ধোপে টিকল না পাকিস্তানের আপত্তি। শেষমেশ আমদাবাদেই অনুষ্ঠিত হবে ভারত-পাক বিশ্বকাপের মহারণ। মঙ্গলবার আইসিসির তরফে ওয়ান ডে বিশ্বকাপ ২০২৩-এর পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করা হয়। তাতেই স্পষ্ট হয়ে যায় ছবিটা।
আগামী ১৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ভারত ইডেনে খেলবে ১টি লিগ ম্যাচ। ৫ নভেম্বর কলকাতায় রোহিতদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। রোহিতরা ৯টি লিগ ম্যাচ খেলবেন ৯টি আলাদা শহরে। দিল্লিতে ভারত মাঠে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। পুণেতে টিম ইন্ডিয়া খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ধরমশালায় আয়োজিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। লখনউয়ে রোহিতদের প্রতিপক্ষ ইংল্যান্ড। মুম্বই ও বেঙ্গালুরুতে ভারত যোগ্যতা অর্জনকারী ২টি দলের বিরুদ্ধে সম্মুখসমরে নামবে। হায়দরাবাদে বিশ্বকাপের কোনও ম্যাচ খেলবে না ভারত।
ভারত অক্টোবর মাসে খেলবে ৬টি লিগ ম্যাচ। নভেম্বরে ৩টি লিগ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। উল্লেখযোগ্য বিষয় হল, শক্তিশালী অজিদের বিরুদ্ধে অভিযান শুরু করলেও রোহিতরা একেবারে শেষের দিকে যোগ্যতা অর্জনকারী ২টি দলের বিরুদ্ধে মাঠে নামবে। সেই নিরিখে নিজেদের নেট রান-রেটের দিকে নজর দেওয়ার সুযোগ পাবে ভারতীয় দল।
সেমিফাইনালে উঠলে ভারতকে মাঠে নামতে হবে মুম্বই অথবা কলকাতায়। ফাইনালে উঠলে টিম ইন্ডিয়াকে ফিরতে হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অর্থাৎ, রোহিতরা খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করলে অন্তত ২টি স্টেডিয়ামে ২টি করে ম্যাচ খেলতে হবে তাঁদের। ভারত ও পাকিস্তানের দ্বিতীয়বার সম্মুখসমরে নামার সুযোগ রয়েছে সেমিফাইনাল অথবা ফাইনাল ম্যাচে। যদিও তার আগে অনেক পথ পেরোতে হবে যুযুধান দুই প্রতিবেশী দেশকে।
টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ বিশ্বকাপ সূচি:-
৮ অক্টোবর: ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই)
১১ অক্টোবর: ভারত বনাম আফগানিস্তান (দিল্লি)
১৫ অক্টোবর: ভারত বনাম পাকিস্তান (আমদাবাদ)
১৯ অক্টোবর: ভারত বনাম বাংলাদেশ (পুণে)
২২ অক্টোবর: ভারত বনাম নিউজিল্যান্ড (ধরমশালা)
২৯ অক্টোবর: ভারত বনাম ইংল্যান্ড (লখনউ)
২ নভেম্বর: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (মুম্বই)
৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (কলকাতা)
১১ নভেম্বর: ভারত বনাম যোগ্যতা অর্জনকারী দল (বেঙ্গালুরু)
সেমিফাইনাল ও ফাইনালের সূচি:-
১৫ নভেম্বর: প্রথম সেমিফাইনাল (মুম্বই)
১৬ নভেম্বর: দ্বিতীয় সেমিফাইনাল (কলকাতা)
১৯ নভেম্বর: ফাইনাল (আমদাবাদ)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।