বাংলা নিউজ > ময়দান > IND vs BAN 2nd Test: মেহেদি আগুনে কাঁপছে ভারতের ব্যাটিং, তৃতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪৫/৪, জিততে চাই ১০০ রান
তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট তোলে ভারত। ছবি- এপি।

IND vs BAN 2nd Test: মেহেদি আগুনে কাঁপছে ভারতের ব্যাটিং, তৃতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪৫/৪, জিততে চাই ১০০ রান

India vs Bangladesh 2nd Test Day 3 Live Score: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ পুরোটাই ভারতের পক্ষে ছিল, তবে মাত্র ১৪৫ রান তাড়া করতে নেমে নিজেরাই লড়াই কঠিন করে ফেলেছে ভারতের ব্যাটাররা। তারা ৫০-ও করতে পারেনি, কিন্তু ৪ উইকেট হারিয়ে বসে রয়েছে। জিততে হলে চতুর্থ দিন চাই ১০০ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

ভারত কি পারবে দ্বিতীয় টেস্ট জিততে? ম্যাচে এখন ফিফটি-ফিফটি পরিস্থিতি। মেহেদি হাসানের আগুনে বোলিংয়ে কোণঠাঁসা ভারত। চেতেশ্বর পূজারা, শুভমন গিল, বিরাট কোহলির মতো গুরুত্বপূর্ণ ৩টি উইকেট তুলে নিয়ে ভারতকে বড় ধাক্কা দিয়েছেন। শাকিব আল হাসান নিয়েছেন ১ উইকেট।

এ দিকে ভারতও চমক দিয়েছেন ব্যাটিং অর্ডারে। চারে কোহলির জায়গায় নামিয়েছিল অক্ষর প্যাটেলকে। আর পন্ত, শ্রেয়সদের বাদ দিয়ে ছয়ে জয়দেব উনাদকাটকে নামিয়ে কিছুটা জুয়াই খেলেছে ভারত। যাইহোক এখন ক্রিজে লড়াই চলাচ্ছেন অক্ষর (২৬) আর উনাদকাটই (৩)।

24 Dec 2022, 04:53:28 PM IST

তৃতীয় দিনের শেষে বেহাল দশা ভারতের

মাত্র ১৪৫ রান তাড়া করতে নেমে বেহাল দশা ভারতের ব্যাটিংয়ের। ৪৫ রানে তারা ৪ উইকেট হারিয়ে বসে রয়েছে। তৃতীয় দিনের শেষে ম্যাচ কিন্তু ফিফটি-ফিফটি। কারণ জিততে হলে ভারতের আর মাত্র ১০০ রান প্রয়োজন ঠিকই, কিন্তু যে হারে উইকেট পড়ছে, তাতে বাংলাদেশ যদি ১০০ রানের মধ্যে ভারতের আরও ৬ উইকেট ফেলে দেয়, অবাক হওয়ার কিছু থাকবে না। 

24 Dec 2022, 04:29:53 PM IST

কোহলি আউট

ভারতীয় ব্যাটিং লাইন আপের বেহাল দশা। প্রথম সারির চার ব্যাটারই ল্যাজেগোবরে হয়ে ফিরে গেলেন সাজঘরে। চতুর্থ উইকেটটি পড়ল কোহলির। তাঁকেও ফেরালেন মেহেদি হাসান। এই নিয়ে তিন নম্বর উইকেট নিল মেহেদি। কোহলি ২২ বল খেলে ১ রান করে মোমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। পরিবর্তে ক্রিজে এলেন জয়দেব উনাদকাট। এটাও চমক। ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ারদের বদলে ছয়েই নামানো হল উনাদকাটকে। ২০ ওভার শেষে ৪ উইকেটে ৩৮ রান ভারতের। ৪৩ বলে অক্ষর প্যাটেলের সংগ্রহ ২১ রান। ১ বলে ১ রান করেছেন উনাদকাট।

24 Dec 2022, 04:00:00 PM IST

আউট হলেন শুভমন

পূজারার মতোই আউট হলেন শুভমন। মেহেদি হাসানের বলে নুরুল হাসান স্টাম্প করেন শুভমনকে। ৩৫ বল খেলে মাত্র ৭ রান করেন শুভমন। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার বিরটা কোহলি। ১৪ ওভার শেষে ২৯  রানে ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে ভারত।

24 Dec 2022, 03:55:54 PM IST

কোহলির জায়গায় কেন নামলেন অক্ষর?

আট ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তবে পূজারা আউট হলে কোহলির বদলে নামেন অক্ষর প্য়াটেলষ কিন্তু কেন? ভারত কি কোনও চমক দিতে চেয়েছে?

24 Dec 2022, 03:52:43 PM IST

পূজারা আউট

অষ্টম ওভারের প্রথম বলে মেহেদি হাসান মিরাজ ফেরান পূূজারাকে। কিপার নুরুল হাসান স্টাম্প করেন। ১২ বলে ৬ করেছেন পূজারা। ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১২ করেছে ভারত। পূজারার পরিবর্তে ক্রিকেট এসেছেন অক্ষর প্যাটেল। তাঁকে চারে নামিয়ে চমক দিল ভারত।

24 Dec 2022, 03:25:53 PM IST

রাহুল আউট

ফের ব্যর্থ হলেন কেএল রাহুল। তৃতীয় ওভারের প্রথম বলেই মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন রাহুল। শাকিব আল হাসানের উইকেটকিপার নুরুল হাসান ক্যাচ ধরেন। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন প্লেয়ার চেতেশ্বর পূজারা। ৩ ওভার শেষে ১ উইকেটে ৪ রান ভারতের।

24 Dec 2022, 03:23:30 PM IST

ভারতের রান তাড়া করা শুরু

ভারতের লক্ষ্য খুব বেশি নয়। তবে অঘটন ঘটাও অসম্ভব কিছু নয়। কেএল রাহুল এবং শুভমন গিল ওপেন করতে নেমেছেন। ভারতের লক্ষ্য ১৪৫ রান।

24 Dec 2022, 03:02:36 PM IST

বাংলাদেশের লিড মাত্র ১৪৪, ভারতের সামনে ২-০ করার বড় সুযোগ

বাংলাদেশ মাত্র ১৪৪ রানের লিড পায়। যে কারণে ভারতের সামনে সিরিজ ২-০ করার বড় সুযোগ। মাত্র ১৪৫ রান করলেই দ্বিতীয় টেস্ট পকেটে পুড়ে ফেলবে কেএল রাহুলরা।

24 Dec 2022, 02:59:37 PM IST

রান আউট খালিদ আহমেদ

শুভমন গিল এবং অক্ষর প্যাটেলের যৌথ প্রচেষ্টার রানআউট হলেন খালিল আহমেদ। ৯ বলে ৪ করে আউট হন তিনি।খালিদ আউট হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ১০ নম্বর উইকেট পড়ল। ২৩১ রানে অল আউট হয়ে গেল তারা।

24 Dec 2022, 02:55:19 PM IST

তাইজুলকে ফেরালেন অশ্বিন

লিটন দাস আউট হওয়ার পরের ওভারের প্রথম বলেই ৫ বলে ৪ রান করে তাইজুল ইসলামও আউট হলেন। অশ্বিনের বলে এলবিডব্লিউ হন তাইজুল। ২২০ রানে নবম উইকেট হারাল বাংলাদেশ।

24 Dec 2022, 02:34:41 PM IST

লিটন দাসকে ফেরালেন সিরাজ

বাংলাদেশের হাল ধরে রেখেছিলেন লিটন দাস। তবে ৬৭ তম ওভারের প্রথম বলে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন। তাঁর সংগ্রহ ৯৮ বলে ৭৩ রান। ২১৯ রানে অষ্টম উইকেট হারিয়ে বসে থাকল বাংলাদেশ।

24 Dec 2022, 02:16:34 PM IST

২০০ টপকাল বাংলাদেশ

৬১তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ৬৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২১২ রান। সুতরাং, ১২৫ রানে এগিয়ে রয়েছে তারা। লিটন দাস ৬৯ ও তাস্কিন আহমেদ ২১ রানে ব্যাট করছেন।

24 Dec 2022, 01:45:09 PM IST

চায়ের বিরতি

তৃতীয় দিনের চায়ের বিরতি পর্যন্ত ৬০ ওভার ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করেছে। সুতরাং প্রথম ইনিংসের ৮৭ রানের খামতি বাদ দিয়ে বাংলাদেশের হাতে লিড রয়েছে ১০৮ রানের। লিটন দাস ৭৮ বলে ৫৮ রান করে অপরাজিত রয়েছেন। তিনি ৫টি চার মেরেছেন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৫ রান করেছেন তাস্কিন আহমেদ। অক্ষর প্যাটেল ৫৮ রানে ৩ উইকেট নিয়েছেন।

24 Dec 2022, 01:37:53 PM IST

হাফ-সেঞ্চুরি লিটনের

৪টি বাউন্ডারির সাহায্যে ৭৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিটন দাস। ৫৮.১ ওভারে অশ্বিনের বলে তাঁর ক্যাচ ছাড়েন কোহলি।

24 Dec 2022, 01:18:53 PM IST

নুরুলকে ফেরালেন অক্ষর

৫৩.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে নুরুল হাসানকে স্টাম্প-আউট করেন ঋষভ পন্ত। ২৯ বলে ৩১ রান করেন নুরুল। মারেন ২টি চার ও ১টি ছক্কা। বাংলাদেশ ১৫৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তাস্কিন আহমেদ। বাংলাদেশের হাতে লিড রয়েছে ৭২ রানের। ৪১ রানে ব্যাট করছেন লিটন দাস।

24 Dec 2022, 01:05:53 PM IST

৫০ ছাড়াল বাংলাদেশের লিড

৫০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুলেছে বাংলাদেশ। সুতরাং, তাদের হাতে লিড রয়েছে ৫৯ রানের। ১৬ বলে ২৪ রান করেছেন নুরুল হাসান। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা। ৪৯ বলে ৩৬ রান করেছেন লিটন দাস। তিনি ৪টি চার মেরেছেন।

24 Dec 2022, 12:49:05 PM IST

মেহেদিকে ফেরালেন অক্ষর

৪৫.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মেহেদি হাসান মিরাজ। ৫ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। বাংলাদেশ ১১৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নুরুল হাসান।

24 Dec 2022, 12:28:07 PM IST

জাকির হাসান আউট

৪২.৪ ওভারে উমেশ যাদবের বলে মহম্মদ সিরাজের হাতে ধরা পড়েন জাকির হাসান। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৩৫ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ১০২ রানে ৫ উইকেট হারায়। তাদের হাতে রয়েছে মাত্র ১৫ রানের লিড। লিটন ব্যাট করছেন ১৬ রানে। ব্যাট করতে নামেন মেহেদি হাসান মিরাজ।

24 Dec 2022, 12:19:07 PM IST

জাকিরের হাফ-সেঞ্চুরি

৫টি বাউন্ডারির সাহায্যে ১২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জাকির হাসান। ৪১ ওভার শেষে বালাদেশের স্কোর ৪ উইকেটে ১০০ রান। জাকির ৫১ ও লিটন ১৪ রানে ব্যাট করছেন।

24 Dec 2022, 12:13:37 PM IST

লিড নেওয়া শুরু বাংলাদেশের

৪০ ওভার শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৯০ রান তুলেছে। সুতরাং, প্রথম ইনিংসে ৮৭ রানের খামতি মিটিয়ে মাত্র ৩ রানে এগিয়ে রয়েছে তারা। ৪৭ রানে ব্যাট করছেন জাকির হাসান। ৮ রানে ব্যাট করছেন লিটন দাস।

24 Dec 2022, 11:55:34 AM IST

লাঞ্চের পরে খেলা শুরু

৩৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৮১ রান। ১০৪ বলে ৪২ রান করেছেন জাকির হাসান। ১১ বলে ৫ রান করেছেন লিটন দাস। জাকির ৫টি চার মেরেছেন।

24 Dec 2022, 11:09:00 AM IST

লাঞ্চের বিরতি

প্রথম ইনিংসের নিরিখে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ তৃতীয় দিনের লাঞ্চে ৪ উইকেটের বিনিময়ে ৭১ রান তুলেছে। সুতরাং, এখনও ১৬ রানে পিছিয়ে রয়েছে তারা। জাকির হাসান ৯৬ বলে ৩৭ রান করেছেন। মেরেছেন ৫টি চার। ৭ বল খেলে এখনও খাতা খোলেননি লিটন দাস। ১টি করে উইকেট নিয়েছেন অশ্বিন, সিরাজ, উনাদকাট ও অক্ষর।

24 Dec 2022, 10:59:44 AM IST

মুশফিকুর রহিম আউট

৩১.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। ১৯ বলে ৯ রান করেন তিনি। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭০ রানে ৪ উইকেট হারায়। এখনও প্রথম ইনিংসের নিরিখে ১৭ রানে পিছিয়ে রয়েছে তারা। ব্যাট করতে নামেন লিটন দাস।

24 Dec 2022, 10:49:17 AM IST

লড়ছেন জাকির

৩০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৬৬ রান। ৮৬ বলে ৩২ রান করেছেন জাকির হাসান। মেরেছেন ৪টি চার। ১৮ বলে ৯ রান করেছেন মুশফিকুর রহিম।

24 Dec 2022, 10:25:49 AM IST

শাকিবকে ফেরালেন উনাদকাট

২৪.৪ ওভারে জয়দেব উনাদকাটের বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন শাকিব আল হাসান। ৩৬ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন শাকিব। মারেন ১টি চার। বাংলাদেশ ৫১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম।

24 Dec 2022, 10:20:32 AM IST

৫০ টপকাল বাংলাদেশ

২৪ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৫১ রান। জাকির হাসান ২৬ রান করেছেন। ১৩ রানে ব্যাট করছেন শাকিব আল হাসান।

24 Dec 2022, 10:02:18 AM IST

জাকিরকে নিয়ে প্রতিরোধ গড়ছেন শাকিব

২০ ওভার শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৪২ রান সংগ্রহ করেছে। ২১ বলে ১২ রান করেছেন শাকিব আল হাসান। মেরেছেন ১টি চার। ৫৯ বলে ১৯ রান করেছেন জাকির হাসান। মেরেছেন ২টি চার। 

24 Dec 2022, 09:40:18 AM IST

মোমিনুলকে ফেরালেন সিরাজ

১২.৫ ওভারে মহম্মদ সিরাজের বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন মোমিনুল হক। ৯ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলাদেশ ২৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান।

24 Dec 2022, 09:14:57 AM IST

নাজমুলকে ফেরালেন অশ্বিন

দিনের দ্বিতীয় ওভারে বল করতে আসেন অশ্বিন। ওভারের পঞ্চম বলে নাজমুলের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নিলেও সিদ্ধান্ত বদল করতে হয়নি আম্পায়ারকে। ঠিক তার পরের বলেই ফের শান্তর বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন জানায় ভারত। এবার আম্পায়ার আউট দেন। ব্য়াটসম্যান রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। সুতরাং, ৭.৬ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ৩১ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলাদেশ ১৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মোমিনুল হক।

24 Dec 2022, 09:03:05 AM IST

তৃতীয় দিনের খেলা শুরু

তৃতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় বলে চার মেরে স্কোরবোর্ড চালু করেন জাকির।

24 Dec 2022, 09:00:13 AM IST

দ্বিতীয় দিনের স্কোর

দ্বিতীয় দিনে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৩১৪ রানে। ঋষভ পন্ত ৯৩ ও শ্রেয়স আইয়ার ৮৭ রান করে সাজঘরে ফেরেন। ৪টি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও শাকিব আল হাসান। প্রথম ইনিংসের নিরিখে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৭ রান তোলে।

24 Dec 2022, 09:00:13 AM IST

প্রথম দিনের স্কোর

মীরপুরের দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে প্রথম দিনেই শাকিবরা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যান ২২৭ রানে। মোমিনুল হক দলের হয়ে সব থেকে বেশি ৮৪ রান করেন। ভারতের হয়ে উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন ৪টি করে উইকেট দখল করেন। ২টি উইকেট পকেটে পোরেন ১২ বছর পরে টেস্টের আঙিনায় ফিরে আসা জয়দেব উনাদকাট। জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১৯ রান তোলে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দুর্গাপুরে BJP নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলি দুষ্কৃতীর বিরুদ্ধে ‘হিন্দু ভোট হারানোর ভয়ে আমাকে INDIA জোটে নেওয়া হয়নি’ বিস্ফোরক অভিযোগ আজমলের ‘‌এভাবে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই থামানো যাবে না’‌, ফোঁস করলেন বোস ডাকনাম 'লেনিন', বাবা CPIM-র হোলটাইমার, মাধ্যমিকে তৃতীয় উদয়ন হতে চায় ডাক্তার! রিঙ্কুর বিশ্বকাপ থেকে বাদ পড়ার পিছনে জয়ের নেশায় মত্ত KKR-এর কি কোনও দায় নেই? হীরামান্ডি, শয়তান: এই সপ্তাহান্তে OTT-তে এসেছে কোন ছবি-সিরিজ? আমরাই চ্যাম্পিয়ন হব- সমর্থকদের ফাইনাল জেতার আশ্বাসবাণী দিলেন দিমিত্রি পেত্রাতোস 'সমবয়সী একজন অভিনেতা সব ছবিতে আছেন, আর আমি...', দীপঙ্করের নিশানায় কি পরাণ? ‘গালে বা কপালে চুমু..', বাথরুমে রোম্যান্সে মজে রাণী-দুর্জয়, সমালোচনার জবাব অর্কর 'শাহজাদা ভয়ে আমেঠি ছেড়ে পালিয়েছে…', বাংলার মাটি থেকে রাহুলকে কড়া কটাক্ষ মোদীর

Latest IPL News

রিঙ্কুর বিশ্বকাপ থেকে বাদ পড়ার পিছনে জয়ের নেশায় মত্ত KKR-এর কি কোনও দায় নেই? কে বলেছে রিঙ্কু IPL-এ খারাপ খেলছে! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়ায় গর্জে উঠলেন নায়ার সবকিছু নিজের পক্ষে আসবে না, ‘বড় কুর্সি’-তে বসে MI-র অধিনায়কত্ব নিয়ে বললেন রোহিত ৪ বছর আগের বিভীষিকা ফিরল রায়নার জীবনে,দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন প্রাক্তন তারকা ICC-র নিয়মে যে কত বড় ফাঁক আছে, চোখে আঙুল দিয়ে দেখাল IPL-র DRS! হতে পারত বিতর্ক ইনিংসে সর্বাধিক ছক্কা, সব থেকে কম রানে জয়, SRH vs RR ম্যাচের ৩টি বড় রেকর্ড IPL 2024: শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে RR-এর থেকে জয় ছিনিয়ে নিল SRH! ১ রানে জিতল T20 WC 2024: কে হবে বুমরাহর পেস পার্টনার? হার্দিকের ভূমিকা নিয়ে মুখ খুললেন রোহিত দলে হার্দিকের কোনও বিকল্প হতে পারে না- পান্ডিয়াকে নিয়ে নিজের যুক্তি দিলেন আগরকর আমাদের কয়েকটা জিনিস এখনও ঠিক করতে হবে- জিতেও নিজেদের ভুল খুঁজছেন কেএল রাহুল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.