সংযুক্ত আরব আমিরশাহির স্পিনার কার্তিক মিয়াপ্পান ইতিহাস গড়ে ফেললেন। ময়াপ্পান সংযুক্ত আরব আমিরশাহির প্রথম বোলার, যিনি টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন। জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’ কোয়ালিফায়ার ম্যাচে তিন বলে টানা তিনটি উইকেট নিয়ে তিনি তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন। টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করা বিশ্বের পঞ্চম বোলার হয়েছেন ময়াপ্পান। এটি ২২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।
তামিলনাড়ুর চেন্নাইতে জন্মগ্রহণকারী ২২ বছর বয়সী তরুণ স্পিনার শ্রীলঙ্কার ইনিংসের ১৫তম ওভারে তাঁর হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। ১৫তম ওভারের চতুর্থ বলে ভানুকা রাজাপক্ষেকে (৫) ফেরান তিনি। পরের বলে চরিথ আসলাঙ্কাকে (০) আউট করেন। এবং তার পরের বলেই অধিনায়ক দাসুন শনাকাকে (০) ফেরান। পরপর তিন বলে লঙ্কার তিন তারকাকে প্যাভিলিয়নে পাঠিয়ে হ্যাটট্রিক করেন কার্তিক মিয়াপ্পান। পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন তিনি।
টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার পাথুম নিশঙ্কা এবং কুশল মেন্ডিস শুরুটা খারাপ করেননি। ২৮ বলে তাঁরা ৪২ রানের পার্টনারশিপ করে ফেলেছিলেন। কিন্তু ১৮ রান করে আউট হয়ে যান কুশল মেন্ডিস। তবে তিনে ধনঞ্জয় ডি'সিলভা ব্যাট কতে নেমে হাল ধরে। নিশঙ্কা এবং ধনঞ্জয় মিলে আবার ৫০ রানের পার্টনারশিপ করেন। ২১ বলে ৩৩ করে আউট হন ধনঞ্জয়। তবে হাল ধরে থাকেন পাথুম নিশঙ্কা।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশ কেমন হওয়া উচিত-পরামর্শ দিলেন সচিন
কিন্তু এর পর আর কোনও ব্যাটারই থিতু হতে পারেননি। বিশেষ করে ১৫তম ওভারে সংযুক্ত আরব আমিরশাহির কার্তিক হ্যাটট্রিক করায় চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ভাগ্যিস ৬০ বলে ৭৪ করেছিলেন পাথুম। তা না হলে শ্রীলঙ্কার স্কোর ১৫০ রানের গণ্ডি টপকাতে পারত না। কারণ দলের প্রথম তিন ব্যাটার ছাড়া বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। যার নিট ফল, ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান করে শ্রীলঙ্কা।
সংযুক্ত আরব আমিরশাহির হয়ে ৩ উইকেট নেন মায়াপ্পন, ২ উইকেট নেন জাহুর খান, ১টি করে উইকেট নেন আয়ান আফজাল খান এবং আরিয়ান লাকরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।