অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্ন হৃদরোগে আক্রান্ত হয়ে ৪ মার্চ মারা গিয়েছেন। এরপর ক্রিকেটের বহু কিংবদন্তি তার সাথে সম্পর্কিত কিছু অবিস্মরণীয় গল্প শেয়ার করেছেন। শেন ওয়ার্ন একজন বাইশ গজে জাদুকর ছিলেন। সামগ্রিকভাবে, এই শব্দটি তার জন্য পুরোপুরি খাপ খায়। শেন ওয়ার্ন ছিলেন পিওর এন্টারটেইনার। ক্রিকেট ভিড় টানার খেলোয়াড় ছিলেন ওয়ার্ন। এমনি এমনি তাকে কেউ স্পিনের রাজা বলেন না।
সত্যি বলতে কি, শেন ওয়ার্নও নিজের মুখোমুখি হতে চাননি। সে কত ভালো ছিল বহু ক্ষেত্রে তার প্রমাণ পাওয়া যায়। অস্ট্রেলিয়ার অন্যান্য খেলোয়াড়দের মতো তিনি প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের স্লেজিং করতেন না। কিন্তু তিনি ব্যাটসম্যানদের আউট করার জন্য ভিন্ন কিছু চেষ্টা করতেন। ১৯৯৯ সালে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অ্যাডেলেট টেস্টে এ রকমই ঘটনা ঘটেছিল।
প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ইয়ান চ্যাপেল এমন একটি ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন অ্যাডিলেড ওভালে ভারতের বিরুদ্ধে খেলছিল অস্ট্রেলিয়া। ভারতীয় ব্যাটসম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তখন শেন ওয়ার্ন রাউন্ড দ্য উইকেট বল করতে আসেন। সেই সময় নন-স্ট্রাইকে ছিলেন সচিন তেন্ডুলকর। এই সময় ওয়ার্ন ফুটমার্কে ৩-৪ বল করেছিলেন। কিন্তু সেই বল ফুটমার্কে পড়েনি এবং সৌরভ সেটি তার পায়ের সাহায্যে খেলেছিলেন।
শেন ওয়ার্নের উপর তৈরি ডকুমেন্টারিতে এই গল্পটি বলেছেন ইয়ান চ্যাপেল। তিনি বলেন, ‘শেন ওয়ার্ন এই ৩-৪ টি বল করার পরে সৌরভের কাছে আসেন। শেন ওয়ার্ন এরপরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বললেন, হ্যালো বন্ধু, এই চল্লিশ হাজার দর্শক তোমার ব্লক করা আর তোমার এই ভাবে পা দিয়ে বল থামিয়ে দেওয়া দেখতে আসেনি। তারা সচিন তেন্ডুলকরের শট দেখতে এসেছে। এক ওভারের পর, সৌরভ গঙ্গোপাধ্যায় তার বলে স্ট্রোক করতে ক্রিজ ছেড়ে যান এবং তিনি স্টাম্পড হন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।