বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কী কারণ গোয়ায় স্থাপন করা হল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মূর্তি? উঠছে রাজনীতির গন্ধ!

কী কারণ গোয়ায় স্থাপন করা হল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মূর্তি? উঠছে রাজনীতির গন্ধ!

গোয়ায় স্থাপন করা হল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মূর্তি (ছবি:টুইটার)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মূর্তিটির ওজন প্রায় ৪১০ কেজি এবং এটি স্থাপনের উদ্দেশ্য হল তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা এবং তাদের স্বপ্ন পূরণ করা। এই মূর্তি তৈরিতে প্রায় ১২ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে।

গোয়ার পানাজিতে স্থাপন করা হল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মূর্তি। তারকা ফুটবলারের মূর্তিটি স্থাপন করা হয়েছে গোয়া সরকারের তরফ থেকে। ফুটবলকে পরবর্তী স্তরে নিয়ে যেতে এবং রাজ্য ও দেশের যুবকদের অনুপ্রাণিত করতে এই মূর্তিটি স্থাপন করা হয়েছে। এই মূর্তিটি স্থাপনের মূল উদ্দেশ্য সম্পর্কে তথ্য প্রদান করে, গোয়ার মন্ত্রী মাইকেল লোবো। তিনি বলেন, ‘আমরা যুবকদের অনুপ্রাণিত করতে এবং রাজ্যে, দেশে ফুটবলকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য এই মূর্তিটি তৈরি করেছি। আমরা চাই আমাদের বাচ্চারা এই মহান ফুটবলারের মতো হোক। যিনি একজন বিশ্ব কিংবদন্তি।’

তথ্য অনুযায়ী, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মূর্তিটির ওজন প্রায় ৪১০ কেজি এবং এটি স্থাপনের উদ্দেশ্য হল তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা এবং তাদের স্বপ্ন পূরণ করা। এই মূর্তি তৈরিতে প্রায় ১২ লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। এটি তৈরি করতে প্রায় তিন বছর সময় লেগেছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন পর্তুগিজ পেশাদার ফুটবলার। তিনি পর্তুগাল জাতীয় দলের অধিনায়কও। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ফুটবল খেলেন।

মন্ত্রী আরও বলেন, ‘এই প্রথম ভারতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মূর্তি স্থাপন করা হল। এটা আমাদের তরুণদের অনুপ্রেরণা ছাড়া আর কিছুই নয়। আপনি যদি ফুটবলকে অন্য স্তরে নিয়ে যেতে চান তাহলে তরুণ ছেলে-মেয়েরা অপেক্ষা করবে। এর জন্য, সেলফি তুলুন এবং মূর্তির দিকে তাকান, পাশাপাশি এই গেমটি খেলতে অনুপ্রাণিত হন। সরকার, পৌরসভা এবং পঞ্চায়েতের কাজ হল ভালো পরিকাঠামো, ভালো ফুটবল মাঠ প্রদান করা। আমাদের ছেলে-মেয়েদের সেখানে গিয়ে খেলার জন্য একটি ভালো পরিবেশ তৈরি করতে হবে।’

মন্ত্রী মাইকেল লোবো বলেন, ‘কিছু লোক এই মূর্তি স্থাপনের প্রতিবাদ করছে। এই একই লোক যারা খেলাধুলায় দেশকে এগিয়ে যেতে দেখতে পারে না। যারা মূর্তি স্থাপনের বিরোধিতা করেছে, আমি মনে করি তারা হার্ডকোর ফুটবলকে ঘৃণা করে। তারা ফুটবলকে ধর্ম বলে বিশ্বাস করে না। ফুটবল এমন একটি খেলা যেখানে জাতি, বর্ণ, ধর্ম ইত্যাদি নির্বিশেষে সবাই সমান। তারপরও কালো পতাকা নিয়ে এর বিরোধিতা করছে এসব মানুষ। আমি তার সম্পর্কে কিছু বলতে পারি না এবং শুধু তাকে প্রণাম করতে চাই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অডিয়ো ক্লিপের সত্যতা নিশ্চিত করা গিয়েছে, কলতানের গ্রেফতারির পর জানাল পুলিশ জারি আন্দোলন, তবে কাজে ফেরা নিয়ে দ্বিধাবিভক্ত জুনিয়র ডাক্তাররা: রিপোর্ট শনিদেব আবার বদলাচ্ছেন ঘর, বড় বদল আসবে জীবনে! কোন ৫ রাশিকে থাকতে হবে সতর্ক আন্দোলনরত চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় জিনিস চাওয়ায় 'ভিক্ষা'র পরামর্শ অগ্নিকে! ‘অভিনয় করি চাননি, ১৮তেই বিয়ে দিতে চেয়েছিলেন বাবা’, ধর্মেন্দ্রকে নিয়ে বলছেন এষা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ হারালো ‘সম্মান’? মানতে নারাজ কর্তৃপক্ষ ISL অভিযানের আগেই ‘ফেভারিট’ খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন ইস্টবেঙ্গলের হাসপাতালের নিরাপত্তায় নজর নবান্নের, নজরে আন্দোলনে অনড়রাও অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট 'তাদের শিবির থেকেই অডিয়ো লিক...', কলতানের গ্রেফতারির পর ফের সরব কুণাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.