বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC Points Table: আইরিশদের কাছে পিছিয়ে পড়লেও ইংল্যান্ডের হারে সুবিধা হল অস্ট্রেলিয়ার, খুশি এশিয়াজয়ী শ্রীলঙ্কাও

T20 WC Points Table: আইরিশদের কাছে পিছিয়ে পড়লেও ইংল্যান্ডের হারে সুবিধা হল অস্ট্রেলিয়ার, খুশি এশিয়াজয়ী শ্রীলঙ্কাও

হতাশ বাটলার। ছবি- এপি (AP)

T20 World Cup 2022 Group-1 Standings: বুধবারের ২টি ম্যাচের ফলাফলে খুশি হওয়ার অবকাশ নেই নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের।

চলতি টি-২০ বিশ্বকাপে বুধবারের ২টি ম্যাচের ফলাফলের নিরিখে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ছাড়া গ্রুপ-১'এর বাকি চারটি দলই খুশি হবে নিশ্চিত। প্রথমত, আয়ারল্যান্ড ভালো খেললেও ইংল্যান্ডের হারে বৃষ্টির ভূমিকা অস্বীকার করা যায় না। শেষ বল পর্যন্ত ম্যাচ হলে ছবিটা অন্যরকম হতেও পারত। তাই আয়ারল্যান্ডের কাছে হেরে মোটেও খুশি হবেন না জোস বাটলাররা।

দ্বিতীয়ত, তুলনায় দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ২ পয়েন্ট সংগ্রহের আশায় আক্ষরিক অর্থেই জল ঢেলে দেয় প্রকৃতি। ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় ১ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয় কিউয়িদের। ২ পয়েন্টে চোখ ছিল যাদের, তারা ১ পয়েন্ট নিয়ে কেনই বা খুশি হবে!

অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করায় শুধু খুশি বলা ভুল হবে, বরং উচ্ছ্বসিত আয়ারল্যান্ড। শক্তিশালী নিউজিল্যান্ডের কাছ থেকে ১ পয়েন্ট কেটে নেওয়া আফগানিস্তানের কাছে ইতিবাচক দিক হিসেবেই বিবেচিত হবে।

তবে ইতিমধ্যেই ১টি করে ম্যাচ হেরে বসা অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইংল্যান্ডের হারে ও নিউজিল্যান্ড পুরো পয়েন্ট না পাওয়ায়। ইংল্যান্ড জিতলে এবং নিউজিল্যান্ড পুরো ২ পয়েন্ট ঘরে তুললে সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে পড়তে হতো অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে। সেক্ষেত্রে তাদের শেষ চারে যাওয়ার আশা কমত সন্দেহ নেই।

আরও পড়ুন:- IND vs PAK: ধোনির বিশ্বকাপ জেতানো ছক্কার সঙ্গে হ্যারিসকে মারা কোহলির ছক্কার তুলনা করলেন কপিল

গ্রুপ-১ এর পয়েন্ট টেবিল:-

ক্রমিক নংদলম্যাচজয়হারপরিত্যক্তপয়েন্টনেট রান-রেট
নিউজিল্যান্ড+৪.৪৫০
শ্রীলঙ্কা+০.৪৫০
ইংল্যান্ড+০.২৩৯
আয়ারল্যান্ড-১.১৬৯
অস্ট্রেলিয়া-১.৫৫৫
আফগানিস্তান-০.৬২০

আরও পড়ুন:- ENG vs IRE: ইতিহাস ফেরাল আয়ারল্যান্ড, ১১ বছর পরে বিশ্বকাপে ফের ইংল্যান্ডকে হারালেন জায়ান্ট কিলার আইরিশরা

আপাতত নিউজিল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-১'এর শীর্ষে রয়েছে। চারটি দলের সংগ্রহ রয়েছে ২ পয়েন্ট করে। তবে নেট রান-রেটের নিরিখে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে আফগানিস্তান।

বন্ধ করুন