বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Virat Kohli on Rohit Sharma: 'দলের সব খামতি পূরণ করতে চেয়েছি আমরা', রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে বললেন বিরাট

Virat Kohli on Rohit Sharma: 'দলের সব খামতি পূরণ করতে চেয়েছি আমরা', রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে বললেন বিরাট

মেলবোর্নে জয়ের পর রোহিত শর্মার কাঁধে বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Virat Kohli on Rohit Sharma:  রোহিত শর্মার প্রসঙ্গে বিরাট কোহলি বলেন, ‘বড় টুর্নামেন্ট কীভাবে জিতব আমরা, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়। যখন এরকম বন্ধুত্ব তৈরি হয়ে যায়, এরকম পরিবেশ থাকে, তখন একসঙ্গে খেলার জন্য সবসময় উত্তেজিত থাকেন আপনি।’

প্রায় নয় বছর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। কীভাবে সেই অধরা ট্রফি জেতা যায়, সেটা নিয়ে রোহিত শর্মার সঙ্গে সবসময় আলোচনা চলতে থাকে। এমনই জানালেন বিরাট কোহলি। সেইসঙ্গে বিরাট জানান, যে কোনও বিষয়ে নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে পারেন রোহিত। তিনি নিজেই রোহিতকে কোনও ইনপুট দিতে পারেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের রোহিতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিরাট বলেন, ‘বড় টুর্নামেন্ট কীভাবে জিতব আমরা, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়। যখন এরকম বন্ধুত্ব তৈরি হয়ে যায়, এরকম পরিবেশ থাকে, তখন একসঙ্গে খেলার জন্য সবসময় উত্তেজিত থাকেন আপনি। তারপর দলের জন্য যা যা করা সম্ভব, সেটা করতে মুখিয়ে থাকেন।’

বিরাট আরও বলেছেন, ‘আমাদের যে লক্ষ্য থাকে, সেটা বরাবরই এক থেকেছে। বরাবরই ভারতকে জেতানো আমাদের লক্ষ্য থেকেছে। দলের যত ছোটো-ছোটো ফাঁকফোকর আছে, তা ভরাট করে যাতে আমরা এগিয়ে যেতে পারি, সেটাই নিশ্চিত করতে চেয়েছি আমরা। এখন আমরা পর্দার আড়ালে কথাবার্তা চালিয়ে যাই। আমি (রোহিতকে) কোনও ইনপুট দিতে পারি। ও আমার সঙ্গে যে কোনও বিষয়ে আলোচনা করতে পারে।’

আরও পড়ুন: Kohli reveals success recipe: 'কোনও ভিডিয়ো দেখি না', অস্ট্রেলিয়ায় বাউন্স বুঝতে ৪-৫ বলই যথেষ্ট, ফাঁস বিরাটের

এমনিতে ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টার রোহিত এবং বিরাটের মধ্যে সম্পর্ক ভালো নয় বলে একাধিকবার বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও সেইসব বিষয়ে কখনও পাত্তা দেননি রোহিত বা বিরাট। বরং জনসমক্ষে একে অপরের প্রশংসা করতে কখনও কুণ্ঠাবোধ করেননি। রোহিতকে যখন দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছিল, তখন সাংবাদিক বৈঠকে বসেই হেসে উড়িয়ে দিয়েছিলেন বিরাট। একইভাবে যখন দলে বিরাটের জায়গা নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, সেটাও হেসে উড়িয়ে দিয়েছিলেন রোহিত।

আরও পড়ুন: Chappell praises Kohli: T20 ক্রিকেটকে জাতে তুলল বিরাট, MCG-র ইনিংস ভগবত গীতা! কোহলির প্রশংসায় সৌরভ বিরোধী গ্রেগ চ্যাপেল

তারইমধ্যে গত রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পর যেভাবে বিরাটকে কোলে তুলে নিয়েছিলেন রোহিত, তাতে দুই মহাতারকার সম্পর্কের রসায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে কার্যত হেরে যাওয়া ম্যাচে বিরাট জেতানোর পর প্রাক্তন ভারতীয় অধিনায়কের তুমুল প্রশংসা করেছিলেন বর্তমান ভারতীয় অধিনায়ক। সেই রেশ ধরে টিমের দুই ‘দাদার’ সম্পর্কের প্রসঙ্গে বিরাট বলেন, 'আমি আগেও বলেছি, দু'জনের মধ্যে কথাবার্তা একেবারে স্বাভাবিক ছন্দে এগিয়ে যায়। আমাদের যে মূল লক্ষ্য আছে, সেদিকেই আমাদের যাবতীয় নজর থাকে। সেই ছন্দেই চলছে পুরো দল।'

বন্ধ করুন