টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পরে ভারত নিজেদের উদ্যোগে ২টি গা ঘামানো ম্যাচে মাঠে নামে। তবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে সেই ম্যাচ দু'টি অফিসিয়াল প্র্যাক্টিস ম্যাচ ছিল না। অবশেষে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচ দিয়ে ভারত বিশ্বকাপের যথার্থ স্টেজ রিহার্সাল শুরু করে গাব্বায়। অজিদের বিরুদ্ধে শেষ ওভারের থ্রিলারে উত্তেজক জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখেন রোহিত শর্মারা।
ভারত ৬ রানে ম্যাচ জেতে
ভারতের ৭ উইকেটে ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৮০ রানে অল-আউট হয়ে যায়। ৬ রানের সংক্ষিপ্ত ব্যবধানে উত্তেজক ম্যাচ জেতে ভারত। অথচ একটা সময়ে ভারত ম্যাচ হারতে চলেছে বলে মনে হচ্ছিল। শেষ ওভারে মহম্মদ শামিই ম্য়াচ ঘুরিয়ে দেন। তিনি ১ ওভার বল করে মাত্র ৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
রিচার্ডসনের স্টাম্প ছিটকে দিলেন শামি
ম্যাচের শেষ বলে কেন রিচার্ডসনকে বোল্ড করেন শামি। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন রিচার্ডসন। ভারত ম্যাচের শেষ চারটি বলে টানা ৪টি উইকেট তুলে নেয়।
ইংলিংসকে ফেরালেন শামি
১৯.৫ ওভারে জোশ ইংলিশকে বোল্ড করেন শামি। ৩ বলে ১ রান করেন ইংলিস। অস্ট্রেলিয়া ১৮০ রানে ৯ উইকেট হারায়।
রান-আউট এগর
১৯.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন অ্যাস্টন এগর। ১ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ১৮০ রানে ৮ উইকেট হারায়।
শামির বলে কামিন্সর দুর্দান্ত ক্যাচ কোহলির
শেষ ওভারে ১১ রান দরকার অস্ট্রেলিয়ার। বল করতে আসেন মহম্মদ শামি। তিনি তৃতীয় বলে আউট করেন প্যাট কামিন্সকে। বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য ক্যাচ ধরেন কোহলি। ৬ বলে ৭ রান করেন কামিন্স। অস্ট্রেলিয়া ১৮০ রানে ৭ উইকেট হারায়।
রান-আউট ডেভিড
১৮.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন টিম ডেভিড। ২ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। কোহলির দুর্দান্ত থ্রোয়ে ডেভিডের ইনিংসে দাঁড়ি পড়ে যায়। অস্ট্রেলিয়া ১৭১ রানে ৬ উইকেট হারায়। ১৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৭৬ রান।
ফিঞ্চকে ফেরালেন হার্ষাল
১৮.১ ওভারে হার্ষাল প্যাটেলের বলে বোল্ড হলেন অ্যারন ফিঞ্চ। ৫৪ বলে ৭৬ রান করেন অজি দলনায়ক। মারেন ৭টি চার ও ৩টি ছক্কা। অস্ট্রেলিয়া ১৭১ রানে ৫ উইকেট হারায়।
স্টইনিসকে ফেরালেন অর্শদীপ
১৭.২ ওভারে অর্শদীপ সিংয়ের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন মার্কাস স্টইনিস। ৭ বলে ৭ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ১৫৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম ডেভিড। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৭১ রান। ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন ফিঞ্চ। শেষ বলে চার মারেন ডেভিড।
১৫০ টপকাল অস্ট্রেলিয়া
৪ ওভারের বোলিং কোট পূর্ণ করলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৩১ রান খরচ করেন। কোনও উইকেট পাননি। ১৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১৫৮ রান। ৭১ রানে ব্যাট করছেন অ্যারন ফিঞ্চ। ৭ রান করেছেন স্টইনিস।
ম্য়াক্সওয়েলকে ফেরালেন ভুবি
১৫.৩ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে দীনেশ কার্তিকের দস্তানায় ধরা পড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ১৬ বলে ২৩ রান করেন তিনি। মারেন ৪টি চার। অস্ট্রেলিয়া ১৪৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্কাস স্টইনিস। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১৪৮ রান। ৪ ওভারে ৩৯ রান দরকার তাদের।
ম্যাক্সওয়েলের ক্যাচ ছাড়লেন চাহাল
১৪.৪ ওভারে নিজের বলেই গ্লেন ম্যাক্সওয়েলের ক্যাচ ছাড়েন যুজবেন্দ্র চাহাল। ওভারের শেষ বলে চার মারেন গ্লেন। ১৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করেছে। ফিঞ্চ ৬৪ ও ম্যাক্সওয়েল ২৩ রানে ব্যাট করছেন।
ফিঞ্চের হাফ-সেঞ্চুরি
৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যারন ফিঞ্চ। ১৪তম ওভারে অর্শদীপ সিংয়ের বলে জোড়া বাউন্ডারি মারেন তিনি। ১৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান। ফিঞ্চ ৬২ ও ম্যাক্সওয়েল ১৬ রানে ব্যাট করছেন।
চাহালকে পেটালেন ম্যাক্সওয়েল
১৩তম ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ৩টি চার মারেন গ্লেন ম্যাক্সওয়েল। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১১৭ রান। ফিঞ্চ ৪৭ ও ম্য়াক্সওয়েল ১৬ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল অস্ট্রেলিয়া
১২তম ওভারে হার্দিক পান্ডিয়া ৫ রান খরচ করেন। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১০২ রান। ৪৫ রানে ব্যাট করছেন অ্যারন ফিঞ্চ। ৩ রান করেছেন ম্যাক্সওয়েল।
স্মিথকে ফেরালেন চাহাল
১১তম ওভারে বল করতে আসেন যুজবেন্দ্র চাহাল। তিনি ওভারের চতুর্থ বলে বোল্ড করেন স্টিভ স্মিথকে। ১২ বলে ১১ রান করে মাঠ ছাড়েন স্মিথ। অস্ট্রেলিয়া ৯৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। ওভারের শেষ বলে তাঁর ক্যাচ ছাড়েন কার্তিক।
১০ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ৯৩
অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৯৪ রান। জয়ের জন্য ১০ ওভারে তাদের দরকার ৯৩ রান। ফিঞ্চ ৪১ রানে ব্যাট করছেন। ৩২ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন। স্মিথ ১০ বলে ১০ রান করেছেন। তিনি ১টি ছক্কা মেরেছেন। দশম ওভারে হার্ষালের বলে ১৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ১টি ছক্কা মারেন স্মিথ ও ১টি ছক্কা হাঁকান ফিঞ্চ।
টাইট বোলিং অশ্বিনের
নবম ওভারে অশ্বিন মাত্র ৩ রান খরচ করেন। ৯ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৭৯ রান সংগ্রহ করেছে। ফিঞ্চ ৩৩ ও স্মিথ ৩ রানে ব্যাট করছেন।
হার্দিকের ওভারে ৭ রান
অষ্টম ওভারে হার্দিকের বলে ১টি চার মারেন ফিঞ্চ। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৭৬ রান। ফিঞ্চ ৩১ রানে ব্যাট করছেন। ২ রান করেছেন স্মিথ।
অশ্বিনের ওভারে ৫ রান
সপ্তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন রবিচন্দ্রন অশ্বিন। বাড়তি ১ রান আসে লেগ-বাই হিসেবে। ৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৬৯ রান। ২৫ রানে ব্যাট করছেন ফিঞ্চ।
মিচেল মার্শ আউট
ষষ্ঠ ওভারে বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলে চার মারেন মার্শ। দ্বিতীয় বলে ছক্কা মারেন তিনি। চতুর্থ বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মার্শ। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৫ রান করে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়া ৬৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ। পাওয়ার প্লে-র খেলা শেষ।
৫০ টপকাল অস্ট্রেলিয়া
পঞ্চম ওভারে অশ্বিন ১৪ রান খরচ করেন। তাঁর ওভারে ২টি চার মারেন ফিঞ্চ। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৫২ রান। ফিঞ্চ ও মার্শ উভয়েই ব্যক্তিগত ২৩ রানে ব্যাট করছেন।
হার্ষালের ওভারে ১১ রান
চতুর্থ ওভারে বল করতে আসেন হার্ষাল প্যাটেল। ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন ফিঞ্চ। ওভারে মোট ১১ রান ওঠে। ৪ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩৮ রান। ফিঞ্চ ১৫ ও মার্শ ২২ রানে ব্যাট করছেন।
হার্দিককে চার-ছক্কায় স্বাগত
তৃতীয় ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। তাঁর প্রথম বলেই চার মারেন ফিঞ্চ। তৃতীয় বলে চার মারেন মার্শ। চতুর্থ বলে ছক্কা হাঁকান তিনি। ওভারে মোট ১৮ রান ওঠে। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২৭ রান। মার্শ ২১ রানে ব্যাট করছেন।
নিয়ন্ত্রিত বোলিং অর্শদীপের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। তাঁর ওভারে মোটে ৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ১টি চার মারেন মিচেল মার্শ। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৯ রান। ৮ রান করেছেন মার্শ।
অস্ট্রেলিয়ার রান তাড়া শুরু
মিচেল মার্শকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অ্যারন ফিঞ্চ। বোলিং শুরু করেন ভুবনেশ্বর। চতুর্থ বলে চার মেরে খাতা খোলেন মার্শ। প্রথম ওভারে চার রান ওঠে।
বড় ইনিংস ভারতের
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৬ রান সংগ্রহ করেছে। সুতরাং, জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১৮৭ রান।
ছক্কা হাঁকিয়ে আউট অশ্বিন
মাঠে নেমে প্রথম বলেই ছক্কা মারেন রবিচন্দ্রন অশ্বিন। তবে ইনিংসের একেবারে শেষ বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন তিনি। ২ বলে ৬ রান করেন অশ্বিন। কেন রিচার্ডসন ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। অক্ষর প্যাটেল ৬ বলে ৬ রান করে মাঠ ছাড়েন।
হাফ-সেঞ্চুরি করে আউট সূর্যকুমার
১৯.৩ ওভারে কেন রিচার্ডসনের বলে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। পরের বলে বোলারার হাতেই সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন সূর্যকুমার। ভারত ১৮০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন।
স্টার্কের ওভারে ৪ রান
১৯তম ওভারে মিচেল স্টার্কের বলে মাত্র ৪ রান সংগ্রহ করে ভারত। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৭৫ রান। সূর্যকুমার ৪৬ রানে ব্যাট করছেন।
কামিন্সকে চার-ছক্কা সূর্যকুমারের
১৮তম ওভারে প্যাট কামিন্সের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৭১ রান। সূর্যকুমার যাদব ২৬ বলে ৪৫ রান করেছেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
দীনেশ কার্তিক আউট
১৬.৪ ওভারে কেন রিচার্ডসনের বলে বাউন্ডারি লাইনে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন দীনেশ কার্তিক। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২০ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ১৫৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অক্ষর প্যাটেল। ১৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৭ উইকেটে ১৫৭ রান।
স্টইনিসের ওভারে ৯ রান
১৬তম ওভারে স্টইনিসের প্রথম বলেই চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ৯ রান ওঠে। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৪৭ রান। সূর্যকুমার ৩২ ও কার্তিক ১২ রানে ব্যাট করছেন।
অ্যাস্টনকে ছক্কা হাঁকালেন কার্তিক
১৫তম ওভারে অ্যাস্টন এগরের পঞ্চম বলে ছক্কা হাঁকান দীনেশ কার্তিক। ওভারে মোট ১০ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৩৮ রান। সূর্যকুমার ২৬ ও কার্তিক ১০ রানে ব্যাট করছেন।
হার্দিক পান্ডিয়া আউট
১৩.৪ ওভারে কেন রিচার্ডসনের বলে ডেভিডের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। স্লো বাউন্সারে আপার কাট করতে গিয়ে শর্ট থার্ডম্যান ফিল্ডারের হাতে সহজ ক্যাচ দেন পান্ডিয়া। তিনি ৫ বলে ২ রান করেন। ভারত ১২৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক।
বিরাট কোহলি আউট
১২.২ ওভারে মিচেল স্টার্কের বলে চার মারেন বিরাট কোহলি। পরের বলে মিচেল মার্শের হাতে ধরা পড়েন তিনি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন কোহলি। ভারত ১২২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১২৫ রান।
ম্যাক্সওয়েলের ওভারে ১১ রান
১২তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের পঞ্চম বলে চার মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ১১ রান ওঠে। ১২ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১১৭ রান।
১০০ টপকাল ভারত
১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। এগরের প্রথম বলে ছক্কা মারেন কোহলি। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে জোড়া বাউন্ডারি মারেন সূর্যকুমার। ওভারে মোট ১৭ রান ওঠে। ১১ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১০৬ রান। কোহলি ১৩ ও সূর্যকুমার ১৫ রানে ব্যাট করছেন।
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভারের খেলা শেষ। ভারতের স্কোর ২ উইকেটে ৮৯ রান। টিম ডেভিড নিজের প্রথম ওভারে ৭ রান খরচ করেন। কোহলি ৬ ও সূর্যকুমার ৫ রানে ব্যাট করছেন।
রোহিত শর্মা আউট
৮.২ ওভারে অ্যাস্টন এগরের বলে গ্লেন ম্য়াক্সওয়েলের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১৫ রান করেন তিনি। ভারত ৮০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৮২ রান।
লোকেশ রাহুল আউট
৭.৩ ওভারে গ্লেন ম্য়াক্সওয়েলের বলে অ্যাস্টন এগরের হাতে ধরা পড়েন লোকেশ রাহুল। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন তিনি। ভারত ৭৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি।
অ্যাস্টনের ওভারে ৬ রান
সপ্তম ওভারে অ্যাস্টন এগর ৬ রান খরচ করেন। ৭ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৭৫ রান। রাহুল ৫৫ রানে ব্যাট করছেন। ১৪ রান করেছেন রোহিত শর্মা।
হাফ-সেঞ্চুরি রাহুলের
৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। ম্যাক্সওয়েলের ওভারে ১টি ছয় ও ১টি চার মারেন রোহিত শর্মা। ওভারে মোট ১৩ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৬৯ রান। রাহুল ৫০ ও রোহিত ১৩ রানে ব্যাট করছেন।
খাতা খুললেন রোহিত, ৫০ টপকাল ভারত
পঞ্চম ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন রোহিত শর্মা। তৃতীয় বলে ছক্কা মেরে ভারতকে দলগত ৫০ রানের গণ্ডি পার করান লোকেশ রাহুল। ৫ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫৬ রান। ৪৯ রানে ব্যাট করছেন রাহুল।
স্টইনিসের ওভারে ২০ রান তোলে ভারত
চতুর্থ ওভারে বল করতে আসেন মার্কাস স্টইনিস। ওভারে মোট ২০ রান সংগ্রহ করে ভারত। ওভারে ১টি ছক্কা ও ৩টি চার মারেন লোকেশ রাহুল। ৪ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৪৭ রান। লোকেশ রাহুল ২২ বলে ৪৩ রান করেছেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। এখনও খাতা খোলেননি রোহিত শর্মা। তিনি মাত্র ২টি বল খেলেছেন।
কামিন্সের ওভারে ১১ রান
তৃতীয় ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। ওভারে মোট ১১ রান সংগ্রহ করে ভারত। ওভারের প্রথম বলেই ছক্কা মারেন রাহুল। তৃতীয় বলে চার মারেন তিনি। ৩ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৭ রান। রাহুল ১৬ বলে ২৩ রান করেছেন।
রিচার্ডসনকে বাউন্ডারি রাহুলের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন কেন রিচার্ডসন। ওভারের চতুর্থ বলে চার মারেন লোকেশ রাহুল। ওভারে মোট ৭ রান ওঠে। ২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ১৬ রান। রাহুল ১২ রানে ব্যাট করছেন।
ম্যাচ শুরু
ভারতের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন রাহুল। পঞ্চম বলে চার মারেন রাহুল। প্রথম ওভারে ৯ রান ওঠে। ৮ রান করেছেন লোকেশ।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশ ঘোষণা করে। তারা শুরুতে মাঠে নামাচ্ছে অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, জোশ ইংলিস, অ্যাস্টন এগর, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসনকে।
ভারতের প্রথম একাদশ
প্রস্তুতি ম্যাচ বলেই ভারত আলাদা করে প্লেয়িং ইলেভেন ঘোষণা করেনি। তারা স্কোয়াডের ১৫ জন ক্রিকেটারকেই টিম লিস্টে রাখে। ঘুরে ফিরে মাঠে নামতে পারেন যে কেউ। তবে ভারত টিম লিস্টে যে ব্যাটিং অর্ডার চিহ্নিত করেছে, সেই অনুযায়ী ব্যাট করতে নামতে পারেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং। ১২ থেকে ১৫ নম্বরে নাম রয়েছে যথাক্রমে যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, ঋষভ পন্ত ও দীপক হুডার।
টস জিতল অস্ট্রেলিয়া
ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ। সুতরাং, গাব্বায় রান তাড়া করবে অস্ট্রেলিয়া।
পিচ ও আবহাওয়ার আপডেট
মেঘাচ্ছন্ন আবহওয়া। তাই ম্যাচের শুরুর দিকে সুইং বোলাররা সুবিধা পেতে পারেন। অস্ট্রেলিয়ার পিচে স্বাভাবিকভাবেই বাউন্স থাকবে। ব্যাটে বল আসবে। তাই রান রানও উঠতে পারে বিস্তর।
বিশ্বকাপের আগে ভারত ক'টি প্র্যাক্টিস ম্যাচ খেলবে?
সোমবার অনুশীলন ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বুধবার আরও একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে রোহিতদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দু'টি প্র্যাক্টিস ম্যাচ খেলার পরে ভারত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে।
কোন চ্যানেলে দেখা যাবে খেলা?
ভারত বনাম অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টসে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-১ হিন্দি ও স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি চ্যানেলে। ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। ম্যাচ শুরু ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটে।
ভারতের চোখ থাকবে উইকেটকিপার বাছাইয়ে
প্রস্তুতি ম্যাচের ব্যাটিংয়ের নিরিখেই ভারত স্থির করবে বিশ্বকাপের শুরুতে তাদের প্রথম পছন্দের উইকেটকিপার কে হবেন। আপাতত দীনেশ কার্তিককে এক পা এগিয়ে দেখাচ্ছে। তবে অনুশীলন ম্যাচে ঋষভ পন্ত বড় রানের ইনিংস খেললে ছবিটা বদলে যেতে পারে।
রিজার্ভ ক্রিকেটাররা মাঠে নামতে পারবেন না
ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া বিশ্বকাপের অফিসিয়াল প্র্যাক্টিস ম্যাচে নেট বোলার বা রিজার্ভ ক্রিকেটাররা মাঠে নামতে পারবেন না। ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যাবে মূল স্কোয়াডের ১৫ জন ক্রিকেটারকে। ভারতের ব্যাটিং লাইন-আপ তুলনায় পরীক্ষিত। টিম ইন্ডিয়া খোঁজ চালাবে যথাযথ বোলিং কম্বিনেশনের।
নজর থাকবে শামির দিকে
বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২টি টি-২০ সিরিজ জিতলেও ভারতের বোলাররা যথেচ্ছ মার খান। জসপ্রীত বুমরাহর অভাব স্পষ্ট টের পায় টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই বুমরাহর পরিবর্ত হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে ঢোকা মহম্মদ শামিকে নিয়ে ভারতীয় সমর্থকদের প্রত্যাশা বিপুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সঙ্গত কারণেই সবার চোখ থাকবে শামির পারফর্ম্যান্সের দিকে।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, মহম্মদ শামি ও অর্শদীপ সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।