আইসিসি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের দশম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। এই টুর্নামেন্টে নেদারল্যান্ডসের এটি প্রথম জয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য টানা দ্বিতীয় হার। এর আগে নেপালের কাছে হেরেছিল আমেরিকা। এদিনের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ছিল নেদারল্যান্ডস। তাদের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছিল। যুক্তরাষ্ট্র ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২১১ রান করে। নেদারল্যান্ডস ৫ উইকেট হারিয়ে সেই লক্ষ্য অর্জন করে।
এদিনের ম্যাচে শুরুটা বাজে করেছিল আমেরিকা। ৭৯ রানের মধ্যেই তাদের দলের ৫ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। শায়ান জাহাঙ্গীর ইনিংস সামলে ৭১ রান করেন। তাঁর ইনিংসের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র ২১১ রান করে। যুক্তরাষ্ট্রের আর কোনও ব্যাটসম্যান এদিন বড় ইনিংস খেলতে পারেননি।
নেদারল্যান্ডসের হয়ে রায়ান ক্লেইন ও বাস ডি লিড নেন ২টি করে উইকেট। জবাবে নেদারল্যান্ডসের তেজা নিদামানুরু (৫৮) ও স্কট এডওয়ার্ডস (৬৭) দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ী করেন। শায়ান জাহাঙ্গীরের দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে গত ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা শায়ান আবারও নিজের ব্যাট দিয়ে চমক দেখালেন। তবে তাঁর দুর্দান্ত ইনিংস দলকে জেতাতে পারেনি।
এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৮৬ বল মোকাবেলা করে ৫ চার ও ২ ছক্কায় ৭১ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ৮২.৫৬। এটাই ছিল তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। এর আগে সেঞ্চুরি করেছিলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন নিদামানুর। নেদারল্যান্ডসের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে আসা নিদামানুরু স্বাচ্ছন্দ্যে খেলে তার ওডিআই ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন।
এক সময় দলের ৪ উইকেট পড়ে গিয়েছিল মাত্র ৮৩ রানে। দেখে মনে হচ্ছিল ইউএসএ ম্যাচে ফিরে আসবে, কিন্তু স্কট এডওয়ার্ড তা হতে দেননি। তিনি ৬০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। এ সময় তিনি মারেন ৬টি দুর্দান্ত চার। তার স্ট্রাইক রেট ছিল ১১১.৬৭। এদিনের ইনিংসে খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নেদারল্যান্ডস দলের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।