সুযোগ থাকা সত্ত্বেও চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ফলো-অন করায়নি ভারত। টিম ইন্ডিয়ার ৪০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল-আউট হয়ে যায়। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ২৫৪ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থাকে ভারত।
পাঁচ দিনের ম্যাচে অন্তত ২০০ রানে এগিয়ে থাকলেই ফলো-অন করানো যায়। কুলদীপরা যেরকম বল করছিলেন, তাতে বাংলাদেশকে পুনরায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ডাকলে ভারত চেপে ধরতে পারত শাকিব আল হাসানদের। তবে লোকেশ রাহুলরা নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য যে কারণগুলির জন্য বাংলাদেশকে ফলো-অন করায়নি ভারত, দেখে নেওয়া যাক একনজরে।
প্রথমত, চট্টগ্রামের প্রথম টেস্টে ইতিমধ্যেই বল ঘুরছে বিস্তর। সন্দেহ নেই দ্বিতীয় টেস্টেও একই রকম পিচ ও পরিবেশে ব্যাট করতে হবে ভারতকে। তাই বাংলাদেশি স্পিনারদের বিরুদ্ধে আরও কিছুক্ষণ ব্যাট করে সড়গড় হয়ে ওঠার এমন সুযোগ হাতছাড়া করতে চাননি ভারতীয় ব্যাটসম্যানরা। সম্ভবত সেকারণেই পুনরায় ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। নাহলে দিনের শুরুতে বোলারদের ক্লান্তির প্রসঙ্গ ছিল না এক্ষেত্রে।
আরও পড়ুন:- BENG vs UP Ranji Trophy: অভিজ্ঞ মনোজ-অনুষ্টুপের ব্যাটে ইডেনে লড়াকু জয় বাংলার
দ্বিতীয়ত, বাংলাদেশকে ফলো-অন করালে যদি তারা ছোটখাটে রানের টার্গেটও দিত ভারতকে, তবে শেষ ইনিংসে সেই রান তাড়া করতে নেমে সমস্যায় পড়তে হতে পারত ভারতীয় ব্যাটসম্যানদের। এমন পিচে শেষ ইনিংসে বাংলাদেশের স্পিনারদের কেনই বা মোকাবিলা করতে চাইবে ভারত?
তৃতীয়ত, বাংলাদেশ সফরের পরেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে হবে ভারতকে। দীর্ঘদিন সীমিত ওভারের ক্রিকেট খেলার পরে টেস্টের আবহের সঙ্গে সড়গড় হতে মাঠে সময় কাটানো দরকার ভারতীয় ব্যাটসম্যানদের। তাই ব্যাটিং প্র্যাক্টিসের এমন সুযোগ হাতছাড়া করতে চায়নি টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া সিরিজে ভারতের পিচও স্পিনারদের সাহায্য করবে নিশ্চিত।
তাছাড়া রোহিত নেই চট্টগ্রাম টেস্টে। তাঁর বদলে ওপেন করেন গিল। লোকেশ রাহুল-বিরাট কোহলিরা দীর্ঘতম ফর্ম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছেন, এমনটা বলা যাবে না কোনওভাবেই। তাই দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে পকেটে আরও কিছু রান সংগ্রহ করে নিতে পারলে ভারতীয় ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়বে সন্দেহ নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।