গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়ামকে হারিয়ে হকি বিশ্বকাপের ট্রফি পুনরুদ্ধার করল জার্মানি। রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতায় দাঁড়িয়ে যাওয়ার পরে শুট-আউটে বাজিমাত করে জার্মানি। টাই-ব্রেকারে ৫-৪ গোলে জিতে শেষ হাসি হাসে তারা।
এই নিয়ে তৃতীয়বার হকির বিশ্বকাপ ঘরে তুলল জার্মানি। তারা ২০০২ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়। মাঝে ২০০৬ সালেও অস্ট্রেলিয়াকে হারিয়েই দ্বিতীয়বার খেতাব জেতে জার্মানি। এই নিয়ে মোট ৫ বার তারা ফাইনালে ওঠে। ১৯৮২ ও ২০১০ সালে খেতাবি লড়াইয়ে যথাক্রমে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় তাদের। এবার যদিও খেতাবি লড়াইয়ে কোনও ভুল করেনি তারা।
জার্মানি বনাম বেলজিয়াম ফাইনাল ম্যাচের গতিপ্রকৃতি:-
প্রথম কোয়ার্টার: ম্যাচের প্রথম কোয়ার্টারে জোড়া গোলে পিছিয়ে পড়ে জার্মানি। ৯ মিনিটে ফ্লোরেন্টের ফিল্ড গোলে ১-০ লিড নেয় বেলজিয়াম। ১০ মিনিটের মাথায় কসিন্সের ফিল্ড গোলে বেলজিয়াম ব্যবধান বাড়িয়ে ২-০ করে।
দ্বিতীয় কোয়ার্টার: দ্বিতীয় কোয়ার্টারে ১টি গোল শোধ করে জার্মানি। ২৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোর-লাইন ২-১ করেন নিকলাস ওয়েলেন। সুতরাং ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম।
তৃতীয় কোয়ার্টার: তৃতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে ম্যাচে সমতা ফেরায় জার্মানি। ৪০ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোর-লাইন ২-২ করেন গঞ্জালো।
চতুর্থ কোয়ার্টার: চতুর্থ তথা শেষ কোয়ার্টারে উভয় দলই ১টি করে গোল করে। ৪৭ মিনিটে ম্যাটসের ফিল্ড গোলে জার্মানি ৩-২ গোলে এগিয়ে যায়। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বেলজিয়ামের হয়ে ম্যাচের সমতাসূচক গোলটি করেন টম বুন। ম্যাচ ৩-৩ গোলের সমতায় দাঁড়িয়ে যাওয়ায় নিষ্পত্তির জন্য গড়ায় শুট-আউটে।
আরও পড়ুন:- U19 Women's WC: বিশ্বজয় করা শেফালিদের জন্য মোটা টাকার পুরস্কার ঘোষণা করল BCCI
শুট-আউটের গতিপ্রকৃতি:-
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।