চারদিনের টানটান উত্তেজনাপূর্ণ খেলার শেষে লর্ডসে ভারতে দ্বিতীয় দিনে ১৫৪ রানে এগিয়ে, হাতে রয়েছে চার উইকেট। বর্তমান পরিস্থিতিতে তিনটি ফলাফলই সম্ভব। এমন অবস্থায় ইংল্যান্ডকে ম্যাচ জিততে গেলে ভারতের কত রানের লিড নিতে সক্ষম হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
ইংল্যান্ড অলরাউন্ডার মইন আলির মতে ভারতের লিডকে ২২০-২৩০ মধ্যে সীমাবদ্ধ রাখাই ইংলিশ দলের উদ্দেশ্য। তার বেশি রান তাড়া করে ম্যাচ জিততে জো রুটদের বেশ সমস্যায় পড়তে হবে বলেই মনে করছেন তিনি। দিনের শেষে মইন জানান, ‘আমাদের দুই দলই ভাল জায়গায় রেয়েছে এবং গোটা ম্যাচেই সকলে দারুণ ক্রিকেট উপভোগ করেছে। আমার মতে ২২০-২৩০ রান তাড়া করে ম্যাচ জেতা বেশ মুশকিল হবে। ক্রিকেটে কিছুই অসম্ভব নয়। তবে তার বেশি রান করা বেশ কঠিন হবে।’
চতুর্থ দিনের খেলা শেষে ভারতের হয়ে ক্রিজে ১৪ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্ত। ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান নিজের আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে যে কোন সময়ে দ্রুত রান করে ইংল্যান্ডের নাগালের বাইরে ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা রাখেন। পন্তের ব্যাটিং দক্ষতার সঙ্গে ভালভাবেই অবগত ইংল্যান্ড দল। তবে মইনের মতে নতুন বল হাতে ইংল্যান্ড বোলাররাও ছেড়ে কথা বলবেন না।
‘আমরা পন্তের দক্ষতা সম্পর্কে অবগত। ও যে আমাদের জন্য় সমস্যার সৃষ্টি করতে পারে। তবে আমাদের সকলকেই কালকে (পঞ্চম দিনে) ভাল খেলতে। নতুন বলের সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হবে। তবে আমাদের দলেও জিমি (জেমস) অ্যান্ডারসন রয়েছেন।’ মত মইনের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।