এবারের আইপিএলের শুরুটা বেশ ভালো করেছে পঞ্জাব কিংস। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় তারা। বৃষ্টিস্নাত সেই ম্যাচ সহজেই জিতে নেয় প্রীতি জিন্টার দল। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও দুর্দান্ত পারফরম্যান্স করলেন পঞ্জাব কিংসের ব্যাটাররা।
বিশেষ করে শিখর ধাওয়ান একাই ৫৬ বলে ৮৬ রানের ইনিংস খেললেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন প্রভসিমরন সিং। ৩৪ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ৭টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে। এই দুই ওপেনার রাজস্থানের উপর চাপ বাড়াতে সক্ষম হয়। প্রায় ৯০ রানের পার্টনারশিপ গড়েন তারা। অবশ্য় হোল্ডারের বলে ফিরে যেতে হয়েছে তাঁকে। কিন্তু রাজস্থান দলের ভিত গড়ে দিয়ে যান তিনি।
গত ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে মাত্র ২৩ রানে ফিরে যেতে হয়েছে তাঁকে। এই ম্যাচে দলকে ভরসা দেওয়ার পাশাপাশি বড় রানের দিকে এগিয়েও দিলেন প্রভসিমরন। ইনিংস শেষ হওয়ার পর পঞ্জাব কিংসের এই ব্যাটার বলেন, 'ব্যাটারদের জন্য এই পিচ খুব ভালো। যদি ঠিক করে খেলা যায় তাহলে এই পিচে ভালো রান রয়েছে। তাই বড় রান করতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে।'
৩৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন প্রভসিমরন। এই রানের জন্য দলকেই কৃতিত্ব দিচ্ছেন তিনি। প্রভসিমরন বলেন, 'গত ম্যাচে আমরা জয় পেয়েছি। এই ম্যাচেও আমরা জয়ের ধারা বজায় রাখতে চাই। তাই শুরু থেকেই আমি এবং ধাওয়ান ভাই মারতে থাকি। প্রথমের দিকে বেশি রান তুলে নিতে পারলে, পরে কোনও রকম সমস্যা হবে না। তাই আমরা যেমন বল পেয়েছি, সেই অনুযায়ী শট খেলেছি। শুরুতে রানটা এগিয়ে থাকায় পরের ব্যাটারদের খুব একটা সমস্যা হয়নি। ব্যাক্তিগত ভাবে যে ইনিংস আমি খেলেছি, তাতে আমি খুশি। সবচেয়ে বড় কথা, যে রানটা আমি করেছি, তা যেন দলের কাজে লাগে। তবে এটাও ঠিক রাজস্থানের যা ব্যাটিং লাইনআপ তা ওরা এই রান তুলে দেওয়ার ক্ষমতা রাখে। ফলে আমাদের ভালো বল করতে হবে।'
অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন শিখর ধাওয়ান। ৫৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকতে হয়েছে গব্বরকে। এই প্রসঙ্গে প্রভসিমরন বলেন, 'শতরান করলে ভালো লাগত। শিখর ভাই খুব আনন্দ পেত। কিন্তু কিছু করার নেই। এই ম্য়াচে আমাদের জিততে হবে। সেই দিকেই আমরা ফোকাস করব।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।