বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ব্যর্থ হল রেনুকার লড়াই, চাপের মুখে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে ভারতের মুখের গ্রাস ছিনিয়ে নিলেন গার্ডনার
অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও জিততে পারল না ভারত। ছবি- এএফপি (AFP)

IND vs AUS: ব্যর্থ হল রেনুকার লড়াই, চাপের মুখে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে ভারতের মুখের গ্রাস ছিনিয়ে নিলেন গার্ডনার

কমনওয়েলথ গেমস ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ভারতের বিরুদ্ধে হারতে হারতে জয় তুলে নিল অস্ট্রেলিয়া।

কমনওয়েলথ গেমসের আসরে দীর্ঘ ২৪ বছর পরে ফিরল ক্রিকেট। ১৯৯৮ সালে কুয়ালা লামপুরে একবার মাত্র কমনওয়েলথ গেমসে দেখা গিয়েছিল ব্যাট-বলের লড়াই। সেবার শন পোলকের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দল স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছিল। এবার খেলা হচ্ছে শুধুমাত্র মেয়েদের টি-২০ ফর্ম্যাটে। ভারতের সামনে সুযোগ রয়েছে সোনার পদক জিতে দেশে ফেরার। যদিও উদ্বোধনী ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে প্রায় জিততে জিততে ম্যাচ হারতে হয় হরমনপ্রীতদের।

29 Jul 2022, 06:41:01 PM IST

৩ উইকেটে জয় অস্ট্রেলিয়ার

ভারতের ৮ উইকেটে ১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া একসময় ১১০ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন অ্যাশলেই গার্ডনার। ১৯ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তুলে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। ৬ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতেন ল্যানিংরা। ৯টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৫২ রান করে নট-আউট থাকেন গার্ডনার। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৮ রান করে নট-আউট থেকে যান অ্যালানা কিং। দল হারায় ব্যর্থ হয় রেনুকার দুর্দান্ত বোলিং। 

29 Jul 2022, 06:31:40 PM IST

হাফ-সেঞ্চুরি গার্ডনারের

চাপের মুখে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি অ্যাশলেই গার্ডনারের। ৯টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি।

29 Jul 2022, 06:29:52 PM IST

২ ওভারে দরকার ৯ রান

জয়ের জন্য ১২ বলে অস্ট্রেলিয়ার দরকার ৯ রান। অ্যাশলেই গার্ডনার ৩১ বলে ৪৫ রান করেছেন। ১৮ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ১৪৬ রান।

29 Jul 2022, 06:27:07 PM IST

৩ ওভারে দরকার ২১ রান

১৭তম ওভারে মেঘনা সিং যথেচ্ছ রান খরচ করেন। ওভারে ১৫ রান ওঠে। ২টি চার মারেন কিং। ১টি চার মারেন গার্ডনার। ১৭ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ১৩৪ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে অজিদের দরকার ২১ রান। গার্ডনার ৩৪ ও কিং ১৩ রানে ব্যাট করছেন।

29 Jul 2022, 06:17:04 PM IST

কট অ্যান্ড বোল্ড জোনাসেন

১৪.২ ওভারে নিজের বলেই জেস জোনাসেনের দুর্দান্ত ক্যাচ ধরেন দীপ্তি শর্মা। ৫ বলে ৩ রান করেন জেস। অস্ট্রেলিয়া ১১০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালানা কিং। ১৫ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ১১২ রান। ৫ ওভারে দরকার ৪৩ রান। 

29 Jul 2022, 06:10:06 PM IST

হ্যারিসকে ফেরালেন মেঘনা

১২.৬ ওভারে মেঘনার বলে হরমনপ্রীতের হাতে ধরা পড়েন গ্রেস হ্যারিস। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়া ১০০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেস জোনাসেন। গার্ডনার ১৯ রানে ব্যাট করছেন।

29 Jul 2022, 06:07:39 PM IST

ব্যাট চালাচ্ছেন হ্যারিস

১১তম ওভারে রাজেশ্বরীর বলে ২টি চার মারেন হ্যারিস। ১২তম ওভারে রাধা যাদবের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ৯১ রান। হ্যারিস ১৯ বলে ৩৭ রান করেছেন। ১৫ বলে ১০ রান করেছেন গার্ডনার।

29 Jul 2022, 05:58:21 PM IST

১০ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ৮৯ রান

জয়ের জন্য শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ৮৯ রান। তারা ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৬৬ রান সংগ্রহ করেছে। হ্যারিস ১৪ ও গার্ডনার ৮ রানে ব্যাট করছেন।

29 Jul 2022, 05:49:08 PM IST

হেইন্সকে ফেরালেন দীপ্তি

৭.২ ওভারে দাপ্তি শর্মার বলে রাধা যাদবের হাতে ধরা পড়েন রাচেল হেইন্স। ১৪ বলে ৯ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৪৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্রেস হ্যারিস। ৮ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ৫৫ রান।

29 Jul 2022, 05:47:06 PM IST

১৮ রানে ৪ উইকেট রেনুকার

টানা ৪ ওভার বল করে নিজের বোলিং কোটা পূর্ণ করলেন রেনুকা সিং। তিনি ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। অস্ট্রেলিয়া ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৭ রান সংগ্রহ করেছে। 

29 Jul 2022, 05:35:20 PM IST

ম্যাকগ্রা আউট

৪.১ ওভারে রেনুকার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তালিয়া ম্য়াকগ্রা। রেনুকা মাত্র ১৩টি বল করে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের চারজন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেন। ম্যাকগ্রা ৩টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১৪ রান করেন। অস্ট্রেলিয়া ৩৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলেই গার্ডনার। ৫ ওভারকে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ৩৮ রান। রেনুকা ৩ ওভারে ১২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন।

29 Jul 2022, 05:28:50 PM IST

বেথ মুনি আউট

২.৫ ওভারে রেনুকার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বেথ মুনি। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১০ রান করেন মুনি। অস্ট্রেলিয়া ২১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাচেল হেইন্স। রেনুকা ২ ওভারে ৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে ছেঁটে ফেলেন।

29 Jul 2022, 05:26:03 PM IST

ল্যানিং আউট

জোর দাক্কা অজি শিবিরে। ২.১ ওভারে রেনুকার বলে রাধা যাদবের হাতে ধরা পড়েন মেগ ল্যানিং। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৮ রান করেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। অস্ট্রেলিয়া ২০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তালিয়া ম্যাকগ্রা।

29 Jul 2022, 05:15:14 PM IST

শুরুতেই আউট হিলি

বেথ মুনিকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন অ্যালিসা হিলি। ভারতের হয়ে বোলিং শুরু করেন রেনুকা সিং। দ্বিতীয় বলেই হিলি দীপ্তির হাতে ধরা পড়ে যান। খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া শূন্য রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেগ ল্যানিং। প্রথম ওভারে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৭ রান তুলেছে।

29 Jul 2022, 05:02:39 PM IST

ভারত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪

ভারত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৪ রান তুলেছে। ইনিংসের শেষ বলে সদ্য ক্রিজে আসা মেঘনাকে আউট করেন মেগান। ২ রানে নট-আউট থাকেন রাধা। জোনাসেন ২২ রানে ৪টি উইকেট নেন। ২৬ রানে ২টি উইকেট নেন মেগান। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১৫৫ রান। 

29 Jul 2022, 05:00:19 PM IST

হরমনপ্রীত আউট

১৯.৫ ওভারে মেগানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হরমনপ্রীত। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫২ রান করে মাঠ ছাড়েন কউর। ভারত ১৫৪ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মেঘনা সিং।

29 Jul 2022, 04:58:00 PM IST

হাফ-সেঞ্চুরি হরমনপ্রীতের

১৮.৬ ওভারে জোনাসেনকে একটি বিশাল ছক্কা মারেন হরমনপ্রীত। ১৯.২ ওভারে মেগানকে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ভারতের ক্যাপ্টেন।

29 Jul 2022, 04:52:52 PM IST

হার্লিন আউট

১৮.১ ওভারে জোনাসেনের বলে চার মারেন হার্লিন দেওয়ল। পররে বলে ম্যাকগ্রার হাতে ধরা পড়েন তিনি। হার্লিন ৬ বলে ৭ রান করেন। ভারত ১৪০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাধা যাদব।

29 Jul 2022, 04:42:37 PM IST

দীপ্তি শর্মা আউট

১৫.৫ ওভারে জোনাসেনের বলে তাঁর হাতেউ পিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দীপ্তি। একই ওভারে জোড়া উইকেট হারায় ভারত। ২ বলে ১ রান করেন দাপ্তি। ভারত ১১৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্লিন।

29 Jul 2022, 04:38:42 PM IST

জেমিমা আউট

১৫.১ ওভারে জোনাসেনের বলে মুনির হাতে ধরা দেন জেমিমা রডরিগেজ। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১১ রান করেন জেমিমা। ভারত ১১৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপ্তি শর্মা।

29 Jul 2022, 04:36:59 PM IST

৫ ওভারের খেলা বাকি

১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১১৫ রান। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২৩ রান করেছেন হরমনপ্রীত। ১১ বলে ১১ রান করেছেন জেমিমা। 

29 Jul 2022, 04:35:31 PM IST

১০০ টপকাল ভারত

১৪ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৫ রান। হরমনপ্রীত ১৪ বলে ১৪ রান করেছেন। ৮ বলে ১০ রান করেছেন জেমিমা রডরিগেজ।

29 Jul 2022, 04:25:25 PM IST

হাফ-সেঞ্চুরি হাতছাড়া শেফালির

১১.৪ ওভারে জোনাসেনের বলে হিলির দস্তানায় ধরা পড়েন শেফালি বর্মা। আম্পায়ার আউট দেননি, তবে রিভিউ নিয়ে সাফল্য পায় অস্ট্রেলিয়া। ৯টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৪৮ রান করেন শেফালি। ভারত ৯৩ রান ৩ উইকেট হারায়। ব্যাট খরতে নামেন জেমিমা রডরিগেজ।

29 Jul 2022, 04:19:35 PM IST

ব্রাউনের ওভারে উঠল ১৭ রান

১১তম ওভারে ডার্সি ব্রাউনের প্রথম বলে চার মারেন হরমনপ্রীত। শেষ ৩টি বলে পরপর ৩টি চার মারেন শেফালি। ওভারে মোট ১৭ রান ওঠে। ১১ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৯২ রান। শেফালি ৯টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৪৮ রান করেছেন। ৬ বলে ১১ রান করেছেন হরমনপ্রীত।

29 Jul 2022, 04:14:13 PM IST

রান-আউট যস্তিকা

৯.১ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন যস্তিকা ভাটিয়া। পা পিছলে পড়ে যাওয়ায় ক্রিজে ফেরা সম্ভব হয়নি তাঁর পক্ষে। ভারত ৬৮ রানে ২ উইকেট হারায়। যস্তিকা ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ৮ রান করেন। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কউর। তিনি প্রথম বলেই চার মারেন। ১০ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৭৫ রান।

29 Jul 2022, 04:12:32 PM IST

ম্যাকগ্রার ওভারে ১৭ রান

নবম ওভারে তালিয়া ম্যাকগ্রার প্রথম ৩টি বলে পরপর ৩টি চার মারেন শেফালি। চতুর্থ বলে ২ রান নেন তিনি। তার পরেই একটি ওয়াইড বলে শেফালিকে স্টাম্প আউট করার সহজ সুযোগ হাতছাড়া করেন হিলি। তিনি বল ধরলেও স্টাম্পে লাগাতে পারেননি। আসলে বল ছিল তাঁর বাঁ-হাতে। তিনি বেল ফেলে দেন ডান-হাতে। সেই ওভারে মোট ১৭ রান ওঠে। ৯ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬৮ রান। ২৬ বলে ৩৫ রান করেছেন শেফালি।

29 Jul 2022, 04:02:23 PM IST

৫০ টপকাল ভারত

৮ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৫১ রান। ২১ বলে ২০ রান করেছেন শাফালি বর্মা। ১০ বলে ৭ রান করেছেন যস্তিকা ভাটিয়া। শেফালি ৩টি চার মেরেছেন।

29 Jul 2022, 03:57:59 PM IST

৭ ওভারে ভারত ১ উইকেটে ৪৪

পাওয়ার প্লের ৬ ওভারে ভারত ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান সংগ্রহ করে। ৭ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৪৪ রান। শেফালি ১৮ ও যস্তিকা ২ রানে ব্যাট করছেন।

29 Jul 2022, 03:46:45 PM IST

আউট হলেন মন্ধনা

তৃতীয় ওভারে গার্ডনারের প্রথম বলে চার মানের মন্ধনা। চতুর্থ ওভারে ব্রাউনের প্রথম ২টি বলকেই বাউন্ডারির বাইরে পাঠান স্মৃতি। ৩.৩ ওভারে ব্রাউনের অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটকিপার হিলির দস্তানায় ধরা পড়েন মন্ধনা। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার। ভারত ২৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যস্তিকা ভাটিয়া।

29 Jul 2022, 03:38:01 PM IST

জীবনদান পেলেন মন্ধনা

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মেগান শুট। ওভারের দ্বিতীয় বলে চার মারেন মন্ধনা। তৃতীয় বলে পয়েন্টে স্মৃতির ক্যাচ ছাড়েন হেইন্স। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১২ রান। ১১ রান করেছেন মন্ধনা।

29 Jul 2022, 03:31:20 PM IST

ম্যাচ শুরু

শেফালি বর্মাকে নিয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধনা। বোলিং শুরু করেন ডার্সি ব্রাউন। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন মন্ধনা। শেষ বলে ১ রান নেন তিনি। প্রথম ওভারে ৫ রান ওঠে।

29 Jul 2022, 03:22:06 PM IST

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

অ্যালিসা হিলি (উইকেটকিপার), বেথ মুনি, মেগ ল্যানিং (ক্যাপ্টেন), তালিয়া ম্যাকগ্রা, রাচেল হেইন্স, অ্যাশলেই গার্ডনার, গ্রেস হ্যারিস, জেস জোনাসেন, অ্যালানা কিং, মেগান শুট ও ডার্সি ব্রাউন।

29 Jul 2022, 03:19:44 PM IST

ভারতের প্রথম একাদশ

হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), জেমিমা রডরিগেজ, হার্লিন দেওয়ল, দীপ্তি শর্মা, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, মেঘনা সিং ও রেনুকা ঠাকুর।

29 Jul 2022, 03:03:29 PM IST

টস জিতল ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে টস জিতল ভারত। টস জিতে হরমনপ্রীত কউর শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, এজবাস্টনে রান তাড়া করবে অস্ট্রেলিয়া।

29 Jul 2022, 02:59:13 PM IST

সচিনরা পারেননি, হরমনপ্রীতরা পারবেন?

১৯৯৮ সালের কমনওয়েলথ গেমসে অজয় জাদেজার নেতৃত্বে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, হরভজন সিং, রোহন গাভাসকর, ভিভিএস লক্ষ্মণ, রবিন সিংরা। ভারত ইভেন্টের সেমিফাইনালেই উঠতে পারেনি। এবার হরমনপ্রীতদের সামনে দারুণ সুযোগ রয়েছে পদক জয়ের। তাঁরা কি পারবেন ইতিহাস গড়তে?

29 Jul 2022, 02:51:39 PM IST

ভারতের স্কোয়াড

হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, এস মেঘনা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড়, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেনুকা ঠাকুর, জেমিমা রডরিগেজ, রাধা যাদব, হার্লিন দেওয়ল, স্নেহ রানা।স্ট্যান্ড বাই: সিমরন দিল বাহাদুর, রিচা ঘোষ, পুনম যাদব।

29 Jul 2022, 02:51:39 PM IST

কমনওয়েলথ গেমস ক্রিকেটে ভারতের গ্রুপ ম্যাচের সূচি

২৯ জুলাই, শুক্রবার: বনাম অস্ট্রেলিয়া (বিকাল ৪টে ৩০)।
৩১ জুলাই, রবিবার: বনাম পাকিস্তান (বিকাল ৪টে ৩০)।
৩ অগস্ট, বুধবার: বনাম বার্বাডোজ (রাত ১১টা ৩০)।

29 Jul 2022, 02:51:39 PM IST

কমনওয়েলথ গেমস ক্রিকেটের গ্রুপ

গ্রুপ-এ: ভারত, অস্ট্রেলিয়া, বার্বাডোজ, পাকিস্তান।
গ্রুপ-বি: নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।

29 Jul 2022, 02:51:39 PM IST

কমনওয়েলথ গেমসে কামব্যাক ক্রিকেটের

২৪ বছর পরে মনওয়েলথ গেমসের আসরে ফিরে এল ক্রিকেট। ১৯৯৮ সালে কুয়ালা লামপুরে একবার মাত্র কমনওয়েলথ গেমসে দেখা গিয়েছিল ব্যাট-বলের লড়াই। এবার খেলা হচ্ছে শুধুমাত্র মেয়েদের টি-২০ ফর্ম্যাটে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS সেমিস্টারে 'না', তবে বদল বোর্ড পরীক্ষায়, কবে থেকে? CBSE-কে নির্দেশ কেন্দ্রের অসম ও বাংলাদেশের ওপর পৃথক ২টি ঘূর্ণাবর্ত, গ্রীষ্মের তীব্র গরমে বৃষ্টির পূর্বাভাস ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো শনিবারে এই কাজগুলি করেন না তো? শনিদেবের ক্রোধে আপনার সর্বনাশ হতে পারে নির্বাচনী পরীক্ষায় 'লেটার' পেল ত্রিপুরা, টেনেটুনে পাশ করল উত্তরপ্রদেশ ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স কাজলের ‘না বলা’ ক্রাশ ছিল অক্ষয়! এবার লন্ডনে একসঙ্গে পার্টি আরভ আর নাইসার আন্তর্জাতিক রুটে ডানা মেলতে ৩০টি নতুন A350-900 বিমান কিনছে ভারতের উড়ান সংস্থা

Latest IPL News

IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.