Daily Sports News Highlights: টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াই শুরু হয়েছে আজ থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-নামিবিয়া। যে ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে অঘটন ঘটিয়েছে নামিবিয়া। দ্বিতীয় ম্যাচে আবার ১ বল বাকি থাকতে সংযুক্ত আরব আমিরশাহিকে ৩ উইকেটে হারাল নেদারল্যান্ডস।
এ দিকে আইএসএলের ম্যাচে এটিকে মোহনবাগানের আজ জয়ে ফেরার লড়াই। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। কলকাতা লিগের ম্যাচে ভবানীপুরকে হারিয়ে শিরোপা জয়ের আরও কাছ পৌঁছে গেল মহমেডান। রবিবার ক্রিকেট, ফুটবল-সহ খেলাধুলো সংক্রান্ত যাবতীয় হাইলাইটসের জন্য দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগ।
এল ক্লাসিকো জিতল রিয়াল মাদ্রিদ
রবিবার এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ৩-১ গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ। এই জয়ের সুবাদে তারা ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে যায়। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে বার্সেলোনা।
বিস্তারিত পড়ুন:- Real Madrid beats Barcelona: ভালভার্দের আগুনে পুড়ে ছাই বার্সেলোনা, এল ক্লাসিকোয় জিতে লা লিগার শীর্ষে মাদ্রিদ
বড় জয় মোহনবাগানের
কেরালা ব্লাস্টার্স এফসিকে ৫-২ গোলে পরাজিত করল এটিকে-মোহনবাগান। অথচ ম্যাচের একেবারে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল সবুজ-মেরুন শিবির।
বিস্তারিত পড়ুন:- ISL 2022-23: পেত্রাতোসের হ্যাটট্রিকে কেরালাকে ৫ গোলের মালা পরাল এটিকে-মোহনবাগান
৫ গোল মোহনবাগানের
৯০+২ মিনিটে লিস্টন কোলাকোর পাস থেকে কেরালার জালে তৃতীয়বার বল জড়িয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন পেত্রাতোস। ম্যাচে মোহনবাগা ৫-২ গোলে এগিয়ে যায়।
৪-২ গোলে এগিয়ে গেল মোহনবাগান
৮৮ মিনিটের মাথায় দিমিত্রি পেত্রাতোসের পাস থেকে কেরালার জালে বল জড়ান লেনি রডরিগেজ। মোহনবাগান ৪-২ গোলে এগিয়ে যায় ম্যাচে।
ব্যবধান কমাল কেরালা
বিশালের ভুলে গোল খেল মোহনবাগান। ৮১ মিনিটে রাহুল কেপির নিরীহ শটে বল ধরতেই পারলেন না মোহনবাগান কিপার। তাঁর দু'পায়ের ফাঁক দিয়ে বল জড়িয়ে যায় মোহনবাগানের জালে। এখনও ম্যাচে ৩-২ গোলে এগিয়ে এটিকে।
৩-১ গোলে এগিয়ে মোহনবাগান
৬২ মিনিটে লিস্টন কোলাকোর পাস থেকে কেরালার জালে দ্বিতীয়বার বল জড়ান পেত্রাতোস। ম্যাচে ৩-১ গোলে এগিয়ে যায় এটিকে-মোহনবাগান। তিনি ২৬ মিনিটে মোহনবাগানের হয়ে প্রথম গোল করেছিলেন।
বিরতিতে ২-১ গোলে এগিয়ে মোহনবাগান
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের ম্যাচে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ে এটিকে মোহন-বাগান। ৬ মিনিটে কেরালার হয়ে গোল করেন ইভান। তবে প্রথমার্ধেই ম্যাচে শুধু সমতা ফেরায়নি এটিকে-মোহনবাগান, বরং ২-১ গোলে এগিয়ে যায়। ২৬ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে সমতাসূচক গোল করেন পেত্রাতোস। ৩৮ মিনিটের মাথায় কাউকোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহনবাগান।
ভবানীপুরকে ৩-০ হারাল মহমেডান
কলকাতা লিগে পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে নিল মহমেডান। রবিবার নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুরকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিল তারা। জোড়া গোল করলেন মার্কাস জোসেফ। অপর গোলটি ওসমানে এনদিয়ায়ের। দু’ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে কলকাতা লিগের শীর্ষে রয়েছে সাদা-কালো ব্রিগেড।
সংযুক্ত আরব আমিরশাহী ৩ উইকেটে হারাল নেদারল্যান্ড
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ১ বল বাকি থাকতে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিল নেদারল্যান্ডস। তবে জয়টা কিন্তু সহজে আসেনি। সংযুক্ত আরব আমিরশাহীর জুনেদ সিদ্দিকি বেশ ভালো বল করেছিলেন। তিনি একাই ৩ উইকেট নেন। বাকি বোলাররাও কম পুঁজি নিয়েও শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল। কিন্তু ১১১ রান নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালানো সম্ভব হয়নি।নেদারল্যান্ডস যে খুব নজর কাড়া পারফরম্যান্স করেছে, তা নয়। বরং নামিবিয়ার ম্যাচ দেখার পর এই ম্যাচটি একটু ম্যাড়ম্যাড়েই লাগছিল। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ রান করেছেন ম্যাক্স ও'ডাউড। তাঁর সংগ্রহই মাত্র ১৮ বলে ২৩ রান। বাকিরা কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। নেহাৎ কম রানের লক্ষ্য ছিল। যে কারণে নেদারল্যান্ডস কোনও মতে জিতে যায় ম্যাচটি।
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ১১১ করল সংযুক্ত আরব আমিরশাহী
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১১১ রান করে সংযুক্ত আরব আমিরশাহী। ইউএই-র হয়ে সর্বোচ্চ ৪৭ বলে ৪১ রান করেন মহম্মদ ওয়াসিম। এর বাইরে বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান করে সংযুক্ত আরব আমিরশাহী।নেদারল্যান্ডসের বাস ডি'লিড ৩ উইকেট নিয়েছেন। ফ্রেড ক্লাসেন নিয়েছেন ২ উইকেট।
আইপিএলের নিলাম ১৬ ডিসেম্বর
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য নিলাম হতে পারে ডিসেম্বরে। এটি একটি মিনি নিলাম হবে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ১৬ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হতে পারে। আর সেটা হবে সম্ভবত বেঙ্গালুরুতে। যদিও বিসিসিআই এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।
প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে উড়ে গেল এশিয়া কাপ চ্যাম্পিয়নরা
১৮.৬ ওভারে দুষ্মন্ত চামেরাকে আউট করেন ডেভিড উইজ। ১৫ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। সেই সঙ্গেই বড় জয় ছিনিয়ে নেয় নামিবিয়া। ৬ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে ১০৮ রানে অল আউট করে দেয় নামিবিয়া। ৫৫ রানে তারা প্রথম ম্যাচ জিতে নেয়।
১০০ রানের আগে নবম উইকেট পড়ল
চামিকা করুণারত্নেকে ফেরালেন স্মিত। ৮ বলে ৫ করে স্টেফান বার্ডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৬ ওভার শেষে ৯ উইকেটে ৯৫ রান শ্রীলঙ্কার।
১০০ রানের আগেই ৮ উইকেট হারিয়ে বসল শ্রীলঙ্কা
১২.৩ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরালেন বার্নার্ড শোল্টজ। ৮ বলে ৪ করে লফটি-ইটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৩.৬ ওভারে দাসুন শনাকাকে ফেরান ফ্রাইলিঙ্ক। ২৩ বলে ২৯ করে আউট হন শনাকা। ১৪.২ ওভারে প্রমোদ মদুশান ডায়মন্ড ডাক করে সাজঘরে ফেরেন। অর্থাৎ ১টি বল না খেলেও রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৯১ রান শ্রীলঙ্কার।
ব্যাটের পর বল হাতেও বাজিমাত ফ্রাইলিঙ্কের
ধনঞ্জয় সিলভাকে আউট করে বড় ধাক্কা দিলেন ফ্রাইলিঙ্ক। ১১ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২ রান শ্রীলঙ্কার। রাজাপক্ষে ১০ বলে ১৩ রান করেছেন। শনাকা ১ বলে ১ রান করে ক্রিজে রয়েছেন।
পাওয়াপ প্লে-তেই ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা
ব্যাট হাতে ফ্রাইলিঙ্ক এবং স্মিতের ঝড়ের পর আগুনে মেজাজে রয়েছেন নামিবিয়ার বোলাররা। পাওয়ার প্লে-তেই শ্রীলঙ্কার ৩ উইকেট তুলে নিল তারা। ১.৪ ওভারে কুশল মেন্ডিসকে (৬ বলে ৬ রান) ফেরান ডেভিড উইজ। উইকেটকিপার জেন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে তিনি সাজঘরে ফেরেন।এর পর চতুর্থ ওভারে পরপর ২ উইকেট নেন বেন শিকংগো। ৩.৩ ওভারে স্মিতের হাতে ক্যাচ দিয়ে পাথুম নিশঙ্কা (১০ বলে ৯ রান) ফেরেন সাজঘরে। দনুষ্কা গুনাথিলাকা আবার প্রথম বলেই উইকেকিপার গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৬ ওভার শেষে ৩৮ রানে ৩ উইকেট শ্রীলঙ্কার। ধনঞ্জয় সিলভা (৯ বলে ১১) এবং ভানুকা রাজাপক্ষে (১০ বলে ১০ রান) লড়াই চালাচ্ছেন।
ফ্রাইলিঙ্ক ঝড়ে দুরন্ত প্রত্য়ার্তন করল নামিবিয়া
ফ্রাইলিঙ্ক একেবারে ঝড় তুললেন। তাঁর ঝড়ে দুরন্ত কামব্যাক করল নামিবিয়া। যে দলটি ১০০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বসেছিল, তারাই নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান করে ফেলল। ম্যাচ জিততে তারা শ্রীলঙ্কার সামনে ১৬৪ রানের লক্ষ্য রাখল। ফ্রাইলিঙ্ক ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। এ ছাড়াও তাঁকে যোগ্য সঙ্গত করেন জেজে স্মিত। তিনি আবার ১৬ বলে অপরাজিত ৩১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। তাঁদের হাত ধরেই ১৫০ রানের গণ্ডি টপকায় নামিবিয়া। যদিও শেষ বলে রানআউট হয়ে যান তিনি ফ্রাইলিঙ্ক।
৬ উইকেট হারাল নামিবিয়া
১১.৫ ওভারে নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস ২৪ বলে ২০ রান করেন। হাসারাঙ্গার বলে দনুষ্কা গুনাথিলাকার হাতে ক্যাচ দেন নামিবিয়ার অধিনায়ক।১২.৬ ওভারে স্টেফান বার্ডকে ফেরান প্রমোদ মদুশান। ২৪ বলে ২৬ করে তিনি সাজঘরে ফেরেন।১৪.২ ওভারে ডেভিড উইজ প্রথম বলেই শূন্য করে সাজঘরে ফেরেন। তাঁকে ফেরান থিকসানা।১৫ ওভার শেষে ৬ উইকেটে ৯৫ রান নামিবিয়া।
তৃতীয় উইকেট হারাল নামিবিয়া
জ্যান নিকোল লফটি-ইটনকে ফেরালেন করুণারত্নে। ৪.৫ ওভারে ১২ বলে ২০ রান করে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জ্যান নিকোল লফটি-ইটন। ৫ ওভার শেষে ৩ উইকেটে ৩৬ রান নামিবিয়ার।
শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা
১.২ ওভারে ভ্যান লিংজেনকে আউট করেন দুষমন্ত চামেরা। ৬ বলে ৩ রান করে প্রমোদ মদুশানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এর পর তৃতীয় ওভারের শেষ বলে ডিভান লা কককে আউচ করেন মদুশানই। ৯ বলে ৯ রান করে দাসুন শনাকার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৬ রান নামিবিয়ার।
দুই দলের প্রথম একাদশ
শ্রীলঙ্কা: পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় সিলভা, দনুষ্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষমন্ত চামেরা, প্রমোদ মদুশান, মহেশ থিকশানা।নামিবিয়া: ডিভান লা কক, মাইকেল ভ্যান লিংজেন, স্টেফান বার্ড, জ্যান নিকোল লফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জ্যান ফ্রাইলঙ্ক, জেজে স্মিত, ডেভিড উইজ, জেন গ্রিন (উইকেটরক্ষক), বার্নার্ড শোল্টজ, বেন শিকংগো।
টস জিতল শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। তিনি প্রথমে ফিল্ডিং নিয়ে, নামিবিয়াকে ব্যাট করতে পাঠিয়েছেন।
আইসিসি দ্বারা নির্বাচিত ১৬ দলের সম্ভাব্য একাদশ দেখে নিন এক নজরে
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।আফগানিস্তান: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লা গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, উসমান গনি, নাজিবুল্লা জাদরান, মহম্মদ নবি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, নবীন উল হক, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক।অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।বাংলাদেশ: নিজামুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, শাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ হাসান, মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মইন আলি, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।আয়ারল্যান্ড: পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্পফার, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি, জোশ লিটল।নামিবিয়া: ডিভান লা কক, মাইকেল ভ্যান লিংজেন, জ্যান নিকোল লফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জ্যান ফ্রাইলঙ্ক, জেজে স্মিত, ডেভিড উইজ, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন (উইকেটরক্ষক), বার্নার্ড শোল্টজ, টাঙ্গেনি লুঙ্গেনি।নেদারল্যান্ডস: স্টেফান মাইবার্গ, ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, টিম ভ্যান ডের গুগেন, শরিজ আহমেদ, ফ্রেড ক্ল্যাসেন, ব্র্যান্ডন গ্লোভার।নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, মহম্মদ নওয়াজ, হায়দার আলি, আসিফ আলি, ইফতিখার আহমেদ, শাদাব খান, নাসিম শাহ, হরিশ রাউফ, শাহিন শাহ আফ্রিদি।স্কটল্যান্ড: জর্জ মুন্সি, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), রিচার্ড বেরিংটন (অধিনায়ক), ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, ক্রিস গ্রিভস, ব্র্যাডলি হুইল, জোশ ডেভি, ক্রিস সোল।দক্ষিণ আফ্রিকা: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটরক্ষক), রিলি রোসোউ, এডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি।শ্রীলঙ্কা: পাথুম নিশঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি'সিলভা, দানুষ্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমন্থা চামেরা, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা।সংযুক্ত আরব আমিরশাহী: মহম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, আরিয়ান লাকড়া, বৃত্তি অরবিন্দ (উইকেটরক্ষক), চুন্দাঙ্গাপয়িল রিজওয়ান (অধিনায়ক), বাসিল হামিদ, অয়ন আফজাল খান, জাওয়ার ফরিদ, কার্তিক মেইয়াপ্পান, জুনায়েদ সিদ্দিক, জহুর খান।ওয়েস্ট ইন্ডিজ: কাইল মায়ার্স, এভিন লুইস, ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক, উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডেন স্মিথ, আকেল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।জিম্বাবোয়ে: ক্রেগ এরভিন (অধিনায়ক), রেজিস চাকাবভা (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, টনি মুনিওঙ্গা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা।
আজ এটিকে মোহনবাগানের জয়ের ফেরার লড়াই
আইএসএলে মোট চার বার কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান। এক বারও হারেনি সবুজ-মেরুন ব্রিগেড। তারা তিন বার ম্যাচ জিতেছে। তবে এ বার বাগানের যা পরিস্থিতি, তাতে তাদের রেকর্ড অক্ষুন্ন রাখা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রসঙ্গত প্রথম ম্যাচে চেন্নাইয়িনের কাছে হেরেছে জুয়ান ফেরান্দোর টিম।
আজ মেগা ইভেন্টের লড়াই শুরু
বহু প্রতীক্ষার অবসান। আজ থেকেই শুরু হচ্ছে আইসিসি-র মেগা ইভেন্ট। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই নামছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ নামিবিয়া। দ্বিতীয় ম্যাচ নেদারল্যান্ডস-সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।