কমনওয়েলথ গেমসের আসরে দীর্ঘ ২৪ বছর পরে ফিরল ক্রিকেট। ১৯৯৮ সালে কুয়ালা লামপুরে একবার মাত্র কমনওয়েলথ গেমসে দেখা গিয়েছিল ব্যাট-বলের লড়াই। সেবার শন পোলকের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দল স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছিল। এবার খেলা হচ্ছে শুধুমাত্র মেয়েদের টি-২০ ফর্ম্যাটে। ভারতের সামনে সুযোগ রয়েছে সোনার পদক জিতে দেশে ফেরার। যদিও উদ্বোধনী ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে প্রায় জিততে জিততে ম্যাচ হারতে হয় হরমনপ্রীতদের।
৩ উইকেটে জয় অস্ট্রেলিয়ার
ভারতের ৮ উইকেটে ১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া একসময় ১১০ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন অ্যাশলেই গার্ডনার। ১৯ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তুলে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। ৬ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতেন ল্যানিংরা। ৯টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৫২ রান করে নট-আউট থাকেন গার্ডনার। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৮ রান করে নট-আউট থেকে যান অ্যালানা কিং। দল হারায় ব্যর্থ হয় রেনুকার দুর্দান্ত বোলিং।
হাফ-সেঞ্চুরি গার্ডনারের
চাপের মুখে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি অ্যাশলেই গার্ডনারের। ৯টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি।
২ ওভারে দরকার ৯ রান
জয়ের জন্য ১২ বলে অস্ট্রেলিয়ার দরকার ৯ রান। অ্যাশলেই গার্ডনার ৩১ বলে ৪৫ রান করেছেন। ১৮ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ১৪৬ রান।
৩ ওভারে দরকার ২১ রান
১৭তম ওভারে মেঘনা সিং যথেচ্ছ রান খরচ করেন। ওভারে ১৫ রান ওঠে। ২টি চার মারেন কিং। ১টি চার মারেন গার্ডনার। ১৭ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ১৩৪ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে অজিদের দরকার ২১ রান। গার্ডনার ৩৪ ও কিং ১৩ রানে ব্যাট করছেন।
কট অ্যান্ড বোল্ড জোনাসেন
১৪.২ ওভারে নিজের বলেই জেস জোনাসেনের দুর্দান্ত ক্যাচ ধরেন দীপ্তি শর্মা। ৫ বলে ৩ রান করেন জেস। অস্ট্রেলিয়া ১১০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালানা কিং। ১৫ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ১১২ রান। ৫ ওভারে দরকার ৪৩ রান।
হ্যারিসকে ফেরালেন মেঘনা
১২.৬ ওভারে মেঘনার বলে হরমনপ্রীতের হাতে ধরা পড়েন গ্রেস হ্যারিস। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়া ১০০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেস জোনাসেন। গার্ডনার ১৯ রানে ব্যাট করছেন।
ব্যাট চালাচ্ছেন হ্যারিস
১১তম ওভারে রাজেশ্বরীর বলে ২টি চার মারেন হ্যারিস। ১২তম ওভারে রাধা যাদবের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ৯১ রান। হ্যারিস ১৯ বলে ৩৭ রান করেছেন। ১৫ বলে ১০ রান করেছেন গার্ডনার।
১০ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ৮৯ রান
জয়ের জন্য শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ৮৯ রান। তারা ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৬৬ রান সংগ্রহ করেছে। হ্যারিস ১৪ ও গার্ডনার ৮ রানে ব্যাট করছেন।
হেইন্সকে ফেরালেন দীপ্তি
৭.২ ওভারে দাপ্তি শর্মার বলে রাধা যাদবের হাতে ধরা পড়েন রাচেল হেইন্স। ১৪ বলে ৯ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৪৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্রেস হ্যারিস। ৮ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ৫৫ রান।
১৮ রানে ৪ উইকেট রেনুকার
টানা ৪ ওভার বল করে নিজের বোলিং কোটা পূর্ণ করলেন রেনুকা সিং। তিনি ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। অস্ট্রেলিয়া ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে।
ম্যাকগ্রা আউট
৪.১ ওভারে রেনুকার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তালিয়া ম্য়াকগ্রা। রেনুকা মাত্র ১৩টি বল করে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের চারজন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেন। ম্যাকগ্রা ৩টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১৪ রান করেন। অস্ট্রেলিয়া ৩৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলেই গার্ডনার। ৫ ওভারকে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩৮ রান। রেনুকা ৩ ওভারে ১২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন।
বেথ মুনি আউট
২.৫ ওভারে রেনুকার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বেথ মুনি। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১০ রান করেন মুনি। অস্ট্রেলিয়া ২১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাচেল হেইন্স। রেনুকা ২ ওভারে ৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে ছেঁটে ফেলেন।
ল্যানিং আউট
জোর দাক্কা অজি শিবিরে। ২.১ ওভারে রেনুকার বলে রাধা যাদবের হাতে ধরা পড়েন মেগ ল্যানিং। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৮ রান করেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। অস্ট্রেলিয়া ২০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তালিয়া ম্যাকগ্রা।
শুরুতেই আউট হিলি
বেথ মুনিকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন অ্যালিসা হিলি। ভারতের হয়ে বোলিং শুরু করেন রেনুকা সিং। দ্বিতীয় বলেই হিলি দীপ্তির হাতে ধরা পড়ে যান। খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া শূন্য রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেগ ল্যানিং। প্রথম ওভারে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৭ রান তুলেছে।
ভারত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪
ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুলেছে। ইনিংসের শেষ বলে সদ্য ক্রিজে আসা মেঘনাকে আউট করেন মেগান। ২ রানে নট-আউট থাকেন রাধা। জোনাসেন ২২ রানে ৪টি উইকেট নেন। ২৬ রানে ২টি উইকেট নেন মেগান। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১৫৫ রান।
হরমনপ্রীত আউট
১৯.৫ ওভারে মেগানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হরমনপ্রীত। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫২ রান করে মাঠ ছাড়েন কউর। ভারত ১৫৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেঘনা সিং।
হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের
১৮.৬ ওভারে জোনাসেনকে একটি বিশাল ছক্কা মারেন হরমনপ্রীত। ১৯.২ ওভারে মেগানকে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ভারতের ক্যাপ্টেন।
হার্লিন আউট
১৮.১ ওভারে জোনাসেনের বলে চার মারেন হার্লিন দেওয়ল। পররে বলে ম্যাকগ্রার হাতে ধরা পড়েন তিনি। হার্লিন ৬ বলে ৭ রান করেন। ভারত ১৪০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাধা যাদব।
দীপ্তি শর্মা আউট
১৫.৫ ওভারে জোনাসেনের বলে তাঁর হাতেউ পিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দীপ্তি। একই ওভারে জোড়া উইকেট হারায় ভারত। ২ বলে ১ রান করেন দাপ্তি। ভারত ১১৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্লিন।
জেমিমা আউট
১৫.১ ওভারে জোনাসেনের বলে মুনির হাতে ধরা দেন জেমিমা রডরিগেজ। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১১ রান করেন জেমিমা। ভারত ১১৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা।
৫ ওভারের খেলা বাকি
১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১১৫ রান। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২৩ রান করেছেন হরমনপ্রীত। ১১ বলে ১১ রান করেছেন জেমিমা।
১০০ টপকাল ভারত
১৪ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৫ রান। হরমনপ্রীত ১৪ বলে ১৪ রান করেছেন। ৮ বলে ১০ রান করেছেন জেমিমা রডরিগেজ।
হাফ-সেঞ্চুরি হাতছাড়া শেফালির
১১.৪ ওভারে জোনাসেনের বলে হিলির দস্তানায় ধরা পড়েন শেফালি বর্মা। আম্পায়ার আউট দেননি, তবে রিভিউ নিয়ে সাফল্য পায় অস্ট্রেলিয়া। ৯টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৪৮ রান করেন শেফালি। ভারত ৯৩ রান ৩ উইকেট হারায়। ব্যাট খরতে নামেন জেমিমা রডরিগেজ।
ব্রাউনের ওভারে উঠল ১৭ রান
১১তম ওভারে ডার্সি ব্রাউনের প্রথম বলে চার মারেন হরমনপ্রীত। শেষ ৩টি বলে পরপর ৩টি চার মারেন শেফালি। ওভারে মোট ১৭ রান ওঠে। ১১ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৯২ রান। শেফালি ৯টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৪৮ রান করেছেন। ৬ বলে ১১ রান করেছেন হরমনপ্রীত।
রান-আউট যস্তিকা
৯.১ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন যস্তিকা ভাটিয়া। পা পিছলে পড়ে যাওয়ায় ক্রিজে ফেরা সম্ভব হয়নি তাঁর পক্ষে। ভারত ৬৮ রানে ২ উইকেট হারায়। যস্তিকা ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৮ রান করেন। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। তিনি প্রথম বলেই চার মারেন। ১০ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৭৫ রান।
ম্যাকগ্রার ওভারে ১৭ রান
নবম ওভারে তালিয়া ম্যাকগ্রার প্রথম ৩টি বলে পরপর ৩টি চার মারেন শেফালি। চতুর্থ বলে ২ রান নেন তিনি। তার পরেই একটি ওয়াইড বলে শেফালিকে স্টাম্প আউট করার সহজ সুযোগ হাতছাড়া করেন হিলি। তিনি বল ধরলেও স্টাম্পে লাগাতে পারেননি। আসলে বল ছিল তাঁর বাঁ-হাতে। তিনি বেল ফেলে দেন ডান-হাতে। সেই ওভারে মোট ১৭ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬৮ রান। ২৬ বলে ৩৫ রান করেছেন শেফালি।
৫০ টপকাল ভারত
৮ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৫১ রান। ২১ বলে ২০ রান করেছেন শাফালি বর্মা। ১০ বলে ৭ রান করেছেন যস্তিকা ভাটিয়া। শেফালি ৩টি চার মেরেছেন।
৭ ওভারে ভারত ১ উইকেটে ৪৪
পাওয়ার প্লের ৬ ওভারে ভারত ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান সংগ্রহ করে। ৭ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৪৪ রান। শেফালি ১৮ ও যস্তিকা ২ রানে ব্যাট করছেন।
আউট হলেন মন্ধনা
তৃতীয় ওভারে গার্ডনারের প্রথম বলে চার মানের মন্ধনা। চতুর্থ ওভারে ব্রাউনের প্রথম ২টি বলকেই বাউন্ডারির বাইরে পাঠান স্মৃতি। ৩.৩ ওভারে ব্রাউনের অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটকিপার হিলির দস্তানায় ধরা পড়েন মন্ধনা। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার। ভারত ২৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যস্তিকা ভাটিয়া।
জীবনদান পেলেন মন্ধনা
দ্বিতীয় ওভারে বল করতে আসেন মেগান শুট। ওভারের দ্বিতীয় বলে চার মারেন মন্ধনা। তৃতীয় বলে পয়েন্টে স্মৃতির ক্যাচ ছাড়েন হেইন্স। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২ রান। ১১ রান করেছেন মন্ধনা।
ম্যাচ শুরু
শেফালি বর্মাকে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ডার্সি ব্রাউন। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন মন্ধনা। শেষ বলে ১ রান নেন তিনি। প্রথম ওভারে ৫ রান ওঠে।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
অ্যালিসা হিলি (উইকেটকিপার), বেথ মুনি, মেগ ল্যানিং (ক্যাপ্টেন), তালিয়া ম্যাকগ্রা, রাচেল হেইন্স, অ্যাশলেই গার্ডনার, গ্রেস হ্যারিস, জেস জোনাসেন, অ্যালানা কিং, মেগান শুট ও ডার্সি ব্রাউন।
ভারতের প্রথম একাদশ
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), জেমিমা রডরিগেজ, হার্লিন দেওয়ল, দীপ্তি শর্মা, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, মেঘনা সিং ও রেনুকা ঠাকুর।
টস জিতল ভারত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে টস জিতল ভারত। টস জিতে হরমনপ্রীত কউর শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, এজবাস্টনে রান তাড়া করবে অস্ট্রেলিয়া।
সচিনরা পারেননি, হরমনপ্রীতরা পারবেন?
১৯৯৮ সালের কমনওয়েলথ গেমসে অজয় জাদেজার নেতৃত্বে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, হরভজন সিং, রোহন গাভাসকর, ভিভিএস লক্ষ্মণ, রবিন সিংরা। ভারত ইভেন্টের সেমিফাইনালেই উঠতে পারেনি। এবার হরমনপ্রীতদের সামনে দারুণ সুযোগ রয়েছে পদক জয়ের। তাঁরা কি পারবেন ইতিহাস গড়তে?
ভারতের স্কোয়াড
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, এস মেঘনা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেনুকা ঠাকুর, জেমিমা রডরিগেজ, রাধা যাদব, হার্লিন দেওয়ল, স্নেহ রানা।
স্ট্যান্ড বাই: সিমরন দিল বাহাদুর, রিচা ঘোষ, পুনম যাদব।
কমনওয়েলথ গেমস ক্রিকেটে ভারতের গ্রুপ ম্যাচের সূচি
২৯ জুলাই, শুক্রবার: বনাম অস্ট্রেলিয়া (বিকাল ৪টে ৩০)।
৩১ জুলাই, রবিবার: বনাম পাকিস্তান (বিকাল ৪টে ৩০)।
৩ অগস্ট, বুধবার: বনাম বার্বাডোজ (রাত ১১টা ৩০)।
কমনওয়েলথ গেমস ক্রিকেটের গ্রুপ
গ্রুপ-এ: ভারত, অস্ট্রেলিয়া, বার্বাডোজ, পাকিস্তান।
গ্রুপ-বি: নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।
কমনওয়েলথ গেমসে কামব্যাক ক্রিকেটের
২৪ বছর পরে মনওয়েলথ গেমসের আসরে ফিরে এল ক্রিকেট। ১৯৯৮ সালে কুয়ালা লামপুরে একবার মাত্র কমনওয়েলথ গেমসে দেখা গিয়েছিল ব্যাট-বলের লড়াই। এবার খেলা হচ্ছে শুধুমাত্র মেয়েদের টি-২০ ফর্ম্যাটে।