বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 wc 2022: India-Pakistan ম্যাচের বসে দেখার টিকিট শেষ, দাঁড়িয়ে দেখতে হবে খেলা

T20 wc 2022: India-Pakistan ম্যাচের বসে দেখার টিকিট শেষ, দাঁড়িয়ে দেখতে হবে খেলা

ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সমস্ত টিকিট পাঁচ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকদের ভারত বনাম পাকিস্তান গ্রুপ-পর্যায়ের লড়াইয়ের জন্য ‘স্ট্যান্ডিং-রুম-অনলি’ টিকিটের ব্যবস্থা করতে হয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই টানটান উত্তেজনা। আকাশছোঁয়া উন্মাদনা। আসলে দু'দলের মধ্যে দ্বিপাক্ষিক সফরের অভাবের কারণে এই উন্মাদনা আরও বেড়েছে। মূলত আইসিসি টুর্নামেন্টের কোনও ম্যাচ এবং এশিয়া কাপ ছাড়া এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে না। যে কারণে পাকিস্তান এবং ভারতের মধ্যে যখনই কোনও ক্রিকেট ম্যাচ হয়, তখনই সেই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে উঠে যায়। এবং খুব তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে যায়। এই যেমন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সমস্ত টিকিট পাঁচ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার পরে, চাহিদা দেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকদের ভারত বনাম পাকিস্তান গ্রুপ-পর্যায়ের লড়াইয়ের জন্য ‘স্ট্যান্ডিং-রুম-অনলি’ টিকিটের ব্যবস্থা করতে হয়েছে।

আরও পড়ুন: স্পিনের বিরুদ্ধে সমস্যা মিটল? নেটে চাহালদের পেটালেন বিরাট- ভিডিয়ো

'স্ট্যান্ডিং-রুম-অনলি' টিকিট বিতরণ

আয়োজকরা বলেছেন যে, ২৩ অক্টোবর ব্লকবাস্টারের জন্য অতিরিক্ত চার হাজার টিকিট বিক্রি করা হবে। দাম প্রায় ১৭০০ টাকা। যেখানে দর্শকদের জন্য দাঁড়িয়ে থাকাই একমাত্র বিকল্প। ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। কিন্তু আরও মানুষকে খেলা দেখার সুযোগ করে দিতে চায় আইসিসি। সেই কারণে মেলবোর্নের মাঠে দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থা করছে তারা। মোট চার হাজার টিকিট ছাড়া হবে।

অস্ট্রেলিয়ান নিয়মে, ক্রিকেট ম্যাচের জন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ধারণ ক্ষমতা ৯০ হাজারের বেশি এবং ফুটবল ম্যাচের জন্য এক লক্ষ হয়ে যায়। আয়োজকেরা বলেছেন, ‘এই টিকিট আরও ছাড়া হচ্ছে এই কারণে, যাতে যতটা সম্ভব বেশি ভক্তরা উপস্থিত থাকতে পারেন।’

২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনার ম্যাচ

এ বার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের জন্য আয়োজকরা অনলাইনে টিকিট বুকিং শুরু করলেই সবাই অবাক হয়ে যায়। ম্যাচের সমস্ত অনলাইন টিকিট মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায়। এমন উন্মাদনা খুব কমই ম্যাচকে ঘিরে দেখা যায়। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভক্তদের উৎসাহ আসলে সব সময়েই তুঙ্গে থাকে।

আরও পড়ুন: কোহলির সঙ্গে বাবর-ওয়ার্নার-উইলিয়ামসন-রুটের তুলনা আমাকে হতবাক করেছে-রবি শাস্ত্রী

বিশ্বকাপের ম্যাচটি দেখার প্রত্যাশায় ৮ লাখ ভক্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজনে আশাবাদী আইসিসি। বিশ্বকাপের ম্যাচ দেখতে আট লাখেরও বেশি ভক্ত স্টেডিয়ামে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছে আইসিসি। নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। ৮ লাখেরও বেশি ভক্তরা প্রথম বারের মতো অস্ট্রেলিয়ায় পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট দেখবে বলে আশা করা হচ্ছে। টুর্নামেন্টের অন্যান্য সমস্ত ম্যাচের টিকিট কাটার ক্ষেত্রে ভক্তদের জন্য এখনও প্রচুর সুযোগ রয়েছে।

আইসিসির প্রতিক্রিয়া

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর স্থানীয় আয়োজক কমিটির সিইও মিশেল এনরাইট বলেছেন, ‘সমর্থকদের প্রতিক্রিয়া দুরন্ত। আমরা এর জন্য গর্বিত। টিকিট বিক্রি আমাদের প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে। আমরা এখন ইভেন্টের দিকে মনোনিবেশ করছি। এটি অনেক বেশি সফল করে তুলতে চাই।’

বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭টি ভেন্যুতে

১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে। মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড, জিলং, হোবার্ট এবং পার্থসহ সাতটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে মোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন