কারও পৌষমাস, তো কারও সর্বনাশ! ২৩ অক্টোবর মেলবোর্নে ভারত-পাকিস্তানের মধ্যে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সব ক্রিকেট ভক্তরা এই ম্যাচটির অপেক্ষায় রয়েছে। তার আগে সর্বনাশ হয়েছে পাকিস্তান ক্রিকেট টিমের। এবং পৌষমাস হয়েছে ভারতের। কারণটা জানেন কি?
চোট সারেনি। এখনও পুরো ফিট না থাকায় ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তানের তারকা প্লেয়ার ফখর জামান। যে কারণে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। বাবর আজম জানিয়ে দিয়েছেন, ফখরকে পাওয়া যাবে না। কারণ তিনি পুরো ফিট নন।
টিম ইন্ডিয়া বর্তমানে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্য়াচের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছে। ২৩ অক্টোবর (রবিবার) পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এ দিকে ভারতের বিপক্ষে প্লেয়িং একাদশ নিয়ে কথা বলতে গিয়ে বাবর আজম ফখর জামান সম্পর্কে আপডেট দেন।
বাবর দাবি করেছেন, ‘ফখর জামানের রিহ্যাব ভালো ভাবে চলছে। তবে তিনি পুরোপুরি ফিট নন এবং ভারতের বিপক্ষে ম্যাচের জন্য পাওয়া যাবে না।’ তবে ফখরকে পাওয়া না গেলেও বাবর জানিয়েছেন, শান মাসুদকে পাওয়া যেতে পারে। পাক অধিনায়ক বলেছেন, ‘শান মাসুদ ভালো আছেন এবং চোট থেকে সেরে উঠেছেন। প্রয়োজনে তিনি আগামীকালের (ভারতের বিরুদ্ধে ম্যাচ) ম্যাচের জন্য প্রস্তুত, কিন্তু আমরা এখনও আমাদের চূড়ান্ত স্কোয়াড বাছাই করিনি।’
আরও পড়ুন: আর কত বিশ্রাম চাই ওদের?- কোহলিদের উপর রেগে কাঁই গাভাসকর, কারণ জানলে রাগবেন আপনিও
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত মাসে জানিয়েছিল যে, দুবাইয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ফিল্ডিং করার সময় ফখর জামান চোট পেয়েছিলেন। তার ডান হাঁটুতে গুরুতর চোট লেগেছিল। এবং এখনও সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। জামানের জায়গায় ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলবেন সম্ভবত বাঁ-হাতি ব্যাটসম্যান শান মাসুদ। মাসুদকে ফিট ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল গত বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল। এর পর ফের তারা ২বার এশিয়া কাপে মুখোমুখি হয়েছে। যেখান গ্রুপ লিগে পাকিস্তানকে হারিয়েছে ভারত। সুপার ফোরে আবার পাক ব্রিগেডের কাছে হারতে হয়েছে রোহিত শর্মাদের। এমন পরিস্থিতিতে রবিবারের হাইভোল্টেজ ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে দুই দলের মধ্যে।