রবিবার এমসিজিতে মহিলাদের টি২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রলিয়া ও ভারত। ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লাগাতার বিশ্বকাপ জেতার হাতছানি। অন্যদিকে ইতিহাস গড়ার দোরগড়ায় হরমনপ্রীতের ভারত। একটুর জন্য ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে যায় মিতালি রাজের দল। কিন্তু প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতার সুযোগ এসে গিয়েছে শেফালি ভার্মাদের কাছে।
Live Blog পড়ুন লেটেস্ট আপডেটের জন্য
গ্রুপ লিগে অস্ট্রেেলিয়াকে হারিয়ে শেষ চারে যায় ভারত। সেমিফাইনাল বৃষ্টির জন্য ভেস্তে গেলেও গ্রুপে শীর্ষ থাকার সুবাদে ফাইনালে গিয়েছে ভারত। অন্য সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফাইনালের আগে দুই দলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী।
কখন থেকে খেলা-ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা থেকে ম্যাচ শুরু হবে।
কোথায় খেলা- মেলবর্নের এমসিজিতে হবে মহারণ।
কোন চ্যানেলে দেখাবে- স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচ সম্প্রচার হবে
অনলাইনে কীভাবে খেলা দেখবেন- হটস্টার অ্যাপে এই ম্যাচটি স্ট্রিম করতে পারবেন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।