বাংলা নিউজ > ময়দান > চিপকে তৃতীয় আম্পায়ারের দু'টি ভুল সিদ্ধান্ত নিয়ে জোর বিতর্ক

চিপকে তৃতীয় আম্পায়ারের দু'টি ভুল সিদ্ধান্ত নিয়ে জোর বিতর্ক

রাহানের ক্যাচ নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত আম্পায়ারের। ছবি- টুইটার।

কার্যত ভুল স্বীকার করে রিভিউ ফিরিয়ে দেওয়া হয় ইংল্যান্ডকে।

প্রথমে রোহিত শর্মার স্টাম্প আউট, পরে অজিঙ্কা রাহানের ক্যাচ। চিপকে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই তৃতীয় আম্পায়ারের দু'টি ভুল সিদ্ধান্ত নিয়ে জোর বিতর্ক ক্রিকেটমহলে।

হিটম্যানের স্টাম্প নিয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের রেশ কাটার আগেই রাহানের ক্যাচ নিয়ে তৃতীয় আম্পায়ার পুনরায় ভুল করে বসেন। রাহানের ক্ষেত্রে ম্যাচ অফিসিয়ালদের তরফে কার্যত ভুল স্বীকার করে নেওয়া হয়। অজিঙ্কা সে যাত্রায় বেঁচে গেলেও রিভিউ ফিরিয়ে দেওয়া হয় ইংল্যান্ডকে।

৭১তম ওভারে লিচের শেষ বলে রোহিত শর্মার বিরুদ্ধে স্টাম্প আউটের আবেদন জানায় ইংল্যান্ড। তৃতীয় আম্পায়ার অনিল চৌধরি নটআউট ঘোষণা করেলও রিপ্লে দেখে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়া মুশকিল। কেননা, বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী, বেশিরভাগেরই দাবি, আউট ছিলেন রোহিত।

স্টাম্পের এই আবেদনকেই নট-আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার।
স্টাম্পের এই আবেদনকেই নট-আউট ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার।

হিটম্যান যদিও পড়ে পাওয়া জীবনদান কাজে লাগাতে পারেননি। পরের ওভারে বল করতে এসে সেই জ্যাক লিচই সাজঘরে ফেরান রোহিতকে। ১৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩১ বলে ১৬১ রান করে মঈন আলির হাতে ধরা দেন তিনি।

৭৫তম ওভারে লিচের দ্বিতীয় বলে রাহানের বিরুদ্ধে ক্যাচের আবেদন জানায় ইংল্যান্ড। ফিল্ড আম্পায়ার নট-আউট দিলে রুট রিভিউ নেন। তৃতীয় আম্পায়ার নট-আউট ঘোষণা করলেও স্নিকোয় দেখা যায় বল রাহানের ব্যাটে লেগে পোপের হাতে জমা পড়েছে। রুটকে দৃশ্যতই ক্ষুব্ধ দেখায়।

রাহানে পরের ওভারে মঈন আলির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ৯টি বাউন্ডারির সাহায্যে ১৪৯ বলে ৬৭ রান করে অজিঙ্কা। রোহিত ও রাহানের মধ্যে কোনও একজন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের সুযোগ নিয়ে নিজেদের ইনিংসকে আরও দীর্ঘ করলে বিতর্ক আরও বাড়ত সন্দেহ নেই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন