ভারত অধিনায়ক রোহিত শর্মা মঙ্গলবার ব্যাটিং করার সময়ে বড় চোট পান। যার জেরে তাঁকে মাঠ ছাড়তে হয়। ৫ বলে ১১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আগে অবশ্য বড় নজির রোহিত গড়ে ফেলেন। ভাঙেন বিরাট কোহলির রেকর্ড।
রোহিত তাঁর সংক্ষিপ্ততম ইনিংসেও একটি ছক্কা এবং একটি চার হাঁকিয়েছিলেন। আর ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে কোহলির রেকর্ড ভেঙে দেন তিনি। পুরুষদের টি-টোয়েন্টিতে ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন রোহিত। এই নিয়ে ৩৪টি ইনিংসে তিনি মোট ৬০টি ছক্কা হাঁকালেন। আর অধিনায়ক হিসেবে কোহলি ৫০টি ইনিংসে হাঁকিয়েছিলেন ৫৯টি ছক্কা। মহেন্দ্র সিং ধোনি আবার অধিনায়ক থাকার সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৪টি ছক্কা হাঁকিয়েছিলেন।
আরও পড়ুন: চোটের জন্য কি পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন রোহিত? নিজেই দিলেন আপডেট
পুরুষদের টি-টোয়েন্টিতে ভারতীয় অধিনায়কদের সবচেয়ে বেশি ছক্কার নজির:
৬০- রোহিত শর্মা
৫৯ - বিরাট কোহলি
৩৪ - এমএস ধোনি
রোহিতের চোটের বিষয়ে বিসিসিআই জানিয়েছে, ‘টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার পিঠে খিঁচুনি লেগেছে। বিসিসিআই মেডিকেল টিম তাঁর অগ্রগতি পর্যবেক্ষণ করছে।’ আর রোহিত নিজে বলেছেন, ‘এই মুহূর্তে, এই চোট আছে। আমাদের পরের ম্যাচের জন্য কয়েক দিন আছে। আশা করি চোট পুরো ঠিক হয়ে যাবে।’
আরও পড়ুন: IPL-এও ওপেন করেছি- রোহিতের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নিলেন স্কাই
মঙ্গলবার টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করে উইন্ডিজ ৫ উইকেটে ১৬৪ রান করে। কাইল মায়ের্স ৫০ বলে ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রভম্যান পাওয়েলের ২৩ রান। আসলে মায়ের্স ছাড়া বাকি ব্যাটাররা সে ভাবে আহামরি কিছু করতে পারেননি। ভারতের হয়ে ২ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ১টি করে উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া এবং আর্শদীপ সিং।
জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ৫ বলে ১১ করে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে ফিরে গেলে চাপে পড়ে যায় ভারত। তখন দলের রান ১৯। কিন্তু এ দিন হাল ধরেন সূর্য। তাঁর ৪৪ বলে ৭৬ রানের হাত ধরেই জয়ের পথে ফেরে ভারত। এ ছাড়া ঋষভ পন্ত ২৬ বলে ৩৩ করে অপরাজিত থাকেন। শ্রেয়স আইয়ার ২৭ বলে ২৪ করেন। ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ করে ভারত। এ দিনের ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।