শুভব্রত মুখার্জি: টি-২০ বিশ্বকাপে রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে পাকিস্তান বিশ্বকাপে তাদের প্রথম জয় পেয়েছে। স্বাভাবিক ভাবেই সেই জয়ের পরে পাকিস্তানে যখন উৎসবের মেজাজ, ভারত তখন হতাশ। সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু ভারতীয় প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীরদের টুইটে যথেষ্ট ব্যথিত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাট।
উল্লেখ্য রবিবার ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তার পরেই ভারতের বিভিন্ন জায়গায় বাজি ফাটিয়ে উৎসব করতে দেখা যায় পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের। টুইটে গম্ভীর, বীরু সেই সব মানুষদের একহাত নেন। ভারতের দাঁড়িয়ে পাকিস্তানের জয় উদযাপন করার জন্য। নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে নিজের দুঃখের কথা জানান সলমন বাট।
বাট বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটারদের কখনও এই ভাবে অভিব্যক্তি ব্যক্ত করা ঠিক নয়। ওঁরা দীর্ঘ দিন এই খেলাটা বিশ্ব পর্যায়ে খেলেছেন। যথেষ্ট খ্যাতি রয়েছে দু'জনের। এই ধরনের মানুষদের কাছ থেকে সবাই আশা করেন, এঁরা সাধারণ মানুষদের বোঝাবেন। তাঁরাই যদি এই ভাবে আচরণ করেন, তাহলে মানুষ তো চিন্তাতে পড়ে যাবে, কোনটা ঠিক কোনটা ভুল। এই মাপের ক্রিকেটাররা কী লিখছেন বা না লিখছেন. তার উপর যত্নবান হওয়া উচিত। তাঁদের একাধিক ফলোয়ার রয়েছে। মানুষরা তাঁদের কথা শোনেন। তাঁদের কথার একটা এফেক্ট রয়েছে মানুষের উপর। তাঁদের এমন ভাবে কথা বলা উচিত নয়, যা তাঁদের মানায় না। তাঁদের এই আচরণে আমি ব্যথিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।