
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্ট দিয়ে ভারতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, দেখুন পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি
১ মিনিটে পড়ুন . Updated: 10 Dec 2020, 05:07 PM IST- খেলা হবে তিনটি মাঠে, ইডেনে নেই কোনও ম্যাচ।
আমিরশাহিতে নয়, ভারতের মাটিতেই অনুষ্ঠিত হতে চলেছে ভারত-ইংল্যান্ড দ্বি-পাক্ষিক সিরিজ। নতুন বছরের শুরুতেই পূর্ণাঙ্গ সফরে ভারতে আসছেন জো রুট-ইয়ন মর্গ্যানরা।
বিসিসিআই ও ইসিবির তরফে দ্বি-পাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করা হয়। ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে দু'দলের প্রথম টেস্ট দিয়ে ভারতের মাটিতে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। ভারত সফরে ইংল্যান্ড কোহলিদের বিরুদ্ধে ৪টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৫টি আন্তর্জাতিক টি-২০ খেলবে।
১৩ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়েই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ২৪ ফেব্রুয়ারি থেকে মোতেরার নবনির্মিত সর্দার প্যাটেল স্টেডিয়ামে খেলা হবে সিরিজের তৃতীয় টেস্ট। এই ম্যাচটি খেলা হবে গোলাপি বলে কৃত্রিম আলোয়। ৪ মার্চ থেকে আমদাবাদের মোতেরাতেই অনুষ্ঠিত হবে চতুর্থ তথা শেষ টেস্ট।
পরবর্তী পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে মোতেরাতেই। শেষে খেলা হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। ওয়ান ডে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে পুণেতে। করোনা মহামারির জন্যই তিনটি মাঠে সব ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ইডেনে কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে না। ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলায়, পরের বছর আইপিএলও দেশের মাঠে অনুষ্ঠিত হতে পারে বলে আশাবাদী ক্রিকেটপ্রেমীরা।
টেস্ট সিরিজের সূচি:-
৫-৯ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট (চেন্নাই)।
১৩-১৭ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্ট (চেন্নাই)।
২৪-২৮ ফেব্রুয়ারি: তৃতীয় টেস্ট (আমদাবাদ)।
৪-৮ মার্চ: চতুর্থ টেস্ট (আমদাবাদ)।
টি-২০ সিরিজের সূচি:-
১২ মার্চ: প্রথম টি-২০ (আমদাবাদ)।
১৪ মার্চ: দ্বিতীয় টি-২০ (আমদাবাদ)।
১৬ মার্চ: তৃতীয় টি-২০ (আমদাবাদ)।
১৮ মার্চ: চতুর্থ টি-২০ (আমদাবাদ)।
২০ মার্চ: পঞ্চম টি-২০ (আমদাবাদ)।
ওয়ান ডে সিরিজের সূচি:-
২৩ মার্চ: প্রথম ওয়ান ডে (পুণে)।
২৬ মার্চ: দ্বিতীয় ওয়ান ডে (পুণে)।
২৮ মার্চ: তৃতীয় ওয়ান ডে (পুণে)।