পিসিবির আপত্তিতে কান দিল না আইসিসি। না চাইলেও পাকিস্তানকে ওয়ান ডে বিশ্বকাপের লিগ ম্যাচ খেলতে হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তাও যা-তা ম্যাচ নয়। বরং আয়োজক ভারতের বিরুদ্ধেই বাবরদের লড়াইয়ে নামতে হবে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে।
মঙ্গলবারই আইসিসির তরফে ওয়ান ডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করা হয়। সেই অনুযায়ী পাকিস্তানকে লিগের ম্যাচ খেলতে হবে ৫টি শহরে। আমদাবাদ ছাড়াও বাবররা লড়াই চালাবেন হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ও কলকাতায়।
পাকিস্তান শুরুতেই দুই যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে মাঠে নামবে। ২টি ম্যাচই খেলা হবে হায়দরাবাদে। ৬ অক্টোবর যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধেই বিশ্বকাপ অভিযান শুরু করবেন বাবররা। তার পরেই অবশ্য ভারতের বিরুদ্ধে হাই-ভেল্টেজ ম্যাচে নামতে হবে পাকিস্তানকে।
বাবররা বেঙ্গালুরুতে খেলবেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি কঠিন ম্যাচ। কলকাতায় একজোড়া ম্যাচ খেলবে পাকিস্তান। ইডেনে বাবরদের প্রতিপক্ষ বাংলাদেশ ও ইংল্যান্ড। সুতরাং, দুই প্রতিবেশির লড়াই দেখা যাবে ক্রিকেটের নন্দনকাননে। এছাড়া চেন্নাইয়ে পাকিস্তান লড়াই চালাবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
একই মাঠে একাধিক ম্যাচ খেলবে বলে বাড়তি সুবিধা পেতে পারে পাকিস্তান। কেননা, পিচ ও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন পাক তারকারা। ভারতের মতো ৯টি শহরে ৯টি ম্যাচ খেলতে হলে সেই সুযোগ থাকত না বাবরদের।
বিশ্বকাপের ২টি সেমিফাইনাল ম্যাচ খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে ও কলকাতার ইডেন গার্ডেন্সে। সুতরাং, পাকিস্তান সেমিফাইনালে উঠলে কলকাতায় আরও একটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারে। অথবা তাদের মুম্বই রওনা হতে হবে শেষ চারের লড়াইয়ে মাঠে নামতে। ফাইনালে উঠলে বাবরদের ফের মাঠে নামতে হবে আমদাবাদে। সুতরাং, খুব বেশি হলে ৬টি শহরে গোটা বিশ্বকাপ অভিযান চালাবেন বাবররা। ৫টি শহরেও সীমাবদ্ধ থাকতে পারে তাঁদের লড়াই।
পাকিস্তানের পূর্ণাঙ্গ বিশ্বকাপ সূচি:-
৬ অক্টোবর: পাকিস্তান বনাম যোগ্যতা অর্জনকারী দল (হায়দরাবাদ)
১২ অক্টোবর: পাকিস্তান বনাম যোগ্যতা অর্জনকারী দল (হায়দরাবাদ)
১৫ অক্টোবর: পাকিস্তান বনাম ভারত (আমদাবাদ)
২০ অক্টোবর: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (বেঙ্গালুরু)
২৩ অক্টোবর: পাকিস্তান বনাম আফগানিস্তান (চেন্নাই)
২৭ অক্টোবর: পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (চেন্নাই)
৩১ অক্টোবর: পাকিস্তান বনাম বাংলাদেশ (কলকাতা)
৪ নভেম্বর: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (বেঙ্গালুরু)
১২ নভেম্বর: পাকিস্তান বনাম ইংল্যান্ড (কলকাতা)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।