পাঁচ ম্যাচের সিরিজের চারটি টেস্ট খেলা হয়েছে গতবছর। করোনার জন্য স্থগিত হয়ে যাওয়া পঞ্চম তথা শেষ টেস্ট অবশেষে আয়োজিত হচ্ছে এক বছর পরে। ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে। সুতরাং, এজবাস্টন টেস্টের ফলাফলের নিরিখে টিম ইন্ডিয়ার সিরিজ হারার সম্ভাবনা নেই। তবে জিতলে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে ভারত। টেস্ট ড্র হলেও সিরিজ জিতবে টিম ইন্ডিয়াই। তবে ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে নিতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাড়তি অক্সিজেন পাবে টিম ইন্ডিয়া। এজবাস্টন টেস্টের প্রথম দিনের শেষে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখেন বুমরাহরা। দ্বিতীয় দিনেও দাপট বজায় রাখে টিম ইন্ডিয়া।
দ্বিতীয় দিনের খেলা শেষ
ভারতের ৪১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৮৪ রান সংগ্রহ করেছে। ইংল্যান্ড ব্যাট করেছে মোট ২৭ ওভার। জনি বেয়ারস্টো ৪৭ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন। ৪ বল খেলে এখনও খাতা খোলেননি বেন স্টোকস। ভারতের থেকে এখনও ৩৩২ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। বুমরাহ ৩৫ রানে ৩টি উইকেট নিয়েছেন। ৩৩ রানে ১ উইকেট নিয়েছেন শামি। ৫ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন সিরাজ।
লিচকে ফেরালেন শামি
২৫.৩ ওভারে মহম্মদ শামির বলে পন্তের দস্তানায় ধরা পড়েন নাইটওয়াচম্যান জ্যাক লিচ। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ইংল্যান্ড ৮৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন ব্রিটিশ দলনায়ক বেন স্টোকস।
লিচের ক্যাচ ছাড়লেন কোহলি
২৩.৫ ওভারে শামির বলে স্লিপে জ্যাক লিচের ক্যাচ ছাড়েন বিরাট কোহলি। শর্ট বলে ব্যাট সরিয়ে নেওয়ার চেষ্টা করেন লিচ। তবে বল বাঁক নিয়ে তাঁর ব্যাটে লেগে যায়। কোহলি লাফিয়ে বলে হাত লাগালেও তা ধরতে পারেননি। ২৪ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮৩ রান।আরও পড়ুন:- এজবাস্টনে দেখা গেল ক্যাপ্টেন কোহলির ঝলক, কার্যত বুমরাহর আড়ালে দল পরিচালনা করলেন বিরাট
রুটকে ফেরালেন সিরাজ
দিনের সব থেকে বড় সাফল্য পেল ভারত। ২২.৬ ওভারে মহম্মদ সিরাজের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন জো রুট। বাড়তি বাউন্সের মোকাবিলা করতে ব্যর্থ হন রুট। তিনি ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৭ বলে ৩১ রান করে মাঠ ছাড়েন। ইংল্যান্ড ৭৮ রানে ৪ উইকেট হারায়। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামেন জ্যাক লিচ।
২০ ওভারে ইংল্যান্ড ৩ উইকেটে ৭৭
২০ ওভার শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ৭৭ রান সংগ্রহ করেছে। জো রুট ৩১ রান করেছেন। বেয়ারস্টো ব্যাট করছেন ব্যক্তিগত ১০ রানে।
বৃষ্টির বাধা টপকে ম্যাচ শুরু
বৃষ্টির পরে ম্যাচ শুরু। শামির ওভারে জোড়া বাউন্ডারি মারেন জো রুট। ১৬ ওভারে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৬৮ রান তুলেছে। রুট ব্যাট করছেন ২৭ রানে।
ম্যাচ শুরু হবে ১০টা ৩০ মিনিটে
দিনের শেষ ঘণ্টায় শুরু হবে দ্বিতীয় দিনের শেষ সেশনের খেলা। ভারতীয় সময় অনুযায়ী রান ১০টা ৩০ মিনিটে মাঠে নামবে দু'দল। ১১টা পর্যন্ত খেলা চলার কথা। তবে আবহাওয়া অনুমতি দিলে খেলা চলবে ১১টা ৩০ মিনিট পর্যন্ত।
বিরতির পরেও শুরু হয়নি খেলা
চায়ের বিরতির সময় শেষ। যদিও খেলা শুরুর ইঙ্গিত মেলেনি। পিচ ঢাকা রয়েছে। দ্বিতীয় দিনের মতো খেলা পরিত্যক্ত হওয়ার আশঙ্কা উঁকি দিচ্ছে। যদিও এখনও আশা রয়েছে। ৯টা ৫৫ মিনিটে মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা।
চায়ের বিরতি
বৃষ্টির জন্য খেলা শুরু করা সম্ভব হয়নি। পরিবর্তিত সূচি অনুযায়ী ভারতীয় সময় রাত ৯টায় চায়ের বিরতি ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
ফের বৃষ্টি এজবাস্টনে
১৫.১ ওভার খেলা হওয়ার পরেই ফের বৃষ্টি নামে এজবাস্টনে। ফলে ম্যাচ বন্ধ হয় আরও একবার। ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৬০ রান।
১৫ ওভারে ইংল্যান্ড ৩ উইকেটে ৬০
১৫ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে। জো রুট ৩৭ বলে ১৯ রান করেছেন। ১৩ বলে ৬ রান করেছেন জনি বেয়ারস্টো।
পোপকে ফেরালেন বুমরাহ
ব্যাট হাতে বিশ্বরেকর্ডের পরে বল হাতে জ্বলছেলন বুমরাহ। দুই ওপেনারের পরে এবার পোপকে ফেরালেন তিনি। ১০.৬ ওভারে স্লিপে শ্রেয়সের হাতে ধরা পড়েন পোপ। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১০ রান করেন। ইংল্যান্ড ৪৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জনি বেয়ারস্টো।ব্যাট হাতে বুমরাহর বিশ্বরেকর্ড নিয়ে রবি শাস্ত্রীর প্রতিক্রিয়া দেখুন:- ‘আমিও এক ওভারে ৩৬ তুলেছি, তবে…’, বুমরাহর বিশ্বরেকর্ডের প্রতিক্রিয়ায় রবি শাস্ত্রী কী বললেন শুনুন: ভিডিয়ো
বৃষ্টির পরে খেলা শুরু
বৃষ্টির পরে নিজের অসমাপ্ত ওভার পুনরায় শুরু করেন বুমরাহ। শুরুতেই চার মারেন জো রুট। ৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৩৫।
৭টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা
৭টা ১৫ ও ৭টা ৩০ মিনিটে দু'দফায় আম্পাারদের মাঠ পরিদর্শনের পরে স্থির হয়, খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী ৭টা ৪৫ মিনিটে। চায়ের বিরতি রাত ৯টা ৩০ মিনিটে। শেষ সেশনের খেলা চলবে ৯টা ৫০ থেকে রাত ১১টা পর্যন্ত। তার পরেও ৩০ মিনিট খেলা চালিয়ে যাওয়া হতে পারে। সারা দিনে ইতিমধ্যেই ২৬ ওভারের খেলা নষ্ট হয়েছে।
৭টা ১৫-য় মাঠ পরিদর্শন
ভারতীয় সময় অনুযায়ী ৭টা ১৫ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। তার পরেই স্থির হয়ে খেলা শুরু করা সম্ভব কিনা। সম্ভব হলেও কখন পুনরায় শুরু হবে ম্যাচ, জানা যাবে তখনই।
ব্রড একা নন
স্টুয়ার্ট ব্রড একা নন, টেস্টে খরুচে ওভার রয়েছে আরও দুই ব্রিটিশ তারকার। বিস্তারিত পড়ুন:- IND vs ENG: ওভারে সবচেয়ে বেশি রান খাওয়ার তালিকায় শীর্ষে স্টোকসের দলের তিন সদস্য
ফের বৃষ্টিতে থমকাল ম্যাচের গতি
দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের বৃষ্টি থমকায় ম্যাচের গতি। ৬.৩ ওভারে ইংল্যান্ড ২ উইকেটে ৩১ রান তোলার পরে ম্যাচ বন্ধ হয়ে যায়।
ক্রাউলিকে ফেরালেন বুমরাহ
দ্বিতীয় সেশনের প্রথম ওভারে ইংল্যান্ড ১১ রান সংগ্রহ করে। শমির ওভারে ১টি চার মারেন পোপ। তবে পরের ওভারের শুরুতেই বুমরাহ আউট করেন ক্রাউলিকে। ৪.১ ওভারে জসপ্রীতের বলে গিলের হাতে ধরা পড়েন জ্যাক। ১৭ বলে ৯ রান করেন তিনি। ইংল্যান্ড ২৭ রানে দুই ওপেনারের উইকেট হারায়। ব্যাট করতে নামেন জো রুট।
৫টা ৪৫ মিনিটে পুনরায় শুরু হবে ম্যাচ
যদি নতুন করে বৃষ্টি না হয়, তবে লাঞ্চের পরে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৫টা ৪৫ মিনিটে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানানো হয় বিসিসিআইয়ের তরফে। চায়ের বিরতি নেওয়া হবে রাত ৮টা ২৫ মিনিটে। দিনের শেষ সেশনের খেলা চলবে ৮টা ৪৫ থেকে রাত ১১টা পর্যন্ত। যদিও তার পরেও ৩০ মিনিট খেলা চালিয়ে যাওয়া হতে পারে।
বৃষ্টিতে ম্যাচ বন্ধ, লাঞ্চ
লিস সাজঘরে ফেরার পরেই বৃষ্টিতে ম্যাচ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আম্পায়াররা বাধ্য হয়েই নির্ধারিত সময়ের আগে লাঞ্চের বিরতি ঘোষণা করেন। ক্রাউলি ব্যাট করছেন ৭ রানে।
লিসকে ফেরালেন বুমরাহ
২.৬ ওভারে অ্যালেক্স লিসকে বোল্ড করেন জসপ্রীত বুমরাহ। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৬ রান করে মাঠ ছাড়েন ব্রিটিশ ওপেনার। ইংল্যান্ড ১৬ রানে ১ উইকেট হারায়।
ইংল্যান্ডের প্রথম ইনিংস শুরু
ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন অ্যালেক্স লিস ও জ্যাক ক্রাউলি। বোলিং শুরু করেন বুমরাহ। প্রথম ওভারে ২ রান ওঠে।
ভারত ৪১৬ অল-আউট
৮৪.৫ ওভারে সিরাজকে ফিরিয়ে ভারতের প্রথম ইনিংসে দাঁড়ি টেনে দেন জেমস অ্যান্ডারসন। ৬ বলে ২ রান করে ব্রডের হাতে ধরা পড়েন সিরাজ। বুমরাহ ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। অ্য়ান্ডারসন ৬০ রানে ৫ উইকেট দখল করেন। ভারত প্রথম ইনিংসে অল-আউট হয় ৪১৬ রানে।
ব্রডের ওভারে উঠল ৩৫ রান
স্টুয়ার্ট ব্রডের ওভারে ৩৫ রান সংগ্রহ করে ভারত। প্রথম বলে চার মারেন বুমরাহ। দ্বিতীয় বল ওয়াইড হয় এবং বাউন্ডারির বাইরে বল চলে যায়। সেই বলে ৫ রান ওঠে। পরে নো-বলে ছক্কা মারেন বুমরাহ। পরের ৩টি বলে ৩টি চার মারেন জসপ্রীত। ওভারের পঞ্চম বলে ফের ছক্কা মারেন বুমরাহ। শেষ বলে ১ রান নেন জসপ্রীত। ১টি ওয়াইড ও ১টি নো বল-সহ ওভারের ৮টি বলে যথাক্রমে ৪, ৫, ৭, ৪, ৪, ৪, ৬ ও ১ রান ওঠে। ভারত ৪০০ রানেগ গণ্ডি টপকে যায়। ৮৪ ওভার শেষে ভারতের স্কোর ৯ উইকেটে ৪১২। বুমরাহ ১৪ বলে ২৯ রান করেছেন। সিরাজ ১ রান ব্যাট করছেন।আরও পড়ুন:- IND vs ENG: 'বুম' বুমরাহ! টেস্টে ব্রডের এক ওভারে উঠল ৩৫ রান, তাজা হল যুবরাজের ‘ক্ষত’
জাদেজাকে ফেরালেন অ্যান্ডারসন
৮২.২ ওভারে অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রবীন্দ্র জাদেজা। ১৩টি বাউন্ডারির সাহায্যে ১৯৪ বলে ১০৪ রান করে আউট হন তিনি। ভারত ৩৭৫ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ সিরাজ। ম্যাচে অ্যান্ডারসনের এটি চতুর্থ উইকেট।
শামি আউট
৭৯.৪ ওভারে স্টুয়ার্ট ব্রডের শর্ট বলে আপার কাট শট খেলেন মহম্মদ শামি। তবে থার্ডম্যান বাউন্ডারিতে জ্যাক লিচের হাতে বল চলে যায়। তিনি ৩টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন। ভারত ৩৭১ রানে ৮ উইকেট হারায়। স্টুয়ার্ট ব্রডের এটি ৫৫০ নম্বর টেস্ট উইকেট। ব্যাট হাতে ক্রিজে আসেন জসপ্রীত বুমরাহ।
সেঞ্চুরি জাদেজার
১৩টি বাউন্ডারির সাহায্যে ১৮৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রবীন্দ্রল জাদেজা। বিদেশের মাঠে এটিই তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি। ৭৯ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৩৭১ রান। জাদেজা ১০০ ও শামি ১৬ রানে ব্যাট করছেন।
জোড়া বাউন্ডারি শামির
৭৭তম ওভারে ম্যাথিউ পটসের বলে জোড়া বাউন্ডারি মারেন মহম্মদ শামি। ওভারে মোট ১০ রান ওঠে। ভারতের স্কোর ৭ উইকেটে ৩৫১। জাদেজা ৮৭ ও শামি ৯ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় দিনের খেলা শুরু
দ্বিতীয় দিনে ব্যাট হাতে মাঠে নামেন গুদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জাদেজা ও শামি। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন স্টোকস। দিনের প্রথম ওভারের তৃতীয় বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড সচল করেন জাদেজা। প্রথম ওভারে ১ রান ওঠে। ৭৪ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ৩৩৯ রান।
নজর থাকবে জাদেজার দিকে
রবীন্দ্র জাদেজা ৫৯টি টেস্টের ৮৭টি ইনিংসে ১৭টি হাফ-সেঞ্চুরি করলেও সেঞ্চুরি করেছেন মোটে ২টি। এবছর মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তার আগে ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০০ রান করে নট-আউট থাকেন জাদেজা। এবার এজবাস্টনে তিনি ব্যক্তিগত শতরানের সামনে দাঁড়িয়ে। আর মাত্র ১৭ রান করলে বিদেশের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি করবেন জাড্ডু।
প্রথম দিনের স্কোর
এজবাস্টন টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে মোট ৭৩ ওভার খেলা হয়। ভারত প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৩৩৮ রান তোলে। ১০টি বাউন্ডারির সাহায্যে ১৬৩ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। মহম্মদ শামি ১১টি বল খেলেও এখনও খাতা খোলেননি। তার আগে ঋষভ পন্ত ১৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১১ বলে ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। এছাড়া শুভমন গিল ১৭, চেতেশ্বর পূজারা ১৩, হনুমা বিহারী ২০, বিরাট কোহলি ১১, শ্রেয়স আইয়ার ১৫ ও শার্দুল ঠাকুর ১ রান করে আউট হন। ইংল্যান্ডের হয়ে প্রথম দিনে অ্যান্ডারসন ৩টি, পটস ২টি এবং স্টোকস ও রুট ১টি করে উইকেট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।