বাংলা নিউজ > ময়দান > ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্ট বাতিলের ৩ কারণ খুঁজে পেলেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক

ইংল্যান্ড-ভারতের পঞ্চম টেস্ট বাতিলের ৩ কারণ খুঁজে পেলেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক

মাইকেল আথার্টন(ছবি:টুইটার)

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথার্টন আবার সকলকে ছাপিয়ে গিয়ে আরও একটি কারণ ব্যাখ্যা করলেন। তাঁর মতে, বর্তমানে ক্রিকেটাদের ক্ষমতা অনেক বেশি। সেই কারণেই বাতিল করা হয়েছে সিরিজের শেষ টেস্ট।

সরকারিভাবে বলা হচ্ছে করোনার কারণেই বাতিল করা হয়েছে ইংল্যান্ড বনাম ভারতের ম্যাঞ্চেস্টার টেস্ট। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পারস্পরিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছিল। আর সিরিজের শেষ টেস্ট বাতিল করার পরেই হতাশায় ডুবে গিয়েছে ক্রিকেট মহল। এমন অবস্থায় বিশেষজ্ঞরা টেস্ট বাতিল করার আরও কারণ খোঁজার চেষ্টা করছেন। অনেকেই জানাচ্ছেন আইপিএল-এর কারণেই বাতিল করা হয়েছে ইংল্যান্ড বনাম ভারতের ম্যাঞ্চেস্টার টেস্ট। যার কারণ হিসাবে তারা নিজেদের ব্যাখ্যা তুলে ধরছেন। 

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথার্টন আবার সকলকে ছাপিয়ে গিয়ে তিনটি কারণ ব্যাখ্যা করলেন। তাঁর মতে, বর্তমানে ক্রিকেটাদের ক্ষমতা অনেক বেশি। সেই কারণেই বাতিল করা হয়েছে সিরিজের শেষ টেস্ট। যদি ক্রিকেটারদের ক্ষমতা না থাকত তাহলে কখনই সিরিজ বাতিল করা হত না। কারণ তখন ভারতীয় ক্রিকেটাদের কথাকে বেশি গুরুত্ব দেওয়া হতনা এবং  ল্যাঙ্কাশায়ার ক্লাব এবং ৮৫০০০জন দর্শকের কথা ভাবা হত। তাঁর মতে ভারতীয় খেলোয়াড়রা খেলতে চাইনি বলেই সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখানে ক্রিকেটারদের ক্ষমতা এতটাই ছিল যে বোর্ডও তাদের কথা ফেলতে পারেনি। এভাবেই নিজের তত্ত্ব বিশ্লেষণ করলেন মাইকেল আথার্টন। 

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জানান, ‘কোভিড ১৯,  খেলোয়াড়দের ক্ষমতা এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এই তিন মিলে ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্টকে বাতিল করেছে।  ল্যাঙ্কাশায়ার ক্লাব এবং ৮৫০০০ বা তার বেশি সমর্থক যারা প্রথম চার দিন উপস্থিত থাকার জন্য টিকিট কিনেছিলেন তাদের সকলকে অবাক করেছে। ম্যাচটি বাতিল হওয়ায় গভীর হতবাক এবং হতাশার অনুভূতি ছিল।  ভারত যেখানে সিরিজের ২-১ এ দাঁড়িয়েছিল সেখানে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় খেলোয়াড়দের অনিচ্ছুক হওয়ার পর, ইসিবি এবং বিসিসিআই-এর কর্মকর্তারা সারারাত ধরে আলোচনায় বসে ছিলেন। নানা পরিস্থিতির মধ্য দিয়ে পথ খোঁজার চেষ্টা চলছিল। ইসিবি তাদের নিরাপত্তা ও তাদের রক্ষার্থে সবরকম আশ্বাস দিয়েছিল। তবে খেলোয়াড়দের তরফ থেকে কোন সমাধান সূত্র আসছিল না। এই যুক্তিকে সামনে রেখে আথার্টন বোঝাতে চাইছিলেন যে আধুনিক ক্রিকেটে খেলোয়াড়রা অনেক বেশি প্রভাব বিস্তার। কারণ তাদের শক্তি বা ক্ষমতা অনেক বেশি। এর আগে কখনও খেলোয়াড়দের এমন শক্তি দেখা যায়নি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.