বাংলা নিউজ > ময়দান > T20 Blast: এরকমভাবে কে আউট হয়! পাকিস্তানি ব্যাটারের কীর্তি দেখে হেসে খুন দুনিয়া- ভিডিয়ো

T20 Blast: এরকমভাবে কে আউট হয়! পাকিস্তানি ব্যাটারের কীর্তি দেখে হেসে খুন দুনিয়া- ভিডিয়ো

স্টাম্প আউট হওয়ার মুহূর্ত। ছবি- টুইটার 

টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নান্টে মজার ঘটনা ঘটল। বার্মিংহাম বনাম ডার্বিশায়ারের বিরুদ্ধে স্টাম্প আউট হন হায়দার আলি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

ইংল্যান্ডে এক দিকে চলছে ক্রিকেটের সবচেয়ে পুরনো খেলা টেস্ট। আবার ইংল্যান্ডের অন্য প্রান্তে চলছে টি-টোয়েন্টি ব্লাস্ট লিগ। টি-টোয়েন্টি লিগ মানেই ঘটনার ঘনঘটা। এই টুর্নামেন্টও সেই দিক থেকে পিছিয়ে নেই। এর আগে এই টুরামেন্টে পাকিস্তানি বোলার সাহিন আফ্রিদি এক ওভারে চারটি ছয় মেরে শিরোনামে আসেন। এইবার ফের শিরোনামে উঠে এলেন আরও এক পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলি। তবে তিনি শিরোনামে এলেন আশ্চর্যজনকভাবে স্টাম্প আউট হওয়ার জন্য।

এই লিগের একটি ম্যাচে মুখোমুখি হয় বার্মিংহাম এবং ডার্বিশায়ার। এই বছর এই জনপ্রিয় টুর্নামেন্টে ডার্বিশায়ারের হয়ে খেলছেন হায়দার। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বার্মিংহাম নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ডার্বিশায়ার ২০৩রানে ৯ উইকেটে হারিয়ে তাদের ইনিংস থেমে যায়। মাত্র পাঁচ রানের ব্যবধানে ম্যাচ হারেন তারা।

ব্যাট করতে নেমে এই পাকিস্তানি মিডিল অর্ডার ব্যাটার বেশ ভালোই খেলছিলেন। হায়দারের ব্যক্তিগত ৪৮ রানের মাথায় ইনিংস এর ১১ তম ওভারে বল করতে আসেন বার্মিংহামের ড্যানি ব্রিগস। ড্যানি নিজের ওভারের দ্বিতীয় বলে একটি ফুল লেন্থ ডেলিভারি করেন। বলটি খেলতে ব্যর্থ হন হায়দার। তিনি ক্রিজ থেকে সামান্য বেরিয়ে আসেন তবে উইকেট কিপার বল উইকেটে লাগানোর আগেই ঢুকে পড়েন। এরপরেই ঘটে বিরল ঘটনা। ক্রিজে ঢুকে পড়েও ফের রান নেওয়ার জন্য দৌড়তে যান আলি। উইকেট কিপারের হাতে বল থাকায় তিনি বেল ফেলে দেন। লেগ আম্পায়ার তাঁকে আউট দেন। এই ঘটনায় আলিকে কিছুটা বিব্রত দেখায়। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমন হাস্যকর ভঙ্গিতে আউট হওয়ার জন্য হায়দারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়।

পাকিস্তানের হয়ে সাধারণত মিডিল অর্ডারে ব্যাট করলেও এই ডানহাতি ব্যাটার ডার্বিশায়ারের হয়ে ওপেন করেন এই ম্যাচে। লুইস রিসের সঙ্গে জুটি বেঁধে নিজেদের লক্ষ্যমাত্রার দিকে ভালোভাবেই এগোচ্ছিলেন তারা। তবে হায়দারের এই আশ্চর্যজনকভাবে আউট হন তখন দলের রান ৯৫। হাতে রয়েছে নয় উইকেট। কিন্তু তিনি আউট হওয়ার পর রানের গতি কিছুটা স্লথ হয়ে পড়ে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার কাছে পৌঁছলেও অল্প রানের ব্যবধানে ম্যাচ হারে ডার্বিশায়ার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন