২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে রবিবার অর্থাৎ ১৬ অক্টোবর থেকে। এই মেগা ইভেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে এবং আইসিসি সব দলের সম্ভাব্য একাদশ ঘোষণা করেছে।
ভারতীয় দলের ক্ষেত্রে আইসিসি তারকা ফাস্ট বোলার মহম্মদ শামির সঙ্গে এই একাদশে রবিচন্দ্রন অশ্বিন এবং ঋষভ পন্তকে অন্তর্ভুক্ত করেনি। তারা অক্ষর প্যাটেল এবং যুজবেন্দ্র চাহালকে দুই স্পিনার হিসেবে দলে রেখেছে। এ ছাড়াও, আইসিসি এই একাদশে ঋষভ পন্তের পরিবর্তে দীনেশ কার্তিককে সুযোগ দিয়েছে। আসুন আমরা আপনাকে বলি যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত 23 অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে।
আইসিসি কর্তৃক নির্বাচিত ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন সম্পর্কে বলতে গেলে, রোহিত শর্মা এবং কেএল রাহুল ইনিংস শুরু করবেন, যেখানে বিরাট কোহলি তিন নম্বরে ব্যাট করবেন। আইসিসি সূর্যকুমার যাদবকে চার নম্বরে রেখেছে এবং তার পরে হার্দিক পান্ডিয়া ও দীনেশ কার্তিককে জায়গা দিয়েছে। ভারতের এই ব্যাটিং অর্ডার প্রায় ফিক্সড হলেও বোলিং নিয়ে কিছুটা দ্বিধা তো রয়েছেই।
জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে, রোহিত শর্মা কী ভাবে তাঁর দলের বোলিং আক্রমণকে শক্তিশালী করবেন তা সবচেয়ে বড় প্রশ্ন। বুমরাহের বদলি হিসেবে বেছে নেওয়া হয়েছে মহম্মদ শামিকে। আইসিসির সম্ভাব্য একাদশে অক্ষর প্যাটেল এবং যুজবেন্দ্র চাহালের দুই স্পিনার রয়েছে, যেখানে তারা পেস আক্রমণে ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং হার্ষাল প্যাটেলকে অন্তর্ভুক্ত করেছে। মহম্মদ শামিকে একাদশের বাইরে রেখেছে আইসিসি।
মহম্মদ শামি, ঋষভ পান্ত এবং আর অশ্বিন ছাড়াও দীপক হুডাকে ভারতীয় দলের সম্ভাব্য একাদশে রাখা হয়নি আইসিসি।
আইসিসি দ্বারা নির্বাচিত ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
এ ছাড়াও আইসিসি দ্বারা নির্বাচিত বাকি ১৫ দলের সম্ভাব্য একাদশ দেখে নিন এক নজরে-
আফগানিস্তান: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লা গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, উসমান গনি, নাজিবুল্লা জাদরান, মহম্মদ নবি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, নবীন উল হক, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
বাংলাদেশ: নিজামুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, শাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ হাসান, মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আরও পড়ুন: T20 WC-এ ভারতের এক্স-ফ্যাক্টর হবে ও-তারকা ব্যাটারকে নিয়ে বড় বাজি ধরছেন হিটম্যান
ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মইন আলি, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।
আয়ারল্যান্ড: পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্পফার, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি, জোশ লিটল।
নামিবিয়া: ডিভান লা কক, মাইকেল ভ্যান লিংজেন, জ্যান নিকোল লফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জ্যান ফ্রাইলঙ্ক, জেজে স্মিত, ডেভিড উইজ, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন (উইকেটরক্ষক), বার্নার্ড শোল্টজ, টাঙ্গেনি লুঙ্গেনি।
নেদারল্যান্ডস: স্টেফান মাইবার্গ, ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, টিম ভ্যান ডের গুগেন, শরিজ আহমেদ, ফ্রেড ক্ল্যাসেন, ব্র্যান্ডন গ্লোভার।
নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, মহম্মদ নওয়াজ, হায়দার আলি, আসিফ আলি, ইফতিখার আহমেদ, শাদাব খান, নাসিম শাহ, হরিশ রাউফ, শাহিন শাহ আফ্রিদি।
স্কটল্যান্ড: জর্জ মুন্সি, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), রিচার্ড বেরিংটন (অধিনায়ক), ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, ক্রিস গ্রিভস, ব্র্যাডলি হুইল, জোশ ডেভি, ক্রিস সোল।
দক্ষিণ আফ্রিকা: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), রিলি রোসোউ, এডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি।
শ্রীলঙ্কা: পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি'সিলভা, দানুষ্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থা চামেরা, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা।
সংযুক্ত আরব আমিরশাহী: মহম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, আরিয়ান লাকড়া, বৃত্তি অরবিন্দ (উইকেটরক্ষক), চুন্দাঙ্গাপয়িল রিজওয়ান (অধিনায়ক), বাসিল হামিদ, অয়ন আফজাল খান, জাওয়ার ফরিদ, কার্তিক মেইয়াপ্পান, জুনায়েদ সিদ্দিক, জহুর খান।
ওয়েস্ট ইন্ডিজ: কাইল মায়ার্স, এভিন লুইস, ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক, উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডেন স্মিথ, আকেল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।
জিম্বাবোয়ে: ক্রেগ এরভিন (অধিনায়ক), রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, টনি মুনিওঙ্গা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।