ্যালবাসেটে এবং প্লাতানিয়াসের হয়েও খেলেন তিনি। ডান প্রান্তের এই উইঙ্গার আটটি লা লিগার ম্যাচেও খেলেছেন। নিলি রাইট ব্যাকেও খেলার ক্ষমতা রাখেন। ২০১৯-২০ সালে আইএসএলে বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছেন তিনি। ফলে ভারতীয় ফুটবলের সঙ্গে নিলির আগেই পরিচয় রয়েছে বলা যায়। এই মরশুমে প্রায় গোটা স্কোয়াডকে বদলে ফেলেছে গোকুলাম কেরালা এফসি। স্প্যানিয়ার্ড ডোমিঙ্গো ওরামুসকেও কোচ হিসেবে নিয়োগ করেছে তারা। ৪-৪-২ এই ছকে খেলাতেই বেশি পছন্দ করেন এই স্প্যানিশ কোচ। ফলে আশা করা হচ্ছে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন নিলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।