ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারত পুরোদমে প্রস্তুতি চালাচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর এক মাসের বিরতি ছিল টিম ইন্ডিয়ার। উইন্ডিজের বিরুদ্ধে ফের তারা ২২ গজে লড়াইয়ে নামবে। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং হোক, ভারতীয় দল ডোমিনিকাতে ১২ জুলাই থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের প্রস্তুতিতে কোনও কসরত রাখছে না।
সোমবার ভারতীয় প্লেয়াররা একটি নতুন ধরনের ড্রিলের মাধ্যমে তাদের ফিল্ডিংয়ে দক্ষতা বাড়ানোর চেষ্টা করেছে। বিসিসিআই একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে দেখা গিয়েছে, মজাদার ফিল্ডিং উপভোগ করছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ইশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিনরা।
উইন্ডসর পার্কে প্রথম টেস্টের আগে ভারতীয় দল যে বেশ ফুরফুরে, তা তাদের প্রস্তুতিতেই দেখা গিয়েছে। প্রত্যেকেই আনন্দ করে অনুশীলন করছিলেন। আসলে এই অনুশীলনের মধ্যে দিয়ে প্লেয়ারদের রিফ্লেক্স বাড়ানোর চেষ্টা করা হয়েছে। একটা ওয়াই শেপের রঙিন ডিভাইসের সাহায্য এই ড্রিল করছিলেন কোহলিরা। রাহানে একবার ক্যাচ মিস করলে কোহলিকে হাসতে হাসতে প্রায় মাটিয়ে গড়াগড়ি খান।
আরও পড়ুন: অ্যান্টিগায় পেয়েছিলেন ভিভের প্রশংসা! অফ ফর্ম কাটাতেই কি অতীতকে ঘাঁটছেন কোহলি?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ২টি টেস্ট, তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। এবং ১২ জুলাই থেকে ১৩ অগস্ট পর্যন্ত পুরো সিরিজ চলবে।
অস্ট্রেলিয়ার কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের পর থেকে ভারতীয় দল বিশ্রামে থাকলেও, ওয়েস্ট ইন্ডিজ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারে খেলেছে। তবে তারা চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স করে মূল বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এর অর্থ উইন্ডিজ এই বছরের শেষের দিকে ভারতে আসন্ন ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না। খুব স্বাভাবিক ভাবেই এই ধাক্কা কাটাতে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিরুদ্ধে সিরিজে নিজেদের নিংড়ে দিতে মরিয়া থাকবে।
আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ালিফায়ার থেকে একাদশ বাছল ICC, এই টিম টেক্কা দেবে যে কোনও বড় দলকে
আর ভারতীয় দল ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুটা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ধামাকাদার করতে চাইবে। ২০২১ এবং ২০২৩ প্রথম দুই সংস্করণের ফাইনালে পৌঁছলেও শিরোপা অধরা থেকে গিয়েছে ভারতের। মেন ইন ব্লু তাই তৃতীয় বার ফাইনালে পৌঁছে শিরোপা জিততে মরিয়া হয়ে থাকবে।
অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও ভারত এখনও আইসিসি-র টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর দল হিসেবেই রয়েছে। তারা এই স্থানটি ধরে রাখতে চাইবে। অস্ট্রেলিয়া তাদের চলতি অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে হেরেছে। অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। সেই সঙ্গে তারা সিরিজের ব্যবধান কমিয়ে ২-১ করেছে। তবে ম্যাঞ্চেস্টার টেস্টে অজিরাও সিরিজে প্রত্যাবর্তন করতে মুখিয়ে। এখনও দু'টি টেস্ট বাকি। দেখার, এবারের অ্যাশেজ কারা জেতে!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।