বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > দেশের ম্যাচে অন্য কোনও পতাকা কেন থাকবে- নাম না করেই কি সুনীলদের ঠুকলেন ইগর স্টিমাচ!

দেশের ম্যাচে অন্য কোনও পতাকা কেন থাকবে- নাম না করেই কি সুনীলদের ঠুকলেন ইগর স্টিমাচ!

ইগর স্টিমাচ ও সুনীল ছেত্রী (ছবি-টুইটার)

নাম না করে সুনীল ছেত্রীর ক্লাব বেঙ্গালুরু এফসিকে ঠুকলেন ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিমাচ। তাঁর বক্তব্য দেশের ম্যাচে অন্য কোনও পতাকা থাকা উচিত নয়। অন্য ক্লাব দলের পতাকা দেশের খেলায় দেখতে চান না স্টিমাচ।

নাম না করে সুনীল ছেত্রীর ক্লাব বেঙ্গালুরু এফসিকে ঠুকলেন ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিমাচ। তাঁর বক্তব্য দেশের ম্যাচে অন্য কোনও পতাকা থাকা উচিত নয়। অন্য ক্লাব দলের পতাকা দেশের খেলায় দেখতে চান না স্টিমাচ। তাঁর মতে দেশের খেলায় অন্য কোনও পতাকা থাকা উচিতই নয়। তাঁর মতে ভারতের ম্যাচে ক্লাবের রং থাকতে পারে না। তিনি যে নাম না করে এই বক্তব্যের মাধ্যমে বেঙ্গালুরু এফসিকেই ঠুকেছেন তাতে নিশ্চিত সকলেই।

আসলে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মাঠে বেঙ্গালুরু এফসির বড় বড় পতাকা দেখা গিয়েছিল। সেই ম্যাচের মাধ্যমে সুনীল ছেত্রী বুঝিয়ে ছিলেন যে তিনি এখন বেঙ্গালুরু এফসিতেই খেলবেন। আসলে দল বদলের খবর দেওয়ার জন্য তিনি এই মঞ্চটিকেই বেছে নিয়েছিলেন। আর এটাই মানতে পারছেন না ইগর স্টিমাচ। তাঁর বক্তব্য এটা যখন দেশের খেলা, তখন দেশের আবেকটাই থাক, ক্লাবের আবেগ এখানে না আসাই উচিত।

আসলে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন হয়েছিল বেঙ্গালুরুতে। ফলে সেই ম্যাচে বেঙ্গালুরু এফসির সমর্থকরা ভিড় জমিয়েছিলেন। কেউ কেউ জাতীয় দলের জার্সি পরেছিলেন, আবার কেউ কেউ ক্লাবের জার্সি পরে মাঠে এসেছিলেন। এই ম্যাচে মাঠে দেখা গিয়েছিল বেঙ্গালুরু এফসি ক্লাবের পতাকা। এটাকে ভালোভাবে নেননি ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। রেভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিম্য়াচ বলেন, ‘দেশের ম্যাচে অন্য কোনও পতাকা কেন থাকবে, অন্য ক্লাব দলের পতাকা দেশের খেলায় চাই না। সেখানে অন্য কোনও পতাকা থাকা উচিতই নয়। তুমি কোথা থেকে এসেছ সেটা জানাতে পার, তবে ভারতের ম্যাচে ক্লাবের রং থাকতে পারে না।’

সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত। ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার পর সাফ চ্য়াম্পিয়নশিপ জিতে টিম ইন্ডিয়া মানসিক দিক থেকে অনেক চাঙ্গা হয়েছে। আসলে অনেকে মনে করেন ইগর স্টিম্যাচ এবার জাতীয় দলকে একসূত্রে বাঁধতে চাইছেন। এই ম্যাচে বেঙ্গালুরু এফসির জার্সি ও পতাকা ছাড়াও মোহনবাগানের পতাকা দেখা গিয়েছিল ভারতের ম্যাচে। ইগর স্টিমাচ নেতৃত্বে ভারতীয় দল এখন জয়ের পথে রয়েছে। তবে এর মাঝেই বিতর্কের ঝড় তুলেছিলেন স্টিমাচ।

কিছুদিন আগে ভারতীয় ফুটবল দলের কোচ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি AIFF-এর সঙ্গে নিজের পরিকল্পনা শেয়ার করেন। এই জন্য তিনি একটি প্রেজেন্টেশন বানিয়েছেন। AIFF-এর সঙ্গে বৈঠকে সেটা তিনি শেয়ার করবেন। তিনি জানান, তাঁর প্রস্তাব মানা না হলে তিনি সরে দাঁড়াবেন টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে। স্টিমাচ বলেছিলেন তিনি টাকার জন্য সুনীলদের কোচিং করাচ্ছেন না। তাঁক কাছে নাকি অন্য দলের প্রস্তাব ছিল, তাঁর কাছে নাকি অনেক টাকার প্রস্তাব ছিল। তিনি নাকি ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এখানে এসেছেন। যদি এই মুহূর্তে তাঁর পরিকল্পনা মানা না হয়, তাহলে তিনি কোচিং ছাড়তে ভাববেন না। একমাসের মধ্যেই দায়িত্ব ছেড়ে দেবেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নদীর পাশের এলাকায় নিষিদ্ধ হোক মদ এবং মাংস খাওয়া! নর্মতা বাঁচাতে বলছেন মোহন যাদব সন্তান লাভ ও দীর্ঘায়ু কামনায় হয় জীবিতপুত্রিকা ব্রত, জেনে নিন এই ব্রতর গুরুত্ব বিশ্বকর্মা পুজোয় করুন এই কাজ, ঘরে আসবে সুখ শান্তি, আর্থিক সমস্যা হবে দূর চলমান বিতর্কের মাঝেই পদত্যাগের ঘোষণা মুখ্যমন্ত্রীর, শুরু জোর চর্চা গুরুতর অসুস্থ হয়েছেন ‘ভুল চিকিৎসায়’, ভারতের ডাক্তারদের দিকে আঙুল তুললেন তসলিমা 'আমাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল', জল্পনা উস্কে বড় দাবি গডকরির এম বিশ্বেশ্বরায় কে ছিলেন? কেন তাঁর জন্মদিনে পালন করা হয় ইঞ্জিনিয়ারস দিবস রিঙ্কু-সরফরাজ সহ ৮ উইকেট শিকার! মোহান্তি-দিন্দার ক্লাবে জায়গা পাওয়া বোলারটি কে? মুষলধারে বৃষ্টিতে মিরাটে বাড়ি ধসে মৃত ৯, ধ্বংসাবশেষে ১ জনের আটকে পড়ার আশঙ্কা বন্দে ভারতে পাথর ছুড়ে গ্রেফতার পাঁচ কীর্তিমান!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.