শুধু উপমহাদেশের ক্রিকেটপ্রেমীরাই নন, বরং ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সমর্থকরা ছাড়া সম্ভবত সারা ক্রিকেটবিশ্বই চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই দেখতে চাইছে। সঙ্গত কারণেই জোস বাটলার তেমনটা চান না মোটেও। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের আগে সাংবাদিক সম্মলনে ব্রিটিশ দলনায়ক স্পষ্ট জানালেন, তাঁরা এটা নিশ্চিত করার চেষ্টা করবেন যে, ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই যেন না হয়।
পাকিস্তান যদি সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় এবং ভারত যদি শেষ চারের লড়াইয়ে ইংল্যান্ডকে পরাজিত করে, তবে বিশ্বকাপের ফাইনালে দুই প্রতিবেশী দেশের হাই-ভোল্টেজ লড়াই দেখা যাবে। ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ শুধু ক্রিকেটপ্রেমীদের কাছেই উপভোগ্য বিষয় এমনটা নয়, বরং আইসিসি তথা আয়োজকদের কাছেও বাণিজ্যিক দিক দিয়ে লাভজনক। সেকারণেই বাটলারের কাছে জানতে চাওয়া হয় যে, ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা ভেস্তে দেওয়ার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী।
জবাবে বাটলার বলেন, ‘আমরা অবশ্যই ভারত-পাকিস্তানকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চাইব না। সুতরাং, এটা নিশ্চিত করার চেষ্টা করব যাতে ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ না হয়।’
সেমিফাইনালের আগে ডেভিড মালান ও মার্ক উডের ফিটনেস নিয়ে নিশ্চিত কোনও ধারণা দিতে পারলেন না বাটলার। শুধু জানালেন যে, দুই তারকাকে ফিটনেস প্রমাণ করার জন্য বাড়তি সময় দিতে চায় টিম ম্য়ানেজমেন্ট। সুতরাং, ম্যাচের দিনই স্থির করা হবে দুই তারকা সেমিফাইনালে খেলতে নামার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা।
সূর্যকুমার যাদব সম্ভব চলতি বিশ্বকাপে সেরা ব্যাটিং করছেন বলে মন্তব্য করার পাশাপাশি বাটলার এটাও জানিয়ে দেন যে, একা তাঁকে নিয়েই ভাবতে রাজি নয় ইংল্যান্ড। বরং ভারতীয় দলে সূর্যকুমার ছাড়াও আরও অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা ম্যাচের রং বদলে দিতে পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।